সন্তোষ শর্মা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিশেষ সম্পাদকীয়

কালবেলা এখন সবার হৃদয়ে

কালবেলা এখন সবার হৃদয়ে

পায়ে পায়ে পেরিয়ে গেল দুটি বছর। পাথর-কঠিন সময় পেছনে ফেলে এগিয়ে চলেছে দৈনিক কালবেলা। প্রত্যেক কর্মীর মেধা, শ্রম, স্বপ্ন আর আকাঙ্ক্ষার সম্মিলিত প্রয়াসের পাশাপাশি সব সুহৃদের ভালোবাসায় আমাদের আজকের এই অবস্থান। কালবেলা এখন সবার মণিকোঠায়।

একটি সংবাদ প্রতিষ্ঠানের জন্য দুই বছর কোনো দীর্ঘ সময় নয়। এর পরও বাস্তবতার কশাঘাত বারবার আমাদের তীব্র প্রতিকূলতায় ঠেলে দিয়েছে। দোর্দণ্ড প্রতাপের মুখোমুখি হয়েও প্রকৃত সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র। বস্তুনিষ্ঠ ও সঠিক খবর তো বটেই, চেষ্টা করি সব ধরনের খবর পাঠকের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। পাঠকরাও আমাদের এ প্রচেষ্টাকে সাদরে গ্রহণ করেছেন। এ কারণেই এত স্বল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করতে সমর্থ হয়েছে কালবেলা। আমাদের লক্ষ্য এখন সাফল্য-শিখর। পাঠকরাই আমাদের আশা-ভরসা এবং আশ্রয়ের একমাত্র স্থান। এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে কালবেলা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।

শুধু ছাপা সংস্করণ নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ও ডিজিটাল-মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মেও কালবেলা আজ বহুল সমাদৃত। পাঠকের পছন্দের তালিকায় রয়েছে একদম ওপরের দিকে; আস্থা অর্জন করেছে বিস্ময়করভাবে। ইউটিউব-ফেসবুকে কালবেলার ফ্যান-ফলোয়ার-ভিউয়ার প্রতিদিনই তরতরিয়ে বেড়ে চলেছে।

গণমাধ্যম হিসেবে সমাজ ও মানুষের প্রতি যে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব থাকা আবশ্যক, তার সঙ্গে সর্বতোভাবে আপসহীন থাকার চেষ্টাই এসব সফলতার কারণ। পাশাপাশি আমরা মনে করি, একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু বস্তুনিষ্ঠ খবর প্রচারেই সীমাবদ্ধ নয়; মানুষের মননকে ইতিবাচক দিকে ধাবিত করতে অনুঘটকের ভূমিকা পালন এবং তাকে সামষ্টিক কল্যাণের দিকে নিয়ে যাওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কালবেলা সর্বাত্মকভাবে এ দায়িত্ব পালন করে চলেছে।

বিশ্বরাজনীতির টালমাটাল সময়ে পাঠকের হাতে আসা কালবেলার এই যাত্রা মোটেও মসৃণ ছিল না। দেশের অনিশ্চিত রাজনীতির প্রভাববলয়, দোদুল্যমান অর্থনীতির চাপ এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা মাথায় নিয়েই আমাদের পথচলা। বর্তমান পরিবর্তিত পরিস্থিতি এবং জনমানুষের আকাঙ্ক্ষা সাংবাদিকতায় নতুন দুয়ার খুলে দিয়েছে। কালবেলাও এই অগ্রযাত্রায় সমানভাবে শামিল হতে চায়। তারুণ্যের জয়গানে বিশ্বদরবারে জানান দিক নতুন বাংলাদেশ।

এই শুভক্ষণে কালবেলার পাঠক এবং পাঠকের দুয়ারে প্রতিদিন কালবেলা পৌঁছে দেওয়া হকার ভাই ও বিজ্ঞাপনদাতাসহ সব শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, সামনের দিনগুলোতেও এভাবে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

১০

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

১১

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

১২

ভালোবাসার এক বছর 

১৩

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

১৪

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

১৫

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা জানালেন জয়শঙ্কর

১৬

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

১৭

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৮

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

১৯

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

২০
X