রাজকুমার নন্দী
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি ‘বার্তা’ দিতে চায় বিদেশিদের

মানবাধিকার দিবসে মানববন্ধন
বিএনপির লোগো।
বিএনপির লোগো।

আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকাসহ সারা দেশের জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপতে থাকা মিত্ররা। তাদের অভিযোগ, সরকার মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়ে বিরোধী দলবিহীন ‘একতরফা’ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে কর্মসূচির মধ্য দিয়ে তা পশ্চিমাসহ আন্তর্জাতিক বিশ্বের কাছে ফের তুলে ধরবেন তারা। এ ছাড়া কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীরাও বর্তমান ‘আত্মগোপন অবস্থা’ থেকে বের হয়ে আসতে চান। সে কারণে মানববন্ধনের এ কর্মসূচিকে ‘টেস্ট কেস’ হিসেবে নিয়েছে দলটি। নির্বিঘ্নে মানববন্ধন সম্পন্ন করতে পারলে সাময়িকভাবে হরতাল-অবরোধের বিকল্প কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। অন্যথায় দাবি আদায়ে ফের হরতাল-অবরোধের কর্মসূচিতে ফিরবে বিএনপি ও যুগপতের শরিকরা। এজন্য গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পরে অনুষ্ঠিত হতে যাওয়া দলের এ মানববন্ধনের ‘প্রকাশ্য কর্মসূচি’ ঘিরে সরকারের আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি।

ঢাকায় এদিন মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায়। কর্মসূচিতে দলের নেতাকর্মীরা ছাড়াও কারাবন্দি এবং গুম-খুন পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন, থাকবেন বিএনপিপন্থি পেশাজীবী নেতারাও। এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপি এরই মধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। এ ছাড়া ঢাকার বাইরে অন্যান্য জেলায়ও প্রস্তুতি গ্রহণ চলছে। জানা গেছে, ঢাকায় কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের মতো সিনিয়র নেতারা থাকতে পারেন। গ্রেপ্তার এড়াতে কৌশলের অংশ হিসেবে মামলা ও পরোয়ানা থাকা নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন বলে জানা গেছে। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, বাংলাদেশে যে মানবাধিকার নেই, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেটা প্রতিষ্ঠিত করাই এ কর্মসূচির লক্ষ্য। তা ছাড়া দলটি মনে করছে, বাংলাদেশে আগামীতে একটি অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে এ দিবসটি ঘিরে সরকারের ওপর পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করবে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের দিক থেকে কোনো বাধাবিপত্তি এলে তা প্রতিহত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এ মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। ঢাকাসহ সারা দেশের সব পর্যায়ের নেতাকর্মীকে বলব, যেসব পরিবার নিপীড়ন-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে, সেসব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা মানববন্ধনে উপস্থিত করবেন।

বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চসহ যুগপতের শরিকরাও মানবাধিকার দিবসে মানববন্ধনের কর্মসূচি পালন করবে। গণতন্ত্র মঞ্চ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি করবে। এ দিন ঢাকায় সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের সামনে মানববন্ধন করবে ছয় দলীয় এ জোট।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারসহ বিরোধী নেতাকর্মীদের গুম-খুন, গ্রেপ্তার, গায়েবি-ফরমায়েশি মামলায় জেলে দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও তুলে ধরা হবে। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। সেটা সম্ভব হলে পরবর্তীকালে গণমিছিল, সমাবেশের মতো কর্মসূচি আসতে পারে। সরকার যদি আবারও শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করে, কর্মসূচিকে ঘিরে সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে হরতাল-অবরোধ কিংবা এ ধরনের কর্মসূচি আমাদের বিবেচনার মধ্যে থাকবে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় ‘মায়ের ডাক’র ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কারাবন্দি, গুম-খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীর স্বজনরা অংশগ্রহণ করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসায় একদফার আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার শুরুর দিন থেকে ৭ জানুয়ারি ভোটের মধ্যবর্তী সময়কে দাবি আদায়ের ‘মোক্ষম সময়’ বিবেচনা করে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। নির্বাচন কমিশন ঘোষিত তারিখে ভোট ঠেকানোই তাদের মূল লক্ষ্য। এজন্য আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে নির্বাচন বয়কট করা সব দলকে একমঞ্চে আনার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ ক্ষেত্রে সাংগঠনিক শক্তি বিবেচনায় চূড়ান্ত আন্দোলনে জামায়াতে ইসলামীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে পাশে চায় দলটি। বিশেষ করে নির্বাচন ঠেকাতে ২০১৪ সালের মতো জামায়াতের সক্রিয় ভূমিকা আশা করছেন বিএনপির নীতিনির্ধারকরা। সেইসঙ্গে এবার চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও সম্পৃক্ত করার চেষ্টা করছেন তারা। যদিও দশম সংসদ নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয় বিএনপি।

জানা গেছে, একঘেয়ে হয়ে পড়ায় এক মাসের অধিক সময় ধরে চলা হরতাল-অবরোধের কর্মসূচিতে সাময়িক বিরতি দিতে চায় বিএনপি। উদ্দেশ্য—নেতাকর্মীদের কিছুটা বিশ্রাম দেওয়া, আত্মগোপন অবস্থা থেকে তাদের বের করে আনা এবং নতুন করে আন্দোলনের জন্য প্রস্তুত করা। এর অংশ হিসেবে বিএনপির তত্ত্বাবধানে গত ২৪ নভেম্বর থেকে হরতাল-অবরোধের ফাঁকে ফাঁকে ঢাকায় পেশাজীবী এবং কারাবন্দি ও গুম-খুন পরিবারের ব্যানারে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এসব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান অংশগ্রহণ করেন। এবার দলের ব্যানারে রোববার দেশব্যাপী মানববন্ধন করবে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

১০

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

১১

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

১২

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

১৩

ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী : দুই দেশের সম্পর্ক কি স্বাভাবিক হবে?

১৪

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

১৫

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

১৬

ডাকসু নির্বাচন / বাম ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্যানেল ঘোষণা

১৭

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য রিমান্ডে

১৮

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নভঙ্গের হতাশা

১৯

ভিসা নিয়ে অস্ট্রেলিয়াকেও পাল্টা জবাব দিল ইসরায়েল

২০
X