আমেনা হীরা
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

গঙ্গার পানি বণ্টন নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ

এ বছর প্রবাহ কম তাই পানি নেই
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগস্টের পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশের মধ্যে চলা টানাপোড়েনে বরফ গলতে শুরু করেছে। দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাসের যে ঘাটতি ছিল, তা ঠান্ডা হওয়ার ইঙ্গিত মিলছে ধীরে ধীরে। ভারতের পক্ষ থেকে জোর করে গঙ্গার পানি আটকে রাখার অভিযোগ অনেকে করলেও বাংলাদেশের প্রতিনিধিদল সরেজমিন পর্যালোচনা করে জানায়, দুদেশের পানি বণ্টন চুক্তি অনুযায়ীই পানির ন্যায্য হিস্যা পাচ্ছে পদ্মা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তিবিষয়ক যৌথ কমিটির বৈঠক চলমান রয়েছে। বৈঠকে ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ আবুল হোসেন। দুদেশের যৌথ নদী কমিশনের ৮৬তম এই বৈঠক চলবে ৮ মার্চ পর্যন্ত।

আবুল হোসেন কালবেলাকে বলেন, ১৯৯৬ সালে গঙ্গা চুক্তি বাস্তবায়নের পর থেকেই প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত আমাদের চার সদস্যের দল এবং ভারতের চার সদস্যের দলের উপস্থিতিতে প্রতিদিন চারবার গঙ্গার পানি মাপা হয় এবং চুক্তি অনুযায়ী যার যতটুকু পানি পাওয়ার, তা ভাগ করে নেয়। আর এ বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যালোচনা করতে দিল্লি ও ঢাকা থেকে উচ্চপর্যায়ের কমিটি যায় এবং চুক্তি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না বা আমরা যতটুকু পানি পাওয়ার কথা, তা পাচ্ছি কি না, সে বিষয়গুলোই তখন পরীক্ষা করা হয়। আমরা গত মঙ্গলবার ফারাক্কা গিয়েছিলাম, সব কিছুই পরীক্ষা করেছি। কোথাও সমস্যা নেই। গতকাল বৃহস্পতিবার আমরা কলকাতায় এসে যৌথ বৈঠক করেছি।

দুপক্ষের আলোচনায় কী বিষয় এসেছে—জানতে চাইলে তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পানির ভাগাভাগি গাইডলাইন অনুযায়ী ঠিকভাবেই হচ্ছে, আমরা সেটাই জানিয়েছি। তবে চুক্তি বাস্তবায়ন সঠিকভাবে হওয়ায় আমরা সন্তুষ্ট হলেও এবার গঙ্গার পানি প্রবাহ কম সে বিষয়টি আমরা শুধু তাদের কনসার্ন জানিয়েছি।

জানা যায়, ১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি হয় গঙ্গার পানি বণ্টন নিয়ে। চুক্তি অনুযায়ী প্রতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিদিন চারবার পানির পরিমাপ করা হয় এবং দুপক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী যার যতটুকু পানির প্রাপ্যতা ভাগাভাগি হয়। এর পাশাপাশি দুদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মার্চে এসে ভাগাভাগি বা পরিমাপ ঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যালোচনা করে। তাই গঙ্গার পানি চুক্তি পর্যালোচনায় এ বছরও বাংলাদেশ থেকে ভারতে গেছে প্রতিনিধিদল। গত মঙ্গলবার ফারাক্কা ব্যারাজে গিয়ে গঙ্গা থেকে পদ্মায় জলপ্রবাহের পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখে তারা। কোন প্রক্রিয়ায় গঙ্গা থেকে পদ্মায় জল যায়, তাও পর্যালোচনা করে। পর্যালোচনা করে বাংলাদেশের প্রতিনিধিদল পানি বণ্টনে অনিয়ম দেখতে পাননি। প্রাকৃতিক কারণে প্রবাহ কমে যাওয়ার কারণে গঙ্গার পানি কমে যায়, ফলে প্রাকৃতিক কারণেই পদ্মায়ও পানি কমছে।

এদিকে ৩০ বছরের জন্য সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশ নতুন করে চলমান বাস্তবতা যাচাই করে যৌথ নদী কমিশন। বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও উঠেছে বৈঠকে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে জানতে চাইলে প্রতিনিধিদলের প্রধান আবুল হোসেন কালবেলাকে বলেন, ‘গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে একটি নতুন যৌথ কমিটি হবে, সেই যৌথ কমিটি গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করবে।’

বাংলাদেশ-ভারত সম্পর্কে ফারাক্কা বাঁধ নিয়ে বারবার অভিযোগ ছিল। ১৯৯৬ সালে সম্পাদিত ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী গঙ্গা নদীতে ৭০ হাজার কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে ৩৫ হাজার কিউসেক। আর ৭৫ হাজার কিউসেকের বেশি পানি থাকলে ৪০ হাজার কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তিতে পানি বণ্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অন্যায়ভাবে অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ-পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। তবে এবার বাংলাদেশের প্রতিনিধিদল সরেজমিন পরীক্ষা করে চুক্তি অনুযায়ীই সব বণ্টন হচ্ছে জানায়। পটপরিবর্তনের পর ভারত-বাংলাদেশের মধ্যকার যে টানাপোড়েন এবং দুদেশের জনগণের অভিযোগের যে পাল্লা, সেখানে বাংলাদেশের ফারাক্কা পর্যালোচনা করে যা দেখা গেছে, তা দুই দেশের উত্তেজনার পরিস্থিতিতে নিঃসন্দেহে স্বস্তিদায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদ কমিটি ব্যবস্থাপনা নীতিমালার গেজেট শিগগিরই : ধর্ম উপদেষ্টা

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন?

সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

পাবিপ্রবিতে ৫ ছাত্রের আমরণ অনশন

আবারও চোটে পড়েছেন রদ্রি

চট্টগ্রামে এনসিপি নেতার পদত্যাগ

শেখ হাসিনা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

পালিয়ে যাওয়া স্বৈরাচারের দিবাস্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হবে না : মঈন খান

জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন নির্বাচিত

১০

পরিবহন ধর্মঘটের আহ্বানে লিফলেট বিতরণ

১১

কারো মৃত্যুর পর ‘চল্লিশা’ খাওয়ানো কি জায়েজ?

১২

আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করবে : রহমাতুল্লাহ

১৩

রেলিং ভেঙে নিচে পড়লেন প্রেমিক-প্রেমিকা, মর্মান্তিক ঘটনা ভাইরাল

১৪

মাগুরায় জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন

১৫

এমন কিছু কথা যা স্বামী-স্ত্রীর সম্পর্কে না বলাই ভালো

১৬

জাপা নির্বাচনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন চুন্নু

১৭

মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’ 

১৮

তিমির ধাক্কায় নৌকা থেকে ছিটকে পড়লেন যাত্রী (ভিডিও)

১৯

এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি

২০
X