পৃথিলা দাস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

একুশের টান বয়সের ঊর্ধ্বে প্রজন্মের ঊর্ধ্বে

একুশে বইমেলার উদ্বোধনে ড. ইউনূস
একুশের টান বয়সের ঊর্ধ্বে প্রজন্মের ঊর্ধ্বে

একুশের টান বয়সের ঊর্ধ্বে। প্রজন্মের ঊর্ধ্বে। একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে। আমাদের দুঃসাহসী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ।

গতকাল শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন কথা বলেন। তিনি বলেন, দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র-জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ-তরুণী, কিশোর-কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলোর স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য—‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে এবার সাতজনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশীস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয়েছে ৩ লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক।

প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা। আমি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে যেসব দুঃসাহসী ছাত্র-জনতা-শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে আহত হয়েছেন, তাদের সবাইকে। আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের।

তিনি বলেন, বরাবরই একুশে মানে জেগে ওঠা। একুশে মানে আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হওয়া। একুশে মানে অবিরাম সংগ্রাম। নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া। এবারের একুশের প্রেক্ষিত আমাদের নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে।

শান্তিতে নোবেলজয়ী ইউনূস বলেন, বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত ও আয়োজনগত বিবর্তন হতেই থাকবে। বইমেলায় হাজির করার জন্য লেখক-লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য। প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক ‘সেরা লেখক’ স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে।

এদিকে প্রধান উপদেষ্টার উদ্বোধনের পরই মেলা দর্শনার্থী এবং ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে প্রথম দিনে আগতরা নানা বিড়ম্বনার মুখোমুখি হন। অনেক স্টলেই চলছিল নির্মাণকাজ। বেশ কিছু স্টল এখনো বই রাখার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। প্রধান ফটকের সামনের রাস্তার মেরামতের কাজ এখনো ঠিক হয়নি। মেটাল ডিটেক্টর অকেজো হয়ে পড়ে আছে। মেলা শুরু হলেও স্টল ও প্যাভিলিয়নের সামনে আবর্জনার স্তূপ দেখা যায়। নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের সংখ্যাও ছিল তুলনামূলক কম। তবে প্রকাশকরা বলছেন, আগামী দু-এক দিনের মধ্যে স্টলগুলো পুরোপুরি বই বিক্রির উপযোগী হয়ে উঠবে। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা স্বস্তি পাবেন।

সরেজমিন বইমেলা ঘুরে দেখা যায়, বিকেল ৩টার পর থেকেই মেলায় দর্শনার্থীরা ভিড় করতে থাকেন। এর মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। অনেককে আবার পাঞ্জাবি-পাজামা, শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখা গেছে। বিভিন্ন প্রকাশনীর স্টল-প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে ছবি-সেলফি তুলে দলবেঁধে ঘুরে বেড়াতেও দেখা যায়। আর বই কেনাকাটা করছেন—এমন সংখ্যা একটু কমই। মেলার প্রথম দিনই শিশু চত্বরে শিশুর ভিড়। তাদের চোখে-মুখে আনন্দের ছাপ, বিভিন্ন বই দেখে তারা উচ্ছ্বসিত।

বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থী আনজুমান আরা রুমা জানান, প্রথম দিন মেলার পরিবেশ খুবই বাজে। আর্বজনার স্তূপের জন্য হাঁটাচলায় প্রচণ্ড সমস্যা হচ্ছে। স্টলগুলোর সামনে অবশিষ্ট পেরেকযুক্ত কাঠ পড়ে আছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

বন্ধুর সঙ্গে বইমেলায় ঘুরতে এসেছেন আফসানা হেনা। তিনি বলেন, বইমেলায় আসতে খুব ভালো লাগে, তাই অফিস শেষ করে প্রায়ই মেলায় আসি। স্টল ঘুরে দু-একটা বই কিনে নিয়ে যাই। যদিও বইমেলা জমে উঠতে সময় লাগবে। অনেক বই এখনো আসেনি। তবে কিছুদিন পর আবার এসে বই কিনবেন বলে জানিয়েছেন।

ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মী আব্দুল্লাহ আল নাফি জানান, বইমেলা শুরু হয় বিকেল ৪টায়। ক্রেতার থেকে দর্শনার্থীর সংখ্যা বেশি। সবাই এসে বই দেখছেন, বইয়ের সঙ্গে ছবি তুলে চলে যাচ্ছেন। তিনি আশা করেন, কাল (রোববার) থেকে পুরোদমে বই বিক্রি শুরু হবে।

অনন্যা প্রকাশনীর বিক্রয়কর্মী মো. মিজানুর রহমান বলেন, ক্রেতারা আসছেন ঘুরে ঘুরে বই দেখছেন, কিন্তু ক্রেতার সংখ্যা দর্শনার্থীর তুলনায় কম। অবশ্য দিন যত যাবে, বই বিক্রির সংখ্যা ততই বাড়তে থাকবে।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, এবার বইমেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে; তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহিরপথ এবার একটু সরিয়ে মন্দির গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট চারটি প্রবেশ ও বাহিরপথ থাকবে। খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে বিন্যস্ত করা হয়েছে। খাবারের স্টলগুলোকে এবার বিশেষভাবে সুবিন্যস্ত করা হয়েছে। নামাজের স্থান, ওয়াশরুমসহ অন্যান্য পরিষেবা অব্যাহত থাকবে।

শিশু চত্বর মন্দির গেটে প্রবেশের ঠিক ডানদিকে বড় পরিসরে রাখা হয়েছে, যেন শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে। বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ ভাগ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির তিনটি প্যাভিলিয়ন এবং শিশু-কিশোর উপযোগী প্রকাশনার বিপণনের জন্য একটি স্টল থাকবে। ৮ ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশু প্রহর’ থাকবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।’

এ ছাড়া বইমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলায় এলাকাজুড়ে তিন শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বইমেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় (সমগ্র মেলা প্রাঙ্গণ ও দোয়েল চত্বর থেকে টিএসসি হয়ে শাহবাগ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে শাহবাগ পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, দোয়েল চত্বর থেকে চাঁনখারপুল, টিএসসি থেকে নীলক্ষেত পর্যন্ত) নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত ধুলা নিবারণের জন্য পানি ছিটানো এবং প্রতিদিন মশকনিধনের সার্বিক ব্যবস্থা থাকবে।

বিভিন্ন পুরস্কারের বিষয় জানিয়ে মেলার সদস্য সচিব আরও বলেন, অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০২৪ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণগতমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ এবং ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে শৈল্পিক বিচারে সেরা বই প্রকাশের জন্য তিনটি প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।

এ ছাড়া ২০২৪ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণগত মান বিচারে সর্বাধিক গ্রন্থের জন্য একটি প্রতিষ্ঠানকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং এ বছরের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। এবারের বইমেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন ৪৩টি ও পুনর্মুদ্রিত ৪১টি বই।

এবারের বইমেলায় অংশ নিয়েছে ৭০৮ প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। গতবার প্রতিষ্ঠান ছিল ৬৪২টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা আসিফের নামে ভুয়া ছবি প্রচার

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দেবে দাঁতকে : গবেষণা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...

সাড়ে ৩১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

স্পাইডারম্যান সেজে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক, বড় জরিমানা করল পুলিশ

বাড়ি ফিরেছেন ফারুকী, তিশা লিখলেন আলহামদুলিল্লাহ

শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

হাতাহাতির ঘটনায় ইসিতে এনসিপির অভিযোগ

১০

‘কী বিক্রি করে নায়িকা হয়েছ’ শ্বেতাকে কটাক্ষ অভিনেত্রীর

১১

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম

১২

ভারতে আটক পুলিশ কর্মকর্তা আবু সাঈদ হত্যা মামলার আসামি

১৩

ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় গুলি, ২ ভাই নিহত

১৪

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার

১৫

ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থীসহ দুজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ

১৬

লাইনচ্যুত বগি রেখেই ছেড়ে গেল ট্রেন

১৭

‘এটা কি আমার বাপের টাকায় করেছে? আমার নাম কেন থাকবে’

১৮

রুমিন ফারহানার বক্তব্যের ‘কড়া’ জবাব হাসনাতের

১৯

চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন বিলম্বে যাত্রীদের বিক্ষোভ

২০
X