কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ এএম
প্রিন্ট সংস্করণ

‘সেলফি’ হাওয়ার রাজনীতি

প্রধানমন্ত্রীর ভারত সফর
শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের সাথে সেলফি তুলছেন জো বাইডেন। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের সাথে সেলফি তুলছেন জো বাইডেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে জোর আলোচনা। নির্বাচন প্রক্রিয়া নিয়ে দুই বড় দলের মুখোমুখি অবস্থানের কারণে বেশ কিছুদিন ধরেই রাজনীতিতে চলছিল উত্তেজনা। এক সেলফিতেই সেখানে বইছে নতুন হাওয়া। মার্কিন ভিসা নীতিসহ বিদেশিদের তৎপরতার কারণে বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিল ক্ষমতাসীনরা। ‘সেলফি কূটনীতি’র মধ্য দিয়ে হঠাৎ যেন চাঙ্গা হয়ে উঠেছেন তারা। বাইডেনের সেলফিকে বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নমনীয়তা হিসেবে দেখতে চাইছেন সরকার সমর্থকরা। আর বিরোধীপক্ষ বিএনপি নেতারা এ ঘটনাকে খুব বেশি পাত্তা দিতে চাইছেন না। তাদের মনোভাব, এক সেলফিতে কোনো কিছুই হঠাৎ বদলে যাবে না।

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও বাংলাদেশ এই জোটের সদস্য নয়। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে এই সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার এই সম্মেলনের এক পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফিতে ধরা দেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের শীর্ষ নেতা।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, জো বাইডেন শেখ হাসিনা এবং তার কন্যার সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সেলফি তুলছেন। আরেকটি ছবিতে দেখা যায়, তাদের কাছেই দাঁড়িয়ে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই ছবিতে দেখা যায়, কিছুটা দূরত্বে থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রেসিডেন্ট বাইডেনের সেলফি তোলার দৃশ্য দেখছেন। আরেকটি ছবিতে মার্কিন প্রেসিডেন্টকে শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে আলাপরত অবস্থায় দেখা যায়। অন্য আরেকটি ছবিতে বাইডেনকে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে তার বোন শেখ রেহানার সঙ্গে কথা বলতে দেখা যায়। পাশে হাসিমুখে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সায়মা ওয়াজেদ পুতুল এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটারে) প্রকাশ করেন। এরপরই এগুলো ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অনেক গণমাধ্যমকর্মী নানা ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিমত, বাইডেনের এসব ছবি প্রমাণ করে, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব নিরসন হয়েছে। নির্বাচন ঘিরে দেশটির নানামুখী চাপ দূর হবে এবার।

তবে বিএনপিসহ বিরোধী পক্ষের বলয়ের নেতাকর্মীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, একটি ছবি সব সমস্যার সমাধান হতে পারে না।

ইউরোপ-আমেরিকার সংস্কৃতি হলো অন্যকে সম্মান করা। তারা বিভিন্ন দেশে বা আঞ্চলিক বৈঠকে গেলে অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, ছবি তোলেন।

বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত যাই হোক না কেন, একটি সেলফি রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। বিএনপির নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। অন্যদিকে সরকারপন্থিরা হয়েছেন আত্মবিশ্বাসী।

সেলফি নিয়ে কথা বলেছেন দলগুলোর শীর্ষ নেতারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশও করছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক সেলফিতে বিএনপির নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এতদিন বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, বাইডেন নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে। দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম, চোখ-মুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙে গেছে। ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে বিএনপির।’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গতকাল রোববার বলেছেন, ‘ছবি অনেক কথা বলে। এই ছবির ভাষা নিশ্চয়ই সাংবাদিক এবং বোদ্ধা ব্যক্তিরাও বুঝতে পারছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং আগামী দিনে আরও ঘনিষ্ঠ হবে।’

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নিয়ে আওয়ামী লীগ নেতাদের এই উচ্ছ্বাসের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণসভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগের দেউলিয়াত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা বাইডেনের সঙ্গে সেলফি তোলার বিষয়টি এমনভাবে উদযাপন করছে যেন তারা নির্বাচনে জিতে গেছে।’

দেশের গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে তুচ্ছ বিষয়ে মনোনিবেশ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সেলফিটা বাঁধিয়ে গলার মধ্যে পরে ঘোরেন। এটা আপনাদের জন্য উপকারী হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘কয়েক দিন আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন সেন্টমার্টিন দ্বীপ দিচ্ছেন না বলে আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। তাহলে এখন কী বুঝব, আপনারা এরই মধ্যে সেন্টমার্টিন দিয়ে দিয়েছেন?’

ফখরুল আরও বলেন, ‘সেলফির জন্য ভিসা নীতি কিংবা র্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যায়নি। সময় থাকতে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন, না হলে এই সেলফি আপনাদের বাঁচাতে পারবে না। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

১০

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

১১

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১২

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১৩

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১৪

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৫

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৬

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৭

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৮

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৯

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X