‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ স্লোগানে নির্বাচনী ইশতেহারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ বিভাগে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐকপরিষদ ময়মনসিংহের সব জেলা ও মহানগর শাখার নেতারা পৃথক কর্মসূচিতে অংশ নেন। কালবেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ: নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জেলার সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়ের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। জেলা সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণ ও মহানগরের সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়ের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগরের সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার দাস চন্দন, সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, জেলার নেতা কৃষিবিদ অসিত কুমার মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। অর্পিত সম্পত্তি পত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।
জামালপুর: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গণঅবস্থান ও সমাবেশ করেছে।
শহরের দয়াময়ী মোড়ে এই গণ-অবস্থান ও সমাবেশ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিকের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পণ্ডিত, সহসভাপতি শুভাশীস তালুকদার তাপস, মহিলাবিষয়ক সম্পাদক সরস্বতী রানী কর্মকার প্রমুখ।
শেরপুর: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার শহরের নয়ানীবাজারে মা ভবতারা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় চাকী, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ, সাংগঠনিক সম্পাদক রাজন দাস, শেরপুর শহর শাখার সভাপতি পিপুল সরকার, শহর শাখার সাধারণ সম্পাদক সোহাগ দেসহ জেলা কমিটির ও পাঁচ উপজেলা থেকে আগত নেতা এবং সাধারণ সদস্যরা অংশ নেন।
নেত্রকোনা: নেত্রকোনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা শুক্রবার শহরের ছোট বাজারে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র আচার্য, সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, মুক্তিযোদ্ধা রঞ্জিত তালুকদার, সুব্রত ঘোষ প্রমুখ।
মন্তব্য করুন