কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
হাসনাত আব্দুল্লাহ

অপসারণে নীতিগতভাবে সবাই একমত

অপসারণে নীতিগতভাবে সবাই একমত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিকভাবে সবাই চাইছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করতে। তবে কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়েই আলোচনা চলছে। রাষ্ট্রপতির চলে যাওয়া বা অপসারণের প্রক্রিয়া কী হবে—সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানানো হয়েছে।

গতকাল রোববার ১২ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে হাসনাত এসব তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে চলে যেতে হবে–এ বিষয়ে সবাই নীতিগতভাবে একমত। তবে চলে যাওয়া বা অপসারণের প্রক্রিয়া কী হবে, সে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ঐকমত্যের দরকার আছে।

হাসনাত আরও বলেন, বিএনপি, ১২ দলীয় জোট, জামায়াতসহ বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা চাই সবাই একমত হয়ে একটি সিদ্ধান্ত যেন আসে। আমরা এ বিষয়ে জনমত তৈরিতে আলোচনা চালিয়ে যাচ্ছি।

রাষ্ট্রপতি ইস্যুতে সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে—বিএনপির শীর্ষস্থানীয় নেতার এমন বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে হাসনাত বলেন, এ ইস্যুতে বিএনপির সাংগঠনিক বক্তব্যের জন্য অপেক্ষা করব।

বৈঠকে ১২ দলীয় জোটের প্রতিনিধি হিসেবে ছিলেন জোটপ্রধান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও জাতীয় পার্টির এ এস এম শামীম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ ছাড়াও বৈঠকে অংশ নেন সারজিস আলম, উমামা ফাতেমা, আব্দুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, নাসীরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।

বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় নীতিগতভাবে রাষ্ট্রপতির অপসারণে একমত। রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কত দ্রুত করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। পুরো জাতি এক হয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যেন উপনীত হওয়া যায়, সেটাই আমরা করছি। এ সময় অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থতা সমগ্র দেশের জন্য ভয়াবহ পরিণত আনবে। এই সরকারের সাফল্য চাই। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন চাই আমরা।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, বিএনপিকে আহ্বান জানাব জনগণের পালস বুঝুন। প্রেসিডেন্ট হাউসে যে গোখরা সাপ বসে আছে, তাকে বিদায় করতে সহযোগিতা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কর্মের ওপর আমার জান্নাত নির্ভর করবে : এ্যানি

গভীর সংকটের অশনিসংকেত / আরাকান আর্মির ‘মাদক সন্ত্রাসে’র কবলে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার ১৫ বছর পরীক্ষার নামে উপহাস করেছে : ড. মারুফ

খালেদা জিয়া আইসিইউতে

সামাজিক মাধ্যমে নারীর প্রতি অশ্লীল মন্তব্যও অপরাধ : হুমা

নিরাপদ খাদ্য আইনে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

অবসরে যাচ্ছেন স্বাস্থ্যের বিশেষ সহকারী সায়েদুর রহমান

রিয়ালকে আল্টিমেটাম দিলেন ভিনিসিয়ুস

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলবে স্বাধীনভাবে : শেখ মো. আব্দুল্লাহ

কোন সময়ের স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি? যা বলছেন আলেমরা

১০

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১১

এক নেতাকে ‘সুখবর’ দিল যুবদল

১২

বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক

১৩

ঘন ঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

১৪

বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত

১৫

ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

১৬

নুরুদ্দিন আহাম্মেদ অপুকে মনোনীত করায় আনন্দ মিছিল

১৭

ইকরা হবিগঞ্জের বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

১৮

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

১৯

বাংলাদেশের জন্য এক লাখ টন চাল কিনছে পাকিস্তান

২০
X