

আজকের তরুণ প্রজন্ম, যাদের আমরা জেন-জি বলি, তারা কথা বলে একটু ভিন্নভাবে। তাদের ভাষায় আছে নতুন নতুন শব্দ, ছোট বাক্য আর মজার এক্সপ্রেশন। এই ভাষার বড় অংশই এসেছে ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, মিম আর ভিডিও কনটেন্ট থেকে। তাই জেন-জির ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, বরং তাদের জীবনধারা, ভাবনা আর অনুভূতির প্রতিফলন।
ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ইউটিউবে একটু সময় কাটালেই এসব শব্দ চোখে পড়বে। অনেক সময় বড়দের কাছে এগুলো অচেনা বা অদ্ভুত মনে হলেও জেন-জিদের মধ্যে সহজে ও দ্রুত যোগাযোগের জন্য এই ভাষা খুবই গুরুত্বপূর্ণ।
Gen Z Slang বলতে বোঝায় ছোট, সহজ কিন্তু অর্থপূর্ণ কিছু শব্দ বা বাক্য। কম সময়ে বেশি কথা বলা, অনুভূতি প্রকাশ করা বা মজা করার জন্য এগুলো ব্যবহার করা হয়। অনলাইন চ্যাট, কমেন্ট বা ভিডিওতে জায়গা কম থাকে—এই কারণেই ছোট শব্দগুলো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
এ ছাড়া, জেন-জি প্রজন্ম আলাদা কিছু করার চেষ্টা করে। নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলতেই তারা নতুন ভাষা ও শব্দ ব্যবহার করে।
Flex (ফ্লেক্স) : নিজের কোনো অর্জন, জিনিস বা সাফল্য দেখানো। যেমন—নতুন ফোন বা ভালো ফলাফল নিয়ে গর্ব করা।
Slay (স্লে) : কোনো কাজে খুব ভালো করা বা সবাইকে মুগ্ধ করা। পোশাক, পারফরম্যান্স বা আত্মবিশ্বাস—সব ক্ষেত্রেই বলা হয়।
Vibe (ভাইব) : কোনো জায়গা, মানুষ বা পরিস্থিতির অনুভূতি বা মেজাজ। যেমন—এই জায়গার ভাইব শান্ত।
Cap (ক্যাপ) : মিথ্যা কথা। (No cap মানে—একদম সত্যি।)
Suss (সাস) : কিছু সন্দেহজনক লাগলে এই শব্দ ব্যবহার করা হয়।
Lit (লিট) : খুব মজার, দারুণ বা জমজমাট কিছু বোঝাতে।
Aura (অরা) : কারো ব্যক্তিত্ব বা উপস্থিতির সামগ্রিক প্রভাব।
Bet (বেট) : ঠিক আছে, নিশ্চয়ই বা রাজি—এই অর্থে ব্যবহৃত হয়।
Drip (ড্রিপ) : কারো পোশাক বা স্টাইল খুব ভালো হলে বলা হয়।
GOAT (গোট) : Greatest Of All Time—সর্বকালের সেরা।
Mood (মুড) : কোনো অনুভূতির সঙ্গে পুরোপুরি একমত হওয়া। যেমন—“এই কথাটা আমার মুড।”
Pookie (পুকি) : আদরের নাম বা স্নেহ প্রকাশের শব্দ।
Simp (সিম্প) : কারো প্রতি অতিরিক্ত মনোযোগ বা ভালোবাসা দেখানো মানুষ—সাধারণত মজা করে বলা হয়।
Rizz (রিজ) : কারো আকর্ষণ বা মানুষকে ইমপ্রেস করার ক্ষমতা।
Skibidi (স্কিবিডি) : টিকটক থেকে আসা একটি মজার শব্দ, আজব বা হাস্যকর পরিস্থিতিতে ব্যবহার হয়।
Tea (টি) : গসিপ বা গোপন খবর। (Spill the tea মানে—খবরটা বলো।)
Yeet (ইয়েট) : উচ্ছ্বাস প্রকাশ করা বা কিছু জোরে ছুড়ে ফেলা।
জেন-জির ভাষা খুব দ্রুত পরিবর্তন হয়। কারণ ইন্টারনেট ট্রেন্ড, মিম আর ভাইরাল ভিডিও প্রতিদিনই বদলায়। আজ যে শব্দ খুব জনপ্রিয়, কিছুদিন পর সেটি পুরোনো হয়ে যেতে পারে। নতুন কনটেন্টের সঙ্গে সঙ্গে নতুন শব্দও চলে আসে।
এই শব্দগুলো জানা মানে শুধু ট্রেন্ড জানা নয়, বরং নতুন প্রজন্মকে বোঝা। পরিবারে, অফিসে বা শিক্ষাপ্রতিষ্ঠানে জেন-জিদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে চাইলে তাদের ভাষা সম্পর্কে ধারণা থাকা দরকার। এতে প্রজন্মের মধ্যে দূরত্ব কমে এবং বোঝাপড়া সহজ হয়।
জেন-জির ভাষা কোনো অস্থায়ী ফ্যাশন নয়। এটি ডিজিটাল যুগের বাস্তব চিত্র। সামাজিক মাধ্যম আর ইন্টারনেটের প্রভাবে এই ভাষা প্রতিনিয়ত বদলাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই শব্দগুলো জানা থাকলে নতুন প্রজন্মের ভাবনা ও অনুভূতি বোঝা অনেক সহজ হয়ে যাবে।
মন্তব্য করুন