আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে পড়ে পুলিশ। বিক্ষুব্ধ জনতা থানা ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। অস্ত্র লুট থেকে শুরু করে হামলায় নিহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এমন পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাদের পক্ষে পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠছে না। এই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধী চক্র। প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও খুনের মতো অপরাধ সংঘটিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনে রাজধানীতে অন্তত অর্ধশত ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে থানায় অভিযোগও দেওয়া হচ্ছে না। ছিনতাইকারীদের ছুরিতে আহত হয়েছেন শিক্ষার্থী, এনজিওকর্মীসহ বেশ কয়েকজন। পাশাপাশি বেপরোয়া হয়ে উঠছে খুনি চক্র। সড়ক ছাড়াও বাসার ভেতর ঢুকেও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাসেম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। পূর্ব জুরাইন এলাকার বাসা থেকে ভ্যান নিয়ে মালপত্র কিনতে যাওয়ার সময় তিনি নিহত হন।
এর কয়েক ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর দারুস সালাম এলাকায় মো. রইচ ব্যাপারী (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ছাড়া গত মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারী এলাকায় রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
এর আগে গত ২৭ আগস্ট ভোরে মিরপুরের দারুসসালাম সড়কে রিকশার গতিরোধ করে জাররাফ আহমেদ প্রীতম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা। প্রীতম গ্রামের বাড়ি থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে রিকশায় তার পল্লবীর ভাড়া বাসায় যাচ্ছিলেন। এ সময় দুই ছিনতাইকারী চাকু বের করে তার গতিরোধ করে কাছে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ ও টাকা নেওয়ার জন্য জোরজবরদস্তি করে। তখন তিনি বাধা দিলে ওই দুই ছিনতাইকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ফোন, ২ লাখ টাকার ম্যাকবুক ও পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর তিন দিন পর শনিবার ভোরে বাসাবো ফ্লাইওভারের ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইউসুফ নামে এক অটোরিকশাচালক খুন হন। তিনি অটোরিকশা নিয়ে ফ্লাইওভারের ঢালে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। গত ১৩ আগস্ট রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোন খোয়ান একজন গণমাধ্যমকর্মী।
এর আগে গত ২৬ আগস্ট রাজধানীর পরীবাগ এলাকায় রাত ৯টার দিকে চাকু ঠেকিয়ে মো. জুয়েল নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। জুয়েল বলছিলেন, ঘটনার সময় আশপাশে লোকজন ছিল। কিন্তু কেউ ভয়ে এগিয়ে আসেনি। ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা অনেকটা বীরদর্পেই চলে যায়।
গত ৩০ আগস্ট রাজধানীর হাজারীবাগে খুন হন ইফতেখার হোসাইন ইমন (২৪) নামে এক তরুণ। তিনি স্থানীয় যুবদলের নেতা ছিলেন। এ ছাড়া একই দিন বনশ্রী এলাকায় নড়াই নদী থেকে মাহফুজুর রহমান বিপ্লব (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ২৯ আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত শনিবার কদমতলীর মিনাবাগ থেকে মাহবুব (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শুক্রবার দুপুরে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পরের দিন সকালে স্বজনরা খবর পান পাটেরবাগ মিনাবাগ ১ নম্বর গলির পাকা মাথায় মাহবুবের গলাকাটা মরদেহ পড়ে আছে।
এর আগে ২৭ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সীমা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গর্ভে থাকা তার সাত মাসের সন্তানও মারা যায়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ইসরাইল হাওলাদার কালবেলাকে বলেন, উত্তেজিত জনতার আক্রমণের পর থানাগুলোর কার্যক্রম প্রায় অকার্যকর ছিল। পুলিশের টহল গাড়িগুলো পুড়িয়ে দেওয়ায় সেই অর্থে টহল কার্যক্রমও শুরু করা যায়নি। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা চলছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, সংঘটিত ঘটনাগুলো গুরুত্বসহকারে নিয়ে তদন্ত চলছে। জড়িত অনেককেই আইনের আওতায় নেওয়া হয়েছে। তা ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহলসহ কার্যক্রমও শুরু হয়েছে।
ডিএমপির একাধিক থানার ওসি কালবেলাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। পুলিশের ভেতর এখনো আতঙ্ক রয়েছে। তা ছাড়া সব থানাতেই সম্প্রতি তাদের পদায়ন হয়েছে। এখনো এলাকা হিসেবে সবকিছু বুঝে উঠতে পারছেন না তারা।