রাফসান জানি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

কেন্দ্রে হামলা ঠেকাতে নিরাপত্তা জাল

কেন্দ্রে হামলা ঠেকাতে নিরাপত্তা জাল

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে নাশকতার ছক আঁকা হয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে ভোটকেন্দ্র। হামলা হতে পারে টার্গেট করা ভোটকেন্দ্রে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তথ্য জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর নির্দিষ্ট কয়েকটি আসনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলা হতে পারে—এমন ৫৩টি আসনের বেশ কয়েকটি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বাচন ঠেকাতে জ্বালাও-পোড়াওসহ নানা নাশকতা করেছে দুর্বৃত্তরা। তাতে সফল না হওয়ায় এখন ভোটের দিন বা এর আগের দিন কেন্দ্রভিত্তিক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশজুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার জাল। কেউ নাশকতার চেষ্টা করলে রক্ষা পাওয়ার সুযোগ নেই।

পুলিশ সূত্র বলছে, ভোট রোববার হলেও ৫ জানুয়ারি থেকে চিহ্নিত ৫৩ আসনসহ অন্যান্য আসনের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা দিতে শুরু করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সরকার ভোটারদের কেন্দ্রে যেতে বলছে। আর ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানাচ্ছে বিরোধীরা। ভোটারদের কেন্দ্রবিমুখ করতে পরিকল্পনা করছে একটি চক্র। ভোটাররা যাতে কেন্দ্রে না যান, সেজন্য ভোটকেন্দ্রে হাতবোমা ছোড়া, কেন্দ্রের কাচ ভাঙা, বিকট শব্দে পটকা ফোটানোর মতো ঘটনা ঘটতে পারে।

এক কর্মকর্তা বলেন, ৫৩টি আসন অতিঝুঁকিপূর্ণ তালিকায় আছে। আসনগুলোতে নাশকতার আশঙ্কার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

চোরাগোপ্তা হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে যে কোনো হামলা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার নাশকতার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কেউ নাশকতা করতে পারবে না। দু-একটা জায়গায় চোরাগোপ্তা হামলার চেষ্টা হতে পারে। সারা দেশে নাশকতার চেষ্টা হয়েছে, তবে তারা কোথাও সফল হয়নি। সবাই মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন ৭ জানুয়ারি উপহার দিতে পারব।

গত বৃহস্পতিবার রাতে রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ভোটকেন্দ্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা, পেট্রোল ঢেলে এসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র বলছে, মাগুরা জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সজীব শেখকে গ্রেপ্তারের পর ভোটকেন্দ্রভিত্তিক নাশকতা পরিকল্পনার একটা চিত্র মিলেছে। মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেল ৪টায় তার মোবাইল ফোনে গ্রুপ কল আসে, যা থেকে জানা যায়—ভোটের দিন নাশকতার পরিকল্পনা করছিল তারা। দলটির কেন্দ্র থেকে হামলার নির্দেশনা দেওয়া হয়। নাশকতার জন্য এরই মধ্যে ২ লাখ টাকাও দেওয়া হয়েছে তাকে। বাকি টাকা পরে দেওয়ার কথা।

পুলিশ সুপার বলেন, এ পরিকল্পনা ফাঁস হওয়ার পর যে কোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।

গোয়েন্দা সূত্র জানায়, বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ভোটকেন্দ্রে নাশকতার শঙ্কা রয়েছে। তবে বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী কালবেলাকে জানিয়েছেন, জেলার ১২টি থানার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। কেন্দ্র সুরক্ষিত রাখতে নজরদারি অনেক বাড়ানো হয়েছে। মোবাইল প্যাট্রলিং আছে।

তিনি বলেন, ভোটকেন্দ্র সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানে হয়ে থাকে। সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধিদেরও সতর্ক করা হয়েছে। নাশকতা ঠেকাতে নিজেদের প্রতিষ্ঠানের প্রতি তাদের নজর রাখতে বলা হয়েছে।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন কালবেলাকে বলেন, ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর তা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রে চোরাগোপ্তা হামলা, হাতবোমার বিস্ফোরণ ঘটানো, ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দা তথ্য আছে। এসব বিষয় মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সন্দেহভাজনদের চিহ্নিত করে গতিবিধি নজরদারি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১০

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১১

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৩

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৪

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৫

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৬

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৭

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৮

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৯

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

২০
X