শরীফ উদ্দিন বিশ্বাস, কুষ্টিয়া
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

নষ্ট হচ্ছে শতকোটি টাকার যন্ত্রপাতি ও স্থাপনা

কুষ্টিয়া সুগার মিলস
নষ্ট হচ্ছে শতকোটি টাকার যন্ত্রপাতি ও স্থাপনা

অর্থনীতি সমৃদ্ধিতে শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। টানা লোকসানের বোঝা, অর্থ সংকট আর দেনার দায়ে বন্ধ করে দেওয়া হয়েছে ৬০ বছরের পুরোনো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনি কল। টানা চার মৌসুম আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে চিনিকলটিতে। শুধু ২০০১-০২ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত দেশের বৃহত্তম এই চিনিকলটিতে লোকসান হয়েছে ৪৬১ কোটি টাকা। ২০২০ সালের ২ ডিসেম্বর কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, শ্যামপুর (রংপুর), রংপুর ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনি কলে আখমাড়াই বন্ধের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন এই শিল্পের সঙ্গে জড়িত কৃষক ও শ্রমিক-কর্মচারী।

বর্তমানে বিনষ্ট হওয়ার পথে কুষ্টিয়া চিনিকলের ভারী মেশিনারিজসহ শতকোটি টাকার স্থাপনা। এখন পর্যন্ত বকেয়া রয়েছে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি। সে সময় কুষ্টিয়া চিনিকল কর্তৃপক্ষ বলেছিলেন, অন্য কলকারখানা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। যেখানে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তবে সেই আশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া চিনি কলে ২০২০-২১ মৌসুম থেকে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ মিলে দৈনিক মাড়াই ও উৎপাদন ক্ষমতা ১ হাজার ৫০০ মেট্রিক টন ও বার্ষিক মাড়াই ক্ষমতা ছিল ১৫ হাজার মেট্রিক টন। কিন্তু বন্ধের তিন বছর পরও মিলটি চালুতে সরকারি উদ্যোগ না থাকায় মিলজোনের আওতায় আখ উৎপাদন মারাত্মক হ্রাস পেয়েছে। টানা মৌসুম বন্ধ থাকায় চিনি কলের অভ্যন্তরে বিরাজ করছে সুনসান নীরবতা। এককালের জৌলুসপূর্ণ এই মিলে এখন নেই কর্মব্যস্ততা। মিলের শতাধিক কোয়ার্টার এখন পরিত্যক্ত। বাউন্ডারি ঘেরা মিলের জায়গাজুড়ে ঘাস, লতাপাতা ও গুল্মে সয়লাব। রক্ষণাবেক্ষণের অভাবে মিল ভবন ও টিনের ছাউনিসহ অন্যান্য স্থাপনা, আখ পরিবহনে ব্যবহৃত ১৫-২০টি লরি, মিলের সুউচ্চ চিমনি, ভারী মেশিনারি, বৈদ্যুতিক মোটরসহ শতকোটি টাকার যন্ত্র বিনষ্টের উপক্রম। তবে চিনি কলের বেশিরভাগ জমি চাষাবাদের জন্য লিজ দিয়েছে কর্তৃপক্ষ। প্রথম দিকে লিজগ্রহীতারা বিভিন্ন ফসলের চাষ করলেও বর্তমানে আখ চাষ বাধ্যতামূলক করেছেন কর্তৃপক্ষ।

জনবল কাঠামো অনুযায়ী কুষ্টিয়া চিনি কলে ১ হাজার ৭৩ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এখন মাত্র ৬৬ জন মিল রক্ষায় নিয়োজিত। তাদের মধ্যে পাঁচজন কর্মকর্তা, ২৬ জন স্থায়ী শ্রমিক-কর্মচারী ও ৩৫ জন চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন। চিনি কল বন্ধ হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের দেশের অন্যান্য চিনিকলে সংযোজন করা হলেও সব থেকে বেশি বিপদে পড়েন কাজ নেই মজুরি নেই (কানামনা) ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। মিলে কাজ না থাকায় বিকল্প পেশায় ছুটছেন তারা।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন বিকল্প ব্যবস্থা ছাড়া ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির উপায় নেই। তারা মনে করেন, সরকারকে লোকসানের খাত গুটিয়ে নিয়ে নতুন শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা করতে হবে।

তথ্য সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র ছয় কিলোমিটার অদূরে জগতি নামক স্থানে ১৯৬১ সালে ২২১ দশমিক ৪৬ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া সুগার মিলস। ১৯৬৫-৬৬ মৌসুম থেকে এটি চিনি উৎপাদন শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।

মিলের অর্থ বিভাগের তথ্যমতে, লাভজনক এই প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে লোকসানের মুখে পড়ে। এরপর প্রতি বছরই লোকসানের পরিমাণ বাড়তে থাকে। প্রতি মৌসুমে চিনি উৎপাদন অব্যাহত থাকলেও এ মিলে লাভের চেয়ে লোকসানই হয় বেশি। তবে ১৯৯৪-৯৫ অর্থবছরে ২ কোটি ৬১ লাখ ও ১৯৯৫-৯৬ অর্থবছরে ১ কোটি ২৬ লাখ টাকা মিলে লাভ হয়। এ ছাড়া ২০০১-০২ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত, গত ১৯ বছরে ৪৬১ কোটি টাকা লোকসান গুনেছে মিলটি। সরকারের সবকটি চিনি কলেই বর্তমান বাজারদরের চেয়ে কয়েকগুণ বেশি দামে উৎপাদিত হয় চিনি। কুষ্টিয়া চিনি কলে প্রতি কেজি চিনি উৎপাদনের শেষ মৌসুমে খরচ হয়েছে ২৭৩ টাকা। সেই চিনি বিক্রি হয়েছে মাত্র ৬০ টাকা কেজি দরে।

মিরাজুল ইসলাম নামে এক কর্মচারী জানান, স্থায়ী চাকরিভুক্ত সব শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের অন্যান্য মিলে সমন্বয় করা হয়েছে। মৌসুমি কর্মচারী হিসেবে আমি বর্তমানে দর্শনা কেরু অ্যান্ড কোং চিনি কলে কর্মরত।

কুষ্টিয়া চিনিকলের ইনচার্জ হাবিবুর রহমান জানান, আখ মাড়াই বন্ধ ঘোষণার পর থেকে সীমিত পরিসরে মিলের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে বন্ধ এই মিলে আখ মাড়াই চালু ও চিনি উৎপাদনে সরকারি কোনো নির্দেশনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

নদীভাঙনের কবলে শতবর্ষী স্কুল, হুমকিতে মাঠ ও শহীদ মিনার

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

দুদিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

সরকারি ইজারাবিহীন বালুমহালে মোবাইল কোর্টের হানা

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

মারা গেছেন কেজিএফের জনপ্রিয় অভিনেতা

১০

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

১১

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

১২

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

১৩

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

১৪

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

১৫

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

১৬

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

১৭

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

১৮

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

২০
X