কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৪:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

একাত্তর ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ

ইসহাক দারের ঢাকা সফর
একাত্তর ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা-ইসলামাবাদ

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে যে দাবি করেছেন, তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতবিরোধ রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয়পক্ষই আলোচনা চালিয়ে যাবে। অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসহাক দার বলেছেন, একাত্তর ইস্যু এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে।

গতকাল রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ওই বৈঠকের আলোচনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ইসহাক দার ও তৌহিদ হোসেনের বৈঠকে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে যে আলোচনা হয়েছে সে সম্পর্কে ইসহাক দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে। আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে।’

অন্যদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ বিষয়ে বলেন, ‘আমরা (বৈঠকে) পরস্পরের অবস্থান তুলে ধরেছি। আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুপক্ষই বলেছি, এ বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে মসৃণভাবে এগোতে পারে, সে জন্য বিষয়গুলোকে পেছনে ফেলতে হবে। দুপক্ষ একমত হয়েছে যে, আমরা এ বিষয়গুলো নিয়ে কথা বলব। চেষ্টা করব যাতে এ বিষয়গুলোকে (অমীমাংসিত) পেছনে ফেলতে পারি।’

তিন অমীমাংসিত ইস্যুতে বাংলাদেশের অবস্থান কী—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চাই হিসাবপত্র হোক; টাকাপয়সার ব্যাপার সমাধান হোক। আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে, সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করুক, মাফ চাক। আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নেবে। আমি বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি।’

তৌহিদ হোসেন বলেন, ‘আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে, ৫৪ বছরের সমস্যা এক দিনের মিটিংয়ে সমাধান করে ফেলতে পারব; এটা নিশ্চয়ই কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি।’

ইসহাক দার বলেছেন, তিনটি ইস্যুর দুবার সমাধান হয়েছে, তার বক্তব্যের সঙ্গে আপনি কি একমত—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘আমি অবশ্যই একমত নই। একমত হলে তো সমস্যার সমাধান হয়ে যেত। আমরা আমাদের অবস্থান বলেছি। উনারা উনাদের অবস্থান তুলে ধরেছেন। তিনটি বিষয়েই তুলে ধরেছি। পাকিস্তানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হচ্ছে।’ একটা তৃতীয় দেশ, বিশেষ করে চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের কারণে কি না, জানতে চাইলে উপদেষ্টা তা নাকচ করে দেন। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কে চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আছে। তবে আগের সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। আমরা চাই, অন্যান্য দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গেও তেমন থাকবে।’

মতবিরোধ থাকা সত্ত্বেও দুই দেশই স্বীকার করেছে, অতীতের জটিল ইস্যুগুলোকে আলাদাভাবে আলোচনা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি এবং তিনটি বিষয়ে অগ্রগতির সম্ভাবনা চিহ্নিত করেছি।’ কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন বলেও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদের জানিয়েছে তারা অনেক সহজ করেছে। এক দিনের মধ্যে ভিসা দিচ্ছে তারা এবং অনেক ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসাও দিচ্ছে। এ ব্যাপারে দুপক্ষই আমরা চাই, সাধারণ মানুষের যাতায়াত যাতে সহজ হয়।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবশেষে আমরা আসলে দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছি। বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রে যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে সে জিনিসগুলো আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এখনো আছেন (গতকাল রাতেই তিনি চলে যান), আমাদের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার অনেক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে, তারা বেশ খানিকটা এগোতে পারবেন। এক্ষেত্রে আমাদের দেশ থেকেও যেন মন্ত্রীরা পাকিস্তানে যান, সেজন্য নিমন্ত্রণ করেছেন। আমরা উভয় দেশ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় ইস্যুতে যাতে ঐকমত্য পোষণ করতে পারি এবং কাছাকাছি থাকতে পারি, সে ব্যাপারে এক ধরনের কথা হয়েছে।’

চুক্তি ও এমওইউ: দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে। এ ছাড়া সই হওয়া এমওইউগুলো হলো, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা। সই হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচি (সিইপি)।

বৈঠকের পর ইসহাক দারের সফর উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করে অন্তর্বর্তী সরকার। দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময়ের জন্য তার বাসায় যান ইসহাক দার। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসায় যান ইসহাক দার।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক: দুদিনের সফরে শনিবার ঢাকায় আসেন ইসহাক দার। পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম। ইসহাক দার তার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এর আগে স্বাধীনতার পর কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এমন সুযোগ পাননি। এবার অন্তর্বর্তী সরকারের সদিচ্ছায় এমনটা হয়েছে। বৈঠকে দলগুলোর সঙ্গে ইসহাক দার রাজনৈতিক পরিসরসহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। পরে শনিবার সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে অভ্যর্থনার আয়োজন করে ঢাকায় দেশটির হাইকমিশন। সেখানেও নানা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা হয় ইসহাক দারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় আসছেন প্রভা

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

১০

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

১১

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১২

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১৩

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

১৪

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

১৫

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৬

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

১৭

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

১৮

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

১৯

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

২০
X