কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ বাউবিতে

ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্সের সুযোগ বাউবিতে

গত দুই দশকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। ফলে বেড়েছে উন্নয়ন অধ্যয়ন তথা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনার প্রয়োজনীয়তা। এ পটভূমিতে আগ্রহী শিক্ষার্থীদের উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স পড়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে ক্যারিয়ার গড়ার প্রধান ক্ষেত্র হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), ইউনেস্কো, জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, স্থানীয় ব্যাংক প্রভৃতি। নিয়মিত শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে এমডিএস গ্র্যাজুয়েটদেরও সুযোগ রয়েছে ক্যারিয়ার গঠনের।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিইউপিসহ বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে অনার্স ও মাস্টার্স পড়ার সুযোগ রয়েছে। তবে আগ্রহ থাকা সত্ত্বেও পেশাগত ব্যস্ততার কারণে অনেকে এ বিষয়ে অধ্যয়নের সুযোগ পাচ্ছেন না। তাদের কথা ভেবেই বাউবি উন্নয়ন অধ্যয়নে চালু করল মাস্টার্স প্রোগ্রাম।

ব্লেন্ডেড মুডে পরিচালিত প্রোগ্রামটির প্রথম ব্যাচে (জুলাই, ২০২৩) ভর্তির জন্য গত ২৫ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাসের সুযোগ থাকছে। দুই বছরমেয়াদি প্রোগ্রামটি চার সেমিস্টারে ১৬টি কোর্সে ৬৫টি ক্রেডিট সম্পন্ন করতে হবে। তবে এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর থাকবে। অর্থাৎ কোনো কারণে কেউ নির্ধারিত দুই বছরে সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করতে না পারলে, সর্বোচ্চ পাঁচ বছরে এটি সম্পন্ন করা যাবে।

প্রতি সেমিস্টারে গড়ে ২০ হাজার করে সর্বমোট ৮০-৮২ হাজার টাকার মধ্যে প্রোগ্রামটি সম্পন্ন করা যাবে। যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে তিন-চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্নকারীরা অথবা যে কোনো বিষয়ে একটি মাস্টার্স ডিগ্রিসহ দুই বছরমেয়াদি স্নাতক (পাস কোর্স) উত্তীর্ণরা এমডিএস প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে অনধিক একটি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১০ জুলাই।

ভর্তি কমিটির সভাপতি ড. মো. শহীদুর রহমান বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। তবে প্রথম ব্যাচে সর্বোচ্চ ৬০ জন ভর্তি করা হবে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুরের বোর্ডবাজারে বাউবির মূল ক্যাম্পাসে শ্রেণি কার্যক্রম শুরু করতে পারব।

এমডিএস প্রোগ্রামের সমন্বয়কারী প্রফেসর ড. ইকবাল হুসাইন বলেন, বিশ্বায়নের এ যুগে পরিবেশ ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীরা যাতে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে পারে সে বিষয়ে আমাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে। তা বাস্তবায়নে বাউবির দক্ষ ও অভিজ্ঞ নিজস্ব শিক্ষকমণ্ডলীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ প্রোগ্রামে যুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

১০

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

১১

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১২

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১৩

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১৪

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৫

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৬

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৭

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৮

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৯

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

২০
X