কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার পতাকা ও তেলক্ষেত্র। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার পতাকা ও তেলক্ষেত্র। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন। প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে। এ ছাড়া আরও বিক্রির প্রস্তুতি চলছে।

সরকারি তথ্যের বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, প্রথমবারের এই তেল বিক্রির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার হয়েছে। এরপরের দিনগুলোতে ও সপ্তাহগুলোতে লেনদেন আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলার বৃহৎ তেলক্ষেত্র থেকে ভবিষ্যতে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারে আনা হবে। দেশটিতে তেল শিল্পে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি।

মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর এমন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। তাকে তুলে আনার পরপরই ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করে।

সিএনএন জানিয়েছে, প্রাপ্ত তেলের আয় এখনই মার্কিন নিয়ন্ত্রিত ব্যাংকে রাখা হচ্ছে। এর মধ্যে প্রধান একটি অ্যাকাউন্ট কাতারে স্থাপিত হয়েছে, যাতে অর্থ সরবরাহের ক্ষেত্রে সুবিধা থাকে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও সেই অর্থের ব্যবহার—সবকিছুই অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল এরই মধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন সরকার।

প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিভাগ বলছে, এ প্রক্রিয়া শিগগির শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে।

এ বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়ার পদ আবারও স্থগিত

কুমিল্লায় গুলিতে ২ জন নিহত

ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিএনপির এক নেতাকে শোকজ

১০

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

১১

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

১২

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

১৩

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

১৪

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

১৫

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

১৬

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

১৭

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

১৮

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১৯

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

২০
X