কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ
উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হোক

স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হোক

জনপ্রতিনিধি ছাড়া কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি ব্যক্তিগতভাবে চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত হোক। রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে এবং সরকারের উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারব।

গতকাল বুধবার পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, জনপ্রতিনিধি ছাড়া সরকারি কর্মকর্তাদের দিয়ে যে নাগরিক সেবার প্রয়োজন, সেগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না। নাগরিকরা অনেক ধরনের হয়রানির শিকার হয়, সময় ক্ষেপণ হয় এবং নাগরিক সেবা ঠিকমতো পায় না। এই চ্যালেঞ্জটা আমাদের এখন ফেস করতে হচ্ছে। আমাদের অফিসাররা একেকজন অনেক অফিসের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। আমি চাই যে, স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত হোক। রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে এবং সরকারের উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারব।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আসিফ বলেন, আপনারা জানেন যে এই সরকারের অন্যতম উদ্দেশ্য ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা সব প্রতিষ্ঠানের সংস্কার চাই।

ওই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, এখনো জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসে, ভূমি অফিসে, পুলিশ, জনপ্রতিনিধিদেরসহ নাকি টাকা না দিলে কাজ হয় না। আপনাদের আগে সংশোধন হতে হবে। এরপরও যদি এ ধরনের কোনো অভিযোগ আসে তাহলে প্রমাণসহ আমাদের কাছে অভিযোগ করেন, আমরা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করব।

এ সময় সারজিস তার নিজ এলাকা আটোয়ারীর বাসিন্দাদের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া তুলে ধরে বলেন, আটোয়ারীতে এখনো কোনো মিনি স্টেডিয়াম নেই। পঞ্চগড়ে কোনো শিল্পপ্রতিষ্ঠান নেই, কোনো ইপিজেড নেই। এগুলো বাস্তবায়ন করতে আমি উপদেষ্টার কাছে আবেদন জানাই। পঞ্চগড়ে সারের এখনো সংকট রয়েছে। আমি উপদেষ্টাকে অনুরোধ করব শিল্প ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কথা বলে পঞ্চগড়ে সারের বরাদ্দ বেশি করে দেওয়ার জন্য, যাতে কোনো সংকট না হয়।

এর আগে গতকাল সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। গণঅভ্যুত্থানের এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি, সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে।

পরে বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে, আমি লক্ষ্য করেছি, সেই প্রকল্পগুলোতে কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য বরাদ্দ অতিমাত্রায় বেশি এবং কিছু অঞ্চলে এলাকাভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে। আমরা সেগুলো পুনর্বণ্টন করছি এবং উন্নয়ন যেন সুষমভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। যে অঞ্চলগুলো বিশেষভাবে বৈষম্যের শিকার হয়েছে এখানে যেন বিশেষ পরিচর্যার উন্নয়ন কার্যক্রম করা যায়, এটি নিয়ে আমরা কাজ করছি। আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১০

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১১

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১২

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

১৩

ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএনপি

১৪

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত

১৫

রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৬

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

১৭

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দেবে দাঁতকে : গবেষণা

১৮

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৯

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

২০
X