সন্তোষ শর্মা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিশেষ সম্পাদকীয়

কালবেলা এখন সবার হৃদয়ে

কালবেলা এখন সবার হৃদয়ে

পায়ে পায়ে পেরিয়ে গেল দুটি বছর। পাথর-কঠিন সময় পেছনে ফেলে এগিয়ে চলেছে দৈনিক কালবেলা। প্রত্যেক কর্মীর মেধা, শ্রম, স্বপ্ন আর আকাঙ্ক্ষার সম্মিলিত প্রয়াসের পাশাপাশি সব সুহৃদের ভালোবাসায় আমাদের আজকের এই অবস্থান। কালবেলা এখন সবার মণিকোঠায়।

একটি সংবাদ প্রতিষ্ঠানের জন্য দুই বছর কোনো দীর্ঘ সময় নয়। এর পরও বাস্তবতার কশাঘাত বারবার আমাদের তীব্র প্রতিকূলতায় ঠেলে দিয়েছে। দোর্দণ্ড প্রতাপের মুখোমুখি হয়েও প্রকৃত সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র। বস্তুনিষ্ঠ ও সঠিক খবর তো বটেই, চেষ্টা করি সব ধরনের খবর পাঠকের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। পাঠকরাও আমাদের এ প্রচেষ্টাকে সাদরে গ্রহণ করেছেন। এ কারণেই এত স্বল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করতে সমর্থ হয়েছে কালবেলা। আমাদের লক্ষ্য এখন সাফল্য-শিখর। পাঠকরাই আমাদের আশা-ভরসা এবং আশ্রয়ের একমাত্র স্থান। এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে কালবেলা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।

শুধু ছাপা সংস্করণ নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ও ডিজিটাল-মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মেও কালবেলা আজ বহুল সমাদৃত। পাঠকের পছন্দের তালিকায় রয়েছে একদম ওপরের দিকে; আস্থা অর্জন করেছে বিস্ময়করভাবে। ইউটিউব-ফেসবুকে কালবেলার ফ্যান-ফলোয়ার-ভিউয়ার প্রতিদিনই তরতরিয়ে বেড়ে চলেছে।

গণমাধ্যম হিসেবে সমাজ ও মানুষের প্রতি যে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব থাকা আবশ্যক, তার সঙ্গে সর্বতোভাবে আপসহীন থাকার চেষ্টাই এসব সফলতার কারণ। পাশাপাশি আমরা মনে করি, একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু বস্তুনিষ্ঠ খবর প্রচারেই সীমাবদ্ধ নয়; মানুষের মননকে ইতিবাচক দিকে ধাবিত করতে অনুঘটকের ভূমিকা পালন এবং তাকে সামষ্টিক কল্যাণের দিকে নিয়ে যাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কালবেলা সর্বাত্মকভাবে এ দায়িত্ব পালন করে চলেছে।

বিশ্বরাজনীতির টালমাটাল সময়ে পাঠকের হাতে আসা কালবেলার এই যাত্রা মোটেও মসৃণ ছিল না। দেশের অনিশ্চিত রাজনীতির প্রভাববলয়, দোদুল্যমান অর্থনীতির চাপ এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা মাথায় নিয়েই আমাদের পথচলা। বর্তমান পরিবর্তিত পরিস্থিতি এবং জনমানুষের আকাঙ্ক্ষা সাংবাদিকতায় নতুন দুয়ার খুলে দিয়েছে। কালবেলাও এই অগ্রযাত্রায় সমানভাবে শামিল হতে চায়। তারুণ্যের জয়গানে বিশ্বদরবারে জানান দিক নতুন বাংলাদেশ।

এই শুভক্ষণে কালবেলার পাঠক এবং পাঠকের দুয়ারে প্রতিদিন কালবেলা পৌঁছে দেওয়া হকার ভাই ও বিজ্ঞাপনদাতাসহ সব শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, সামনের দিনগুলোতেও এভাবে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

১০

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

১১

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

১২

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১৩

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১৪

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১৫

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১৬

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৭

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৮

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১৯

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X