কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০২:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির একদফা আটকে গেছে কাদাপানিতে

শান্তি সমাবেশে ওবায়দুল কাদের
বিএনপির একদফা আটকে গেছে কাদাপানিতে

বিএনপির একদফা কোনোদিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একদফা কোথায় আছে? বিএনপির একদফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে। মনে আছে? গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছে।

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক লাখ নেতাকর্মী তার বক্তব্যকে সমস্বরে সমর্থন করেন। পরে সমাবেশ থেকে ওই তিন সহযোগী সংগঠন পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করে।

এদিন একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকারের পদত্যাগের একদফা দাবিতে মহাসমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকে তারা আজ শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করলে আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। রাস্তা বন্ধ করতে আসবেন না, দেশি-বিদেশি যারাই আজ চোখ রাঙাচ্ছেন, তাদের বলি, চোখ রাঙাবেন না, আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। আমাদের চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না, যাবে না।

গতকালের শান্তি সমাবেশে অন্তত পাঁচ লাখ লোক উপস্থিত ছিলেন বলে দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগের। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে দলে দলে মিছিল সহকারে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। বৃষ্টির বাধাও জনস্রোত ঠেকাতে পারেনি। নানা রঙের টুপি, টি-শার্ট পরে সমাবেশস্থলে উপস্থিত হন বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা। বাদ্য-বাজনার তালে তালে মিছিল-স্লোগানে সমাস্থল মুখরিত হয়ে ওঠে। বাস, ট্রাক ও পিকআপে আসা নেতাকর্মীদের মুখে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান রাজধানীর পথে পথে উৎসবের আমেজ তৈরি করে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, পাবনা, নরসিংদীসহ বিভিন্ন জেলা থেকে সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী।

জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগুন নিয়ে খেললে হাত পুড়িয়ে দেব। ভাঙচুর করতে এলে হাত ভেঙে দেব আমরা। শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণভাবে আবার চলে যান।

ওবায়দুল কাদের বলেন, আমরা সংঘাত চাই না। সংঘাতের জন্য এই সমাবেশ করছি না। সমাবেশ করছি ২০১৩ ও ২০১৪ সালে যারা আগুন দিয়ে সন্ত্রাস করেছে, তাদের মোকাবিলা করে জনগণের সম্পত্তি ও জানমালকে পাহারা দিতে।

গতকাল অর্ধেক ঢাকা আওয়ামী লীগের তরুণ কর্মীদের নিয়ন্ত্রণে ছিল বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাকে কেউ কেউ বলে ওরা ডেট দিলে আপনারও একই দিন ডেট দেন। যিনি বলেন তাকে সবিনয়ে বলছি, ২০১৪-১৫ সাল তিনি বোধহয় দেখেননি। আমরা চুপ করে থাকলে বিএনপি কোন মূর্তিতে আবির্ভূত হবে, সেটা দেখেননি।

বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চোর আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া চোর হ্যায়, গলি গলি মে শ্যোর হ্যায়।

তারেক রহমান লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে, আর দেশে ফখরুল-খসরুরা লাফালাফি করছেন—মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারেক ভিডিওতে নির্দেশ দেয়। লন্ডনে বসে পুলিশকে ধমক দিচ্ছে। প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান বলছে ফখরুলকে, আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমান তোমার বাবা দম্ভ করে বলেছিল, মানি ইজ নো প্রবলেম। কোথায় তোমার বাবা? ক্ষমতা কোথায় গেল? তুমি তো ক্ষমতা এখনো দেখনি।

তারেক রহমানের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা তারা পেল কোথায়? পাচার করেছে তারেক। সিঙ্গাপুরে ধরা পড়েছে। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে। সেই তারেক রহমান এখন মির্জা ফখরুলের নেতা। এই নেতা মানে কেউ? অর্থ পাচারকারী এই চোর কেউ মানে? তারেক রহমান যতই লন্ডন থেকে আস্ফালন করছে, ততই তার বিরুদ্ধে খেপেছে বাংলার মানুষ।

কারা লন্ডনে গিয়ে তারেক রহমানকে অর্থ দিচ্ছে, সেই খবর সরকারের কাছে রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কার কত টাকা! কারা কারা ঘন ঘন লন্ডনে যাচ্ছেন। তারেক রহমানের হাতে ডলার তুলে দিচ্ছেন, আমরা জানি। কারা কারা যাচ্ছেন। ভবিষ্যতে এমপি হবেন। নমিনেশন বাণিজ্য করবেন? সেজন্য এখনই তাকে হাত করছেন। টাকা দিচ্ছেন। সে নিজে কোনোদিন আসতে পারবে? তার কোনো গ্যারান্টি আছে?

১২ কংগ্রেসম্যানের চিঠির প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন, একেক সময়ে আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা খাওয়ায়। লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডরের কাছে চিঠি লেখে; বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধায়নে ভোট করতে হবে। এ দুঃসাহস তারা পেল কোথায়?

‘প্রধানমন্ত্রীকে গণভবন ছেড়ে দিতে হবে’ বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গণভবন তোমার বাবার? জনগণ শেখ হাসিনাকে গণভবনে বসিয়েছে। যতদিন জনগণ চাইবে, ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন। তোমার তারেক জিয়া কিছুই করতে পারবে না। গণভবন থেকে হটাবেন! এত সোজা? আমরা চেয়ে চেয়ে ললিপপ খাব? অপেক্ষা করেন।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, বাংলার মানুষ সামনের দিকে এগোতে চায়। শেখ হাসিনার কাফেলা এগিয়ে যাবে। যারা বাধা দিতে আসবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। এগিয়ে যাবেন শেখ হাসিনা। এগিয়ে যাবে বাংলার মানুষ।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, তারুণ্যের এই উচ্ছ্বাস প্রমাণ করে বিএনপি অতীতের মতো এবারও সফল হবে না। আগামী নির্বাচন সংবিধান মোতাবেক হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান থাকবেন। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এখন শেখ হাসিনার নির্দেশে

বিএনপি-জামায়াত অপশক্তির কবর রচনার জন্য প্রস্তুত থাকতে হবে।

সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আজকে মহড়া হলো, আসলটা ছাড়া হয়নি। শেখ হাসিনার দিকে চোখ তুলে তাকালে চোখ রাখা হবে না। আজ তারুণ্য জেগেছে। আজ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ মাঠে আছে।

সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বিএনপির আবার আগুন-সন্ত্রাস করতে চায়। আমরা আওয়ামী লীগের সৈনিক, শেখ হাসিনার কর্মী; জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতকে হটিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাব।

সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জনকে তারা নস্যাৎ করতে চায়। তারা দেশকে পেছনের দিকে, ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। তাদের প্রতিহত করতে হবে। পরিষ্কার কথা, কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।

সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, তারেক রহমান এখন লাদেন রহমান হয়েছেন। লন্ডনে বসে সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন। আর তিনি পালিয়ে গিয়ে লন্ডনে বসবাস করেন।

সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, বিএনপি সন্ত্রাস-নৈরাজ্য করে শত শত মানুষ হত্যা করেছিল। তারা আবার মাঠে নেমেছে। ১০ দফা, ২৩ দফা, ৩১ দফা দিল। এখন নাকি একদফা? সেটা কী? শেখ হাসিনার পদত্যাগ! তিনি বলেন, জনগণ শেখ হাসিনাকে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা দিয়েছে। দিবাস্বপ্ন দেখে লাভ নেই।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত যখন সমাবেশ করে, তার আগের দিনে বিশেষ কোনো রাষ্ট্রদূতের অফিসে গিয়ে বৈঠক করে। কেন, কী কারণে প্রতিটি মিটিংয়ের আগে বিশেষ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে হয়? এর কারণ একটাই, বিএনপি এখন বিদেশি ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসেবে খেলছে।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের একদফা শান্তি ও নির্বাচন। আমরা আছি। আমরা থাকব। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসীদের মোকাবিলা করব। সারা দেশে জনগণের মধ্যে ছড়িয়ে থাকব।

পাঁচ দফা ঘোষণা: এ সমাবেশ থেকে আওয়ামী লীগের তিন সংগঠন যৌথভাবে পাঁচ দফা ঘোষণা দেয়। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এ ঘোষণা দেন। প্রথমত,

ছাত্র-তরুণ-যুবসমাজকে সংগঠিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করব এবং জনগণের জানমালের নিরাপত্তায় সক্রিয় থাকব। দ্বিতীয়ত, বাংলাদেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব। তৃতীয়ত, মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকব। চতুর্থত, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে সর্বাত্মকভাবে কাজ করব। শেষ দফায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বদা সোচ্চার থাকব এবং স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকব।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্ব নিয়েই হুঁশিয়ারি দিলেন সারোয়ার আলম

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই’র প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

দিনাজপুরে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে কর্মশালা

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

১০

নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত ও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

১১

সাদাপাথর লুট, এবার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ

১২

মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

১৩

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

১৪

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

১৫

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

১৬

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

১৭

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

১৮

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

১৯

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

২০
X