শফিকুল ইসলাম
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

অসহযোগের আহ্বান জারি রাখবে বিএনপি

১২ ঘণ্টার অবরোধ শুরু
বিএনপির লোগো।
বিএনপির লোগো।

সরকার পতনের দাবিতে আন্দোলনের শেষ পর্যায়ে জাতীয় নির্বাচনের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। আন্দোলনের চূড়ান্ত ফসল ঘরে তুলতে সব ধরনের কৌশল অবলম্বন ও প্রয়োগ করবে দলটি। ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ ছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ও একদফা দাবিতে আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে।

হরতাল-অবরোধ ছাড়াও আর কী ধরনের কর্মসূচি দেওয়া যায়, তা নিয়েও বিশ্লেষণ-বিবেচনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের মতো কর্মসূচি আসতে পারে। সব মিলিয়ে নির্বাচনের এক সপ্তাহ আগে ‘অলআউট’ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

ইতোমধ্যে দলের জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য এ বিষয়ে দলটির কোনো নেতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন।

ইতোমধ্যে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে প্রায় ‘৬০ লাখের বেশি’ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষ করেছে বিএনপি। বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।

এদিকে দাবি আদায়ে আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে ১২ ঘণ্টার অবরোধ, যা সন্ধ্যা ৬টায় শেষ হবে।

গত ২০ অক্টোবর অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি ও যুগপতের মিত্র দল এবং সমমনা জোটগুলো। এরপর একই দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২১-২২ ডিসেম্বর লিফলেট বিতরণ এবং ২৩ ডিসেম্বর গণসংযোগ ও আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে যেসব বিষয়ে আহ্বান জানানো হয়েছে তার উল্লেখযোগ হলো—৭ জানুয়ারি ভোট বর্জন; ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকা; কর, খাজনা ও ইউটিলিটি বিলসহ সরকারের সব রকম পাওনা পরিশোধ স্থগিত রাখা; ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলা এবং রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়ের মামলায় আদালতে হাজিরা থেকে বিরত থাকা।

গতকাল এক কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান গণপ্রতিনিধিত্বহীন সরকারকে সরাতে চাই। এরপর দেশে জনগণের সরকার কায়েম করা হবে। সেই উদ্দেশ্যে রাজপথে নেমে মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিলি করছি, মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াইয়ে নেমেছি।

জানা গেছে, সারা দেশে বিএনপি ও যুগপতের মিত্ররা একযোগে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। প্রতিটি জেলা শাখার নেতৃবৃন্দকে যার যার আসনে ন্যূনতম ১০ শতাংশ হারে লিফলেট বিতরণের কথা বলা হয়েছিল। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে লিফলেট ছাপানোর ক্ষেত্রে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে বলে কয়েকটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ কালবেলাকে বলেন, তিনি তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর আসনে ৩০ হাজার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। কোথাও কোথাও পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করেছেন। এমএ মজিদ বলেন, ঝিনাইদহ জেলায় লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রায় এক লাখ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। তবে পুলিশের বাধার কারণে সময়মতো লিফলেট ছাপাতে পারেননি বলে তিনি অভিযোগ করেন। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-২ (সদর) আসনে প্রায় ১৫ হাজার লিফলেট বিতরণ হয়েছে। অন্যান্য উপজেলায়ও প্রায় ৩০ হাজারের মতো লিফলেট দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু কালবেলাকে বলেন, সারা দেশের গ্রামে-গঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির লিফলেট পৌঁছে গেছে। অন্ততপক্ষে ৬০ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। নেতাকর্মীরা যার যার এলাকায় এখনো ভোট বর্জনের লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।

জানা গেছে, গত সপ্তাহ থেকে দেশের সাংগঠনিক বিভাগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট বিভাগের কেন্দ্রীয় নেতা ও ভবিষ্যতে বিএনপি থেকে সম্ভাব্য এমপি প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তাদের সঙ্গে সরাসরি কথা বলে আন্দোলন সফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। একাধিক বিভাগের কয়েকটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কালবেলাকে জানান, তারেক রহমান তাদের সঙ্গে কথা বলে আন্দোলন আরও জোরদার করার বিষয়ে উদ্বুদ্ধ করছেন। নানা রকমের নির্দেশনাও দিচ্ছেন। এ বিষয়ে প্রস্তুতিও নিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক শাকিরুল ইসলাম খান শাকিল বলেন, সরকারি নানা বাধা ও নিপীড়ন উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা তাদের সর্বোচ্চটা দিয়ে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি সফল করতে মাঠে নামছেন। তারা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন কর্মসূচি সফল করছেন। অসহযোগ আন্দোলনকে পরোক্ষ প্রতিরোধ অভিহিত করে তিনি বলেন, আন্দোলন সফল করতে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এখানে জনগণের আরও সক্রিয় অংশগ্রহণ ঘটাতে হবে।

এছাড়া জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ বিভিন্ন দলের উদ্যোগে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, তারা ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করবেন। ইতোমধ্যে গণসংযোগ করেছেন এবং জনগণ ভোট বর্জনকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন বলে জানান। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান জানান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগের ৬ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। তা ছাড়া প্রতিটি সংসদীয় আসনে ভোটারের ১০ শতাংশ লিফলেট বিলির কথা আছে বলে সংশ্লিষ্টরা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

১০

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১১

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১২

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১৩

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৪

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৫

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৬

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৭

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৮

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

১৯

এশিয়া কাপের আগে বড় ঝামেলায় ভারত

২০
X