জাকির হোসেন লিটন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ছন্দপতন হবে না

রাজনৈতিক দলগুলোর অভিমত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ছন্দপতন হবে না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলগুলোর নেতারা বলছেন, রিপাবলিকান প্রার্থীর এ বিজয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো ছন্দপতন হবে না। একই সঙ্গে নির্বাচনের আগে ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অবিলম্বে তা কার্যকরে পদক্ষেপ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আর আগামীতে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশা রাজনৈতিক নেতাদের। গতকাল বৃহস্পতিবার কালবেলার সঙ্গে আলাপকালে তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।

২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ট্রাম্পের ঝুলিতে ২৯৪টি ইলেকটোরাল ভোট জমা পড়ে। অন্যদিকে কমলা পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে ট্রাম্পের। তিনিই সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এদিকে মার্কিন নির্বাচন নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা সমীকরণ চলছে। রাজনীতি ও কূটনীতি বিশেষজ্ঞরা নানা ব্যাখ্যায় তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ বিজয়কে কীভাবে দেখছে। এ সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেজন্য আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা আশা করি বাংলাদেশেও আগামীতে এ ধরনেরই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যে অধিকার থেকে মানুষ গত ১৫ বছর বঞ্চিত হয়েছে।

দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির এ সদস্য আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সম্পর্ক খুবই ভালো। সেখানে যিনিই নির্বাচিত হন তার সঙ্গেই বিএনপি কাজ করবে। আর ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্রাম্পের বিজয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ তথ্য জানিয়ে দলটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। সেজন্য আমরা আমেরিকার জনগণ ও নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাই। একই সঙ্গে নির্বাচনের আগে ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বিশ্বাস করি তিনি যুদ্ধ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবেন। জামায়াতের আমির ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য এবং তার সার্বিক সফলতা কামনা করেছেন।

ট্রাম্পের জয়ে আনুষ্ঠানিক অভিনন্দন জানাবে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এ তথ্য জানিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত দলটির মহাসচিব মজিবুর রহমান মন্জু কালবেলাকে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন ও গণতান্ত্রিক অধিকারকে স্যালুট জানাই। একই সঙ্গে ট্রাম্প বিভিন্ন দেশে চলমান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। আশা করি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক এসব যুদ্ধ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই নেতা।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, পৃথিবীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি ও আমার দলের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানাই। যুক্তরাষ্ট্র কোন দলের প্রেসিডেন্ট নির্বাচিত হলো বা প্রেসিডেন্ট কে হলো তা দিয়ে বাংলাদেশের বা অন্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ণয় হয় না। কারণ, সেই দেশের প্রেসিডেন্ট চাইলে নিজের মতো অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারেন না বা নেন না। দেশের আর্থিক এবং ভূরাজনৈতিক পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করেই তাদের নীতিনির্ধারণ হয়। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো ছন্দপতন হবে বলে মনে করি না। যদিও ট্রাম্পের বিজয়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা খানিকটা উৎসাহিত হতে পারে। তারা নতুন স্বপ্নে বিভোর হতে পারে। কিন্তু তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ, ছাত্র-জনতার বিপ্লব কোনো দেশের সহযোগিতা বা মদদে হয়নি। দেশের আপামর জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। জনগণের প্রতিরোধ ও বুকের তাজা রক্তের বিনিময়ের এ বিপ্লবে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, বর্ণবাদ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নানা মন্তব্য রয়েছে। তিনি একজন অভ্যন্তরীণমুখী আমেরিকান। সেজন্য তার বিজয়ে আন্তর্জাতিক প্রভাব কী হতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১০

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৩

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৬

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

১৭

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

১৮

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

১৯

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

২০
X