কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

থানা জ্বালানো ও পুলিশের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিল ‘সমন্বয়করা’

গুলশানে চাঁদাবাজি
থানা জ্বালানো ও পুলিশের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিল ‘সমন্বয়করা’

গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নেতাদের আচরণ ছিল বেশ ঔদ্ধত্যপূর্ণ। গত শনিবার সন্ধ্যায় যখন তাদের গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করতে যায়, তখন পুলিশ সদস্যদের সঙ্গে বেশ উগ্র আচরণ করছিল তারা। কর্তব্যরত পুলিশ সদস্যদের চাকরি খেয়ে দেওয়া এবং গ্রেপ্তারের পর যখন তাদের হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, তখন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল তারা। গ্রেপ্তারের সময় ওই বাড়ির দারোয়ান এবং অপারেশনে অংশ নেওয়া একাধিক পুলিশ সদস্য এসব অভিযোগ করেছেন।

গতকাল গুলশানের সেই বাড়ির দারোয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল গ্রেপ্তারের সময়কার ঘটনা সম্পর্কে। হান্নান নামের সেই ব্যক্তি বলেন, ‘যখন তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সমন্বয়করা পুলিশের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।’ গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া একাধিক পুলিশ কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘গ্রেপ্তার করে যখন তাদের হাতে হ্যান্ডকাফ পরানো হচ্ছিল, তখন তাদের আচরণ ছিল বেশ উগ্র। তারা নিজের লোকজন ডেকে থানায় আগুন দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছিল।’ যদিও এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তিনি গতকাল রাতে বলেন, ‘তারা আমার সামনে এমন কিছু বলেছে বলে আমার মনে পড়ে না।’

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ নেতা। গতকাল তাদের মধ্যে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে (রিয়াদ) ৭ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। বাকি একজনের বয়স ১৬ বছর হওয়ায় তাকে শিশুকিশোর সংশোধনাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে থানা-পুলিশের কাছে শনিবার রাত থেকেই গুলশান ও আশপাশের এলাকার অনেকেই ফোন কলে আরও চাঁদাবাজির অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সমন্বয়কদের বিরুদ্ধে গুলশান, বাড্ডা, বনানী এলাকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকেই ফোন দিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

চাঁদাবাজির অভিযোগে শনিবার মধ্যরাতেই শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই সকালে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং কাজী গৌরব ওরফে অপু তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে বাসায় গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। তিনি ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। পরে বাধ্য হয়ে নিজের কাছে থাকা ৫ লাখ টাকা এবং তার ভাইয়ের কাছ থেকে আরও ৫ লাখ টাকা তাদের দুজনকে দেন। শনিবার বিকেলে মো. আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের নেতৃত্বে বেশ কয়েকজন বাসায় গিয়ে আরও ৪০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিলে জাফর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদসহ পাঁচ জনকে আটক করে। তবে অপু পালিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গতকাল দুপুরে গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রবেশমুখে একজন নিরাপত্তাকর্মী দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িটির তৃতীয় তলায় থাকেন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। বর্তমানে তিনি একাই বাসাটিতে থাকেন। কাজকর্ম করে দেওয়ার জন্য বাসায় লোক রয়েছে। তবে এখন তিনি বাসায় নেই। তাই বাসায় যাওয়ার অনুমতি দেননি নিরাপত্তাকর্মী।

এদিকে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। পোস্টে তিনি বলেন, ‘এ চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এ প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে।’

চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি পরিচয়ের একটি নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমে রিয়াদের এ পরিচয় দিয়ে সংবাদও প্রকাশ হয়। রোববার এসব সংবাদের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে—এমন দাবি সঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে বাসের ধাক্কা, আহত ১

আ.লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

‘তিনি একজন বীর’ : নিউইয়র্ক মেয়রের কণ্ঠে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারত না : নাহিদ ইসলাম

‘এআই’ বিড়ম্বনা নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সুন্দরবনে বেড়েছে ১০ শতাংশ বাঘ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা চর্চা না হলে গণতন্ত্র আবার হুমকিতে পড়বে : মঞ্জু

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

প্রতীকী মূল্যে কাউকে সরকারি সম্পত্তি দেওয়া হবে না : অর্থ উপদেষ্টা

১০

মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

১১

এএফসি নারী এশিয়ান কাপ / চীন কোরিয়া উজবেকিস্তানের সঙ্গী বাংলাদেশ

১২

ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া / ‘আমরা কুকুর নই যে ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব’

১৩

খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত ৩১

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি / সায়ানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

১৫

দুই ক্যাটাগরিতে এনইউ শিক্ষার্থীরা পাবেন ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’

১৬

নির্দেশনা অমান্য করার অভিযোগে বিচারককে হাইকোর্টে তলব

১৭

অর্থ উপদেষ্টা / বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাবনা দেবে বাংলাদেশ

১৮

বস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ

১৯

৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন, বাদ মুজিব-হাসিনা-কামালের নাম

২০
X