ইউসুফ আরেফিন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

চ্যালেঞ্জ সামলে সুষ্ঠু ভোটের আশা ইসির

চ্যালেঞ্জ সামলে সুষ্ঠু ভোটের আশা ইসির

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের অসহযোগিতা ও সহিংসতা মোকাবিলা করে সব প্রার্থীর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়ে প্রস্তুতি আছে বলে মনে করছেন মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, সব নির্বাচনেই তাদের চ্যালেঞ্জ নিতে হয়। এবারের নির্বাচনও চ্যালেঞ্জের বাইরে নয়। তবে দেশের অন্যতম প্রধান বড় দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো ভোট বর্জন করায় প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। কোনো ধরনের সহিংসতা হলে দায়ীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার যে ঘোষণা দিয়েছে, তাতে চ্যালেঞ্জ আরও বেড়েছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রশাসন এবং নির্বাচন কমিশন চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগের মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি)

মতবিনিময় সভায় কর্মকর্তাদের বক্তব্যে এসব উঠে এসেছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর এবং নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, সভায় কর্মকর্তাদের অনেকেই বলেছেন, নির্বাচন করতে গেলে নানা রকম চ্যালেঞ্জ থাকে। অন্য দেশেও চ্যালেঞ্জ থাকে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের যে পরিকল্পনা রয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। মাঠ প্রশাসন ও পুলিশের ভালো প্রস্তুতি রয়েছে। যে কোনো নাশকতামূলক ঘটনা এড়িয়ে সুন্দরভাবে ও সমন্বয় করে জনগণকে ভোটকেন্দ্রে আনার পরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েকটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এ নির্বাচনেও যদি ভোটাররা কেন্দ্রে না আসেন, তাহলে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করে ভোটারদের কেন্দ্রে আনার বিষয়ে কাজ করতে হবে। ভোটারদের ভয় দূর করতে হবে। এজন্য সর্বত্র গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করা জরুরি। তাহলে তারা সময়মতো ব্যবস্থা নিতে পারবে। ঘটনা ঘটানোর আগেই ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা যেন নিরপেক্ষতা বজায় রাখেন, তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন ইসির কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সবাইকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিইসি হাবিবুল। তাদের কোনো আচরণ যাতে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে না যায়, তাও নিশ্চিত করতে বলেছেন তিনি।

প্রার্থীদের অভয় দেওয়া: স্বতন্ত্র ও ছোট ছোট দলের প্রার্থীরা আশঙ্কা করেছেন, তারা ঠিকমতো প্রচার চালানো ও তাদের প্রার্থীরা কেন্দ্রে থাকতে পারবেন কি না? তাদের প্রশাসন ও ইসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, আপনারা নিজেরা সেখানে থাকবেন। এজেন্টদের কোনো সমস্যা হলে প্রিসাইডিং কর্মকর্তাদের জানাবেন। তিনি সমাধান করতে না পারলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।

কমিটি ও সাব-কমিটি: নির্বাচন কমিশন এবার অনেক কমিটি ও সাব-কমিটি গঠন করেছে। যদিও অতীতের নির্বাচনগুলোতে এমনটা হয়নি। এসব কমিটি নির্বাচনের সব বিষয় মনিটর ও সমন্বয় করবে। প্রতিটি বাহিনী, সেন্টার ও নির্বাচনী এলাকার সঙ্গে তারা যোগাযোগ রাখবে। ফলে কোনো অনিয়ম হলে তা ইসির নজরে আসবে। তারপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি।

ভীত নয় পুলিশ: পুলিশ কর্মকর্তারা বলেন, এবার বিএনপি ও তাদের জোট সঙ্গীদের ভোটবিরোধী কর্মসূচি পুলিশ, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের ডাবল চ্যালেঞ্জ। তবে কোনো চ্যালেঞ্জই পুলিশ ভীত নয়। বৈঠক শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে নাশকতা, আতঙ্ক ও শঙ্কা সৃষ্টি করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে একটি বা দুটি রাজনৈতিক দলের আহূত এসব সমস্যা ও শঙ্কা মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলার মতো অবস্থান এবং সক্ষমতা পুলিশের রয়েছে। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য যেসব কার্যক্রম পরিচালনা করা দরকার সে বিষয়ে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কোনো রোগের লক্ষণ নয়তো

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

১০

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

১১

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১৩

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

১৮

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

২০
X