টঙ্গীর তুরাগ নদ থেকে আয়নবী হোসেন (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ নদের প্রত্যাশা মাঠ এলাকায় নদের পানিতে থেকে পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, রোববার বিকেলে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়িতে নিয়ে যায়। মৃত ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তার পরনে রয়েছে নীল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট। কয়েকদিন আগে হত্যার পর তাকে নদের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হজরত আলী মিলন বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন