

বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বি-টাউনে আত্মপ্রকাশ করা এই অভিনেতা এবার পার করে ফেললেন জীবনের ৪০টি বসন্ত। আজ তার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের আনন্দে ভক্তদের শুভেচ্ছায় যখন অভিনেতা ভাসছিলেন, ঠিক তখনই বি-টাউনে প্রশ্ন উঠে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কতটা সমৃদ্ধ হলো সিদ্ধার্থ মালহোত্রার সাম্রাজ্য? যা এখন জন্ম দিয়েছে নতুন আলোচনার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বহিরাগত হিসেবে ২০১২ সালে ধর্ম প্রযোজনা সংস্থার ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’এ আত্মপ্রকাশ সিদ্ধার্থ মালহোত্রা। তাই সে সময় দর্শকের চোখে পড়েন সহজেই। তারপর কেটে গেছে অনেক বছর। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছেন এই অভিনেতা। শুক্রবার (১৬ জানুয়ারি) তার ৪১ বছরের জন্মদিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন কোটি কোটি রুপির সম্পত্তির মালিক।
কোটি রুপির সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে, সমুদ্রমুখী বাড়ি। আরব সাগর দেখা যায় সেই বাড়ি থেকে। বাড়ির অন্দরসজ্জার মধ্যেও রয়েছে সৌখিনতার ছাপ। অন্দরসজ্জা করেছেন গৌরী খান। বাড়িটি মুম্বাইয়ের পালি হিল এলাকায়। এই বাড়ির অন্যতম আকর্ষণ বিরাট বারান্দা। এখানেই কাটে সিদ্ধার্থ-কিয়ারার একান্ত সময়। এই বাড়ির দাম নাকি ৭০ কোটি টাকা।
এদিকে গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। তার সম্ভারে রয়েছে প্রায় ৪ কোটি টাকার রেঞ্জ রোভার, ১.৮৬ কোটি টাকার মার্সিডিজ বেন্জ। ১৮ লাখ টাকার একটি হার্লে ডেভিডসন বাইকও রয়েছে সিদ্ধার্থের সম্ভারে। জানা যায়, এই অভিনেতার সম্পত্তির পরিমাণ ১০৫ কোটি রুপি।
এদিকে আরও জানা যায়, সিনেমায় অভিনয় করার জন্য ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন সিদ্ধার্থ। বেশকিছু নামি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর সিদ্ধার্থ। সেই ব্র্যান্ডের হয়ে প্রচার করতে ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
সিদ্ধার্থকে সবশেষ দেখা যায় গত বছর মুক্তি প্রাপ্ত ‘পরম সুন্দরী’ সিনেমায়। এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেন জাহ্নবী কাপুর এবং চলচ্চিত্রটি পরিচালনা করেন তুষার জালোতা।
মন্তব্য করুন