রাজন ভট্টাচার্য
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

পরিবহন মাফিয়ারা লাপাত্তা

কেউ বিদেশে, কেউ দেশেই আত্মগোপনে
বাঁ থেকে শাজাহান খান, মসিউর রহমান রাঙ্গা ও খন্দকার এনায়েত উল্যাহ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে শাজাহান খান, মসিউর রহমান রাঙ্গা ও খন্দকার এনায়েত উল্যাহ। ছবি : সংগৃহীত

দেড় দশক ধরে দেশের সড়ক পরিবহন খাতে দাপিয়ে বেড়ানো মালিক ও শ্রমিক নেতারা এখন লাপাত্তা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন এ খাতের অন্তত এক ডজন শীর্ষ নেতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এদের সাম্রাজ্যেও বেজেছে পতনের ঘণ্টা। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় কেউ কেউ এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। বাকিরা দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, বিগত ১৫ বছরে পরিবহনে নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি আর অপকর্মের কারণেই গা ঢাকা দিয়েছেন তারা। অভিযোগ আছে, তাদের কেউ কেউ অবৈধ অর্থে বনেছেন শতকোটি টাকার মালিক। বাড়ি গাড়িসহ দেশে-বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।

আওয়ামী লীগের আমলে পরিবহন ব্যবসায়ীদের কেউ কেউ রাতারাতি খোলস বদলে বর্তমান নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়েছেন। এ প্রেক্ষাপটে বর্তমান নেতারা, রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া পরিবহন সংশ্লিষ্টদের সম্পদের হিসাব নেওয়ার দাবি জানিয়েছেন। তেমনি চাঁদাবাজমুক্ত পরিবহন খাত গড়ে তোলারও দাবি তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাস মালিকদের প্রধান সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। রাজধানীতে এই সংগঠনের নাম ছিল ঢাকা সড়ক পরিবহন সমিতি। সর্বশেষ ঢাকার ইস্কাটনের ইউনিক হাইটস ভবনের চতুর্থ তলার অফিস থেকে যৌথভাবে এই দুই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। মূলত এখান থেকেই সারা দেশের ৬৪ জেলাসহ সব উপজেলায় বাস মালিকদের নিয়ন্ত্রণ করা হতো। ৫ আগস্টের পর উভয় সংগঠনের নেতারা পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৪ আগস্ট দুই সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির টানা ১৫ বছরের বেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। রাজনীতির মাঠে নানা কারণে আলোচিত ও সমালোচিত এই নেতা এখন গা ঢাকা দিয়ে আছেন। তার মোবাইল ফোনও বন্ধ।

একাধিক সূত্রে জানা গেছে, তিনি এখনো দেশেই আছেন। সরকার পরিবর্তনের পর একবারের জন্যও পরিবহন মালিক সমিতি অফিসে আসেননি। তার বিরুদ্ধে পরিবহন খাত থেকে অবৈধভাবে বিপুল অর্থ আয়ের অভিযোগ রয়েছে।

২০০৯ সাল থেকে ১৫ বছরের বেশি সময় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন খন্দকার এনায়েত উল্যাহ। তিনি এনা পরিবহনের কর্ণধার। আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই তিনি সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে আর দেশে ফিরেননি।

যোগাযোগ করা হলে খন্দকার এনায়েত উল্যাহ কালবেলাকে বলেন, ‘আমি পালাইনি। চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে এসেছি। বৈধভাবে সংগঠনের নেতৃত্ব দিয়েছি। তাই পালানোর কোনো কারণ নেই।’

ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আবদুল বাতেন বাবুও পলাতক আছেন বলে জানা গেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন আহ্বায়ক সাইফুল আলম কালবেলাকে বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর পরিবহন খাতের নিয়ন্ত্রকরা দেশ ছেড়েছেন কিংবা আত্মগোপনে আছেন। পরিবহন মালিকদের ব্যবসা সংরক্ষণ ও যাত্রীদের স্বার্থে তলবি সভা ডেকে ১৪ আগস্ট আমরা দায়িত্ব নিয়েছি। গঠন করা হয়েছে ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘সমিতি পরিচালনার জন্য ন্যূনতম যে খরচ দরকার, সেটা তোলা হবে। তবে যত্রতত্র চাঁদাবাজি কিংবা বিশেষ কোনো রাজনৈতিক নেতার জন্য যাতে চাঁদা না তোলা হয়, সেটা নিশ্চিত করা হবে।’

এর বাইরে গাবতলী বাস টার্মিনালভিত্তিক সংগঠন আছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। পটপরিবর্তনের পর এই সংগঠনের নেতারা কার্যালয়ে আসছেন না বলে জানা গেছে। বিএনপির স্থানীয় নেতা ও হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন এখন ওই কার্যালয় নিয়ন্ত্রণ করছেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর এই সমিতি নিয়ন্ত্রণ করতেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ।

সারা দেশের পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের হাতে। তিনি এই সংগঠনের সভাপতি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ও তার ঘনিষ্ঠ নেতারা দিলকুশায় সংগঠনের প্রধান কার্যালয়ে আসছেন না। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। এরই মধ্যে বিএনপিপন্থি শ্রমিক নেতারা নতুন কমিটি ঘোষণা করে এই কার্যালয়টি ব্যবহার করছেন।

দীর্ঘ সময় এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বাসদ নেতা ওসমান আলী। তিনি দেশে থাকলেও আর কার্যালয়ে আসেন না। ওসমান আলী কালবেলাকে বলেন, ‘নিরাপত্তার কারণে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে যাচ্ছি না। জোর করে সংগঠন দখলে করা হয়েছে।’

এই সংগঠনের অন্যতম প্রভাবশালী নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, সহসভাপতি সাদিকুর রহমান হিরুও পলাতক আছেন।

জানা গেছে, দেশে নিবন্ধিত পরিবহন শ্রমিক সংগঠন আছে ২৪৯টি। এগুলোর সমন্বয়ে জাতীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গঠিত। এরই মধ্যে ফেডারেশনের বেশিরভাগ নেতৃত্ব ইতোমধ্যে পরিবর্তন হয়েছে। গা ঢাকা দিয়েছেন অনেক নেতা।

ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগ উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন কালু শেখ। তিনি পরিবহন সেক্টরের অন্যতম মাফিয়া হিসেবে পরিচিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠজন হিসেবে তিনি পরিবহন খাত থেকে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। গত ১৩ বছরে শতকোটি টাকার মালিক বনেছেন এই কালু শেখ। বর্তমানে পলাতক এই নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ঢাকা জেলা বাস কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী শোভা। একাধারে সায়েদাবাদ টার্মিনাল শ্রমিক ইউনিয়নের নেতাও ছিলেন তিনি। প্রভাবশালী এই শ্রমিক নেতা এখন পলাতক। মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিএনপির সঙ্গে হাত মিলিয়ে স্বপদে বহাল আছেন। তবে শ্রমিক নেতা সাদিকুর রহমান হিরু পালিয়েছেন। গত ৫ আগস্ট পর্যন্ত এই টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি হিসেবে সবুর আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেন। এরপর থেকে তারা পলাতক আছেন। মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। এই সুযোগে দখল হয়েছে টার্মিনাল মালিক সমিতি কার্যালয়।

গাবতলী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস ও সাধারণ সম্পাদক মো. বুলু গা ঢাকা দিয়েছেন। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মোহাম্মদ মনির ও সাধারণ সম্পাদক আবুল কাসেম ৫ আগস্টের পর থেকেই লাপাত্তা। এই দুই পরিবহন শ্রমিক নেতা হত্যাসহ কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তেজগাঁও অফিসে আসেন না। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার আছেন আমেরিকায়। তবে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নেতৃত্ব বহাল রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতারা।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব কালবেলাকে বলেন, ‘সর্বসম্মতিক্রমে আমাদের নির্বাচিত কমিটি বহাল আছে। আমরা কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। এজেন্সি সদস্যদের কল্যাণে কাজ করি।’

১৫ বছরের বেশি সময় পরিবহন সেক্টরে থেকে যারা চাঁদাবাজি করে সম্পাদের পাহাড় গড়েছেন তারাই এখন দেশ ছেড়েছেন বা আত্মগোপনে আছেন উল্লেখ করে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন কালবেলাকে বলেন, ‘কেউ অন্যায় না করলে দেশ ছাড়ে না। আমরা অনেক আগে থেকে পরিবহন খাতের চিহ্নিত চাঁদাবাজদের ব্যাপারে সোচ্চার। সরকারকে লিখিতভাবেও তাদের নাম উল্লেখ করে চাঁদাবাজিসহ পরিবহনে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছি; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে চাঁদাবাজির অন্যতম হোতা উল্লেখ করে তিনি বলেন, ‘তার সম্পদের হিসাব নিতে হবে। তার সঙ্গে আরও কয়েকজন মিলে পরিবহন সেক্টরের বড় চাঁদাবাজি চক্র হাজার কোটি টাকা মানুষের পকেট কেটে লুটপাট করেছে।’

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগরের বেশিরভাগ বাস রুট মালিক সমিতির নেতৃত্বে পরিবর্তন এসেছে। আগের নেতাদের অনেকেই পালিয়েছেন। বলাকা পরিবহন মালিক সমিতির নতুন সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদার কালবেলাকে বলেন, ‘নেতৃত্ব শূন্যতার কারণে আমরা কোম্পানির দায়িত্ব নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

১০

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

১১

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

১২

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১৩

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১৪

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১৫

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৬

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৭

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১৮

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৯

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

২০
X