

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব্যাপক গণসংযোগ করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে গণসংযোগের মধ্য দিয়ে তার দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
এরপর তিনি সিড্যা ও দারুল আমান ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন। সকালের পশ্চিম কুতুবপুর এলাকা থেকে শুরু হওয়া এ গণসংযোগে বিপুল সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগ চলাকালে তিনি স্থানীয়দের খোঁজখবর নেন, তাদের সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন। তাকে কাছে পেয়ে বহু ভোটার আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই প্রিয় নেতাকে আলিঙ্গন করে স্বাগত জানান। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত থাকায় তার জনপ্রিয়তা আরও বেড়েছে।
এদিন তিনি সিড্যা ও দারুল আমান ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বক্তব্য শোনেন তিনি এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগের আহ্বান জানান অপু।
মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, এই এলাকার মানুষই আমার শক্তি। তাদের ভালোবাসা ও বিশ্বাস নিয়েই আমি অগ্রসর হতে চাই। সুযোগ পেলে এলাকার উন্নয়ন, অধিকার আদায় ও মানুষের কল্যাণে কাজ করব।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে মানুষের মতামত নেওয়া ও সমর্থন আদায়ের এই গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে অপুকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পথসভা ও গণস্বাগতম আয়োজন করে স্থানীয়রা। তার উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, মজিবর বেপারি, যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান শওকত বাঘা সহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন