এনায়েত শাওন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

আ.লীগের তৃণমূলে বিভ্রান্তি

নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর লড়াই
আওয়ামী লীগের লোগো।
আওয়ামী লীগের লোগো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সংসদ সদস্য, স্থানীয় সরকারের সদ্য পদত্যাগী জনপ্রতিনিধি ও তৃণমূলের জনপ্রিয় অনেক নেতা। তাদের বেশিরভাগই দল কিংবা বিভিন্ন সহযোগী সংগঠনের পদধারী নেতা। স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করলেও অনেকেই ভোটের মাঠে বেশ প্রভাবশালী। দলীয় কর্মীদের সমর্থনের পাশাপাশি আছে নিজস্ব ভোট ব্যাংক। ফলে অনেক আসনে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্রের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। প্রতীক বরাদ্দ বা প্রচারণা শুরু না হলেও বিভিন্ন এলাকায় এরই মধ্যে জমে উঠেছে লড়াই। তবে দলের গুরুত্বপূর্ণ নেতারা একে অন্যের বিরুদ্ধে নির্বাচনে নেমে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। ভবিষ্যতের কথা চিন্তা করে দলের পদধারী নেতাদের কেউ কেউ প্রকাশ্যে নৌকার পক্ষে থাকলেও গোপনে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছেন বলে জানা গেছে।

বিভিন্ন এলাকায় যোগাযোগ করে জানা গেছে, এর আগে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে কিংবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলে দলের পদ খোয়াতে হতো। পরে কোনো নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও তাদের বিবেচনায় নেওয়া হয়নি; কিন্তু এবারের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বতন্ত্র হিসেবে দলের নেতাকর্মীদের নির্বাচনের পথ সুগম করে দেওয়ায় দোটানায় পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। কেন্দ্র থেকে সার্বিক নির্বাচনী পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ নেতারা একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন এলাকার নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সূত্র জানায়, গত দশম ও একাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠায় এবার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করায় ২০১৪ এর নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক মহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। একাদশ নির্বাচনে বিএনপি অংশ নিলেও শেষ পর্যন্ত ওই নির্বাচন নিয়ে নানা আলোচনা হয়। এবার বিএনপি না এলেও নির্বাচনকে বিতর্কমুক্ত ও ভোটার উপস্থিতি বাড়াতে দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে উৎসাহ দেয় আওয়ামী লীগ।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সব আসনে ডামি প্রার্থী রাখার নির্দেশ দেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের স্বাগত জানান তিনি। এর পর থেকেই দলে ও দলের বাইরে আলোচনা, তাহলে তৃণমূলের নেতাকর্মীরা কার পক্ষে কাজ করবেন?

এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও স্পষ্ট কোনো নির্দেশনা দেননি। বিষয়টিকে ‘যার যার ব্যক্তি স্বাধীনতা’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে ‘ফ্রি স্টাইলে’ স্বতন্ত্র প্রার্থী থাকবে না বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে বিভিন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সরানোর জন্য উদ্যোগ নেওয়া হলেও এবার তাদের চ্যালেঞ্জের মুখে বর্তমান মন্ত্রী সংসদ সদস্য ও হেভিওয়েট নেতারা। ১৪ দলীয় জোট ও জাতীয় পার্টির জন্যও বিষয়টি পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জোটের শরিকদের আপত্তি এবং দলীয় প্রার্থীদের মধ্যে অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই।’

জানা গেছে, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। দলীয় নেতাদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা থেকে বিরত রাখতে বেশ কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। অন্যসব রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে সক্রিয় থাকার জন্য মন্ত্রিসভার সদস্যদেরও নির্দেশ দেন শেখ হাসিনা।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দলের মনোনীত প্রার্থীরা নির্বাচনী প্রচারপত্রে দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারেন; কিন্তু এবার অনেক স্বতন্ত্র প্রার্থী দলীয় ভোটারদের সমর্থন পেতে পোস্টার ও ফেস্টুনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ তার ছবি ব্যবহার করলে তিনি কীভাবে বাধা দেবেন?

প্রধানমন্ত্রীর এই অবস্থানের বিষয়টি জানাজানির পর আরও চাঙ্গা হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এতে জটিলতায় পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ আসনে দলীয় এমপির সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের বিরোধের কারণে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। মনোনয়নবঞ্চিত দুই ডজন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এসব এলাকায় দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ। কেউ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন কেউবা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। কেউ প্রকাশ্যে কেউ গোপনে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান কালবেলাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী এক নয়। দলের মনোনয়ন চেয়ে যারা নির্বাচন করছে, তাদের বিরুদ্ধে দলের অবস্থান পরিষ্কার। তবে স্বতন্ত্র প্রার্থীরা যেহেতু দলের কাছে মনোনয়ন চাননি সুতরাং এই উদ্ভূত পরিস্থিতিতে তাদের বিষয়টি ভিন্নভাবে দেখছে আওয়ামী লীগ।’

জানা গেছে সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগের প্রার্থী রণজিত সরকার ও জেলা আওয়ামী লীগের সদস্য সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদের রয়েছে শত শত কর্মী-সমর্থক। নেতাদের একটি অংশ দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ও গোপনে কাজ করছেন।

সুনামগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা। দলের নেতারা যেমন নৌকার প্রার্থীর সঙ্গে রয়েছে তেমনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের অনুসারীদের একটি বড় অংশ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান কালবেলাকে বলেন, ‘দলের সভাপতি যেহেতু মনোনয়ন দিয়েছেন, সেজন্য সম্মান দেখাতে হয়; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ভুল হয় তাও জানান দেওয়া উচিত। এই প্রার্থীর বিরুদ্ধে এবং সংগঠনের স্বার্থে অনেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে।’

ফরিদপুরে চারটি আসনেও নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ে তৃণমূলের বিভক্তি বেশ পুরোনো। ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও বর্তমান সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের দ্বন্দ্ব গত দুই নির্বাচনে ব্যাপক আলোচিত হয়।

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের বিপক্ষে লড়ছেন ব্যবসায়ী নেতা এ. কে. আজাদ। শামীম হক আওয়ামী লীগের জেলা সভাপতি আর এ. কে. আজাদ জেলা কমিটির উপদেষ্টা। এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্মো. ইশতিয়াক আরিফ কালবেলাকে বলেন, ‘কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছে না। তবে কেউ যদি করে তবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা দল সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বাগেরহাট-৩ আসনেও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও উপমন্ত্রী হাবিবুন নাহারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার।

ইদ্রিস আলী ইজারাদার কালবেলাকে বলেন, ‘দলের নেতাকর্মীরা ভাগ হয়ে গেছে। কর্মীরা অনেকেই নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার সঙ্গে আছেন। নেতারা কেউ কেউ নৌকার সঙ্গে তবে কতটা মনেপ্রাণে আছে, সেটা তা জানা দুষ্কর।’

একই রকম অবস্থান পঞ্চগড়-১ আসনেও। এখানে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জমান ভূঁইয়া মুক্তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। এখানেও নেতাকর্মীদের ত্রিমুখী বিভক্তি।

পিরোজপুর-১ আসনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বিপক্ষে নির্বাচন করবেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।

নরসিংদী-৫ আসনে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা। বাহারের চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা প্রয়াত আফজাল খানের মেয়ে আঞ্জুম সুলতানা।

কুমিল্লা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের দ্বন্দ্ব বহুল আলোচিত। এই আসনে দুজনেই নির্বাচন করছেন।

এদিকে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে ভোটে লড়বেন সংরক্ষিত নারী আসনের এমপি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম।

একই অবস্থা চট্টগ্রাম-১২ আসনে নৌকার প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্দ্বী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

নরসিংদী-১ আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। সাবেক পৌর মেয়র নিহত লোকমান হোসেনের ছোট ভাই কামরুলের সঙ্গেও অনেক নেতাকর্মী রয়েছেন।

ময়মনসিংহ-৩ ও ৯, নেত্রকোনা-৩, গাজীপুর-৩ ও ৫, সিরাজগঞ্জ-৫, রাজশাহী-৪, সাতক্ষীরা-২, যশোর-৪, জামালপুর-৪, হবিগঞ্জ-২, কক্সবাজার-১ সহ অনেক আসনেই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতার নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গয়েশ্বরের দুদকের মামলার রায় পিছিয়ে ৪ সেপ্টেম্বর

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নববধূর আত্মীয়ের হাতে বরের মৃত্যু, আনন্দ প্রকাশেই ছুড়েছিলেন গুলি

১০

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের বুশরা

১১

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

১২

বিইউবিটিতে ‘সেরা শিক্ষক পুরস্কার ২০২৫’ প্রদান 

১৩

নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে?

১৪

‘কমপ্লিট শাটডাউনে’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো

১৫

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

১৬

মেসিকে নয়, আর্জেন্টাইন লিগে নেইমারকেই চান ডি মারিয়া

১৭

সাবিলা নূর কেন চুপ ছিলেন?

১৮

এক যুগ পর বাড়ি ফিরলেন ওমান ফেরত মানসিক ভারসাম্যহীন সুমন

১৯

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

২০
X