দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়, যা শেষ হবে এদিন সন্ধ্যা ৬টায়।
দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন।
ওই সময় তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এ কর্মসূচি।
এদিকে শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কুমিল্লাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন রিজভী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
শনিবার সকালে রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজারে ভোট বর্জনের প্রচারপত্র বিতরণের সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল ছাড়াই নিজেরা ডামি প্রার্থী সাজিয়ে একটা তামাশার নির্বাচন করছে। ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের আহ্বানসংবলিত প্রচারপত্র বিতরণের সময় আবদুল মঈন খান বলেছেন, সরকার দাবি করে, তারা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। যদি এতই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে থাকে, তাহলে জনগণের ভোটকে এই সরকার কেন ভয় পায়- এই প্রশ্ন বাংলাদেশের ১৮ কোটি মানুষের।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে। আজ রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে। এরপর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপির সূত্রগুলো জানিয়েছে।
মন্তব্য করুন