কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আরোগ্য কামনায় বাংলাদেশ ও দেশের বিশ্বের বিভিন্ন দেশে দোয়া ও মিলাদ মাহফিল হচ্ছে। এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় গতকাল তার জন্য ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত।

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি (খালেদা জিয়া) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ফুসফুসে (চেস্টে) সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বিবেচনায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।

আরোগ্য কামনায় দোয়া মাহফিল: খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন এই প্রত্যাশায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার আশু সুস্থতায় দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি আমাদের গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয় সেটা আমাদের শিখিয়েছেন। আমাদের শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে এগিয়ে যেতে হয়। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করব।’

তিনি বলেন, ‘আমরা যারা ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছি, এই বেড়ে ওঠার নতুন প্রেরণা দিয়েছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। কত রোদ, শোক, সংকটে তিনি এই মাটিকে ছেড়ে, এই দেশকে ছেড়ে তিনি যাননি। তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। তার অটুট মনোবল যেভাবে আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের যেভাবে সাহসী করে তোলে, আমাদের যেভাবে সামনের প্রতিকূলতাকে মোকাবিলা করার সাহস জাগায় তিনি খালেদা জিয়া। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের গণতন্ত্রের মা আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে তার সুস্থতার জন্য দোয়া করব। তিনি সুস্থ হয়ে উঠুন এই দোয়া আমরা করব।’

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

চীনা রাষ্ট্রদূতের ফুলেল শুভেচ্ছা: খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল ফুলের তোড়া পাঠান ঢাকায় চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন। সঙ্গে একটি শুভেচ্ছাপত্রও পাঠিয়েছেন এই রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা ৬টা ৪০ মিনিট গুলশানে চেয়ারপারসনের অফিসে ফুলের তোড়া ও পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫৬ ঘণ্টা হেঁটে বিশ্বরেকর্ড করল রোবট

ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

নতুন রূপে রণবীর-আলিয়া

নকল করতে গিয়ে ধরা, অভিমানে পাশের স্কুলে ছাত্রীর আত্মহত্যা

উপদেষ্টা পরিষদে ৪ অধ্যাদেশের খসড়া অনুমোদন

রাগ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন অঙ্গের ওপর, কীসের ক্ষতি হয় বেশি?

দ্বিতীয় ধাপে আরও ১৫৮ ইউএনওকে বদলি

এইচএসসিতে বাংলার সিলেবাস নিয়ে সিদ্ধান্ত দিল এনসিটিবি

পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ধর্মেন্দ্রের স্মরণসভা

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

১০

পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে উত্তরপত্র

১১

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

১২

১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

১৩

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

১৪

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১৫

ক্লাসে বসা নিয়ে তর্ক, নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

১৬

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করেন? জানুন এতে কী হয়

১৭

২৪ ঘণ্টায়ও থামেনি হংকংয়ের আগুন, বেড়েছে নিহতের সংখ্যা

১৮

মৃত মা-বাবার জন্য সওয়াব পৌঁছাতে যে ২ আমল করবেন

১৯

দুদকের জালে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ

২০
X