জনি রায়হান
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

আতাউরের আয়নাবাজি

অন্যের শিক্ষা সনদ নিয়ে প্রতারণা
আতাউরের আয়নাবাজি

কামরুজ্জামান শাকিল ২০০৬ সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করে উচ্চতর ডিগ্রি অর্জনে ২০১৪ সালে চলে যান চীনে। পিএইচডি শেষে সেখানকার একটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করছেন। বিদেশে থাকাকালীন ২০১৭ সালে হঠাৎ তার গ্রামের বাড়িতে আসে ‘আজব’ এক চিঠি। তাতে জানানো হয়, ঢাকার একটি কোম্পানি তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। চিঠি পেয়ে অবাক হয় শাকিলের পরিবার। চীনে থাকা শাকিল কীভাবে বাংলাদেশে চাকরি করেছেন। চিঠির খবর পেয়ে দেশে ফিরে থানায় অভিযোগ করেন শাকিল। এরপর রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ।

তদন্ত করতে গিয়ে তারাও অবাক বনে যায়। জানা যায়, শাকিল চীনে অবস্থানকালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তার অনার্স-মাস্টার্সের সার্টিফিকেট তুলে নিয়ে গেছেন অন্য কেউ। সেগুলো দেখিয়ে চাকরিও করেছেন ঢাকার উত্তরার একটি প্রতিষ্ঠানে। শাকিলের এসএসসি ও এইচএসসির সনদেরও কপি শিক্ষা বোর্ড থেকে তুলে নিয়েছেন সেই ব্যক্তি। উত্তরার পর সিলেটের একটি কোম্পানিতে চাকরি নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়েছেন তিনি। ওই প্রতারকের ‘আয়নাবাজি’ হার মানিয়েছে সিনেমাকেও।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের চোখে ধুলো দেওয়া সেই প্রতারকের নাম মো. আতাউর রহমান। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনিই কামরুজ্জামান সেজে এতদিন চাকরি করেছেন একাধিক প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ২০১৬ সালে স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি ও জিডির কপি দেখিয়ে এসব সনদ তোলেন তিনি।

ভুক্তভোগী ড. কামরুজ্জামান শাকিল কালবেলাকে বলেন, মাস্টার্স শেষ করে আমি চীনে চলে যাই। কিন্তু ২০১৭ সালে ঢাকার উত্তরার বায়ার ক্রপ সায়েন্স নামে কোম্পানি থেকে আমাকে অব্যাহতি দিয়ে গ্রামের বাড়িতে চিঠি আসে। ঘটনা জানার পর বাবাকে থানায় জিডি করতে বলি। ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি শেষে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে যাই আমার মূল সনদপত্র তোলার জন্য। সেখানে গিয়ে জানতে পারি, ২০১৬ সালে একজন আমার নাম করে সেগুলো তুলে নিয়ে গেছেন। আমার সনদপত্র ব্যবহার করে ওই লোক একাধিক কোম্পানিতে চাকরি করেছেন।

ড. কামরুজ্জামান জানান, প্রতারক আতাউরের নামে অর্থ আত্মসাতের মামলা করেছে উত্তরা এবং হবিগঞ্জের দুই প্রতিষ্ঠান। মামলায় কামরুজ্জামানের নাম-ঠিকানা ব্যবহার করায় পুলিশ বারবার তদন্তে গেছে তার বাড়িতে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তার শিক্ষক বাবাসহ পুরো পরিবারকে।

ভুক্তভোগীর বাবা মো. আছাদুজ্জামান জানান, কামরুজ্জামানের সার্টিফিকেট ফিরে পেতে তারা আদালতে মামলা করেছেন। এখন তার সাক্ষ্য গ্রহণ চলছে। তিনি বলেন, প্রতারকের কারণে আমার পরিবার অনেক ক্ষতির মুখে পড়েছে। তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রতারক আতাউর হবিগঞ্জের এক মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। হবিগঞ্জের আইনজীবী মো. মুন্না তালুকদার কালবেলাকে বলেন, আতাউর অন্য একজনের সার্টিফিকেট ব্যবহার করে সুপ্রিম সিড কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। সেখানে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চোখে ধুলো দিয়ে সার্টিফিকেট তুলে নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি আগে জানতাম না। ঘটনাটি অনেক আগের। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান উপাচার্য।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া একজন ছাত্রের সনদপত্র কেউ প্রতারণা করে তুলে নিয়ে যাওয়া দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর দায় এড়াতে পারে না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, মূল সনদপত্র তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিছু প্রক্রিয়া রয়েছে। সেসবের মধ্যে নিশ্চয়ই কোথাও ঘাটতি ছিল, যার ফলে প্রতারক এমন ঘটনা ঘটাতে পেরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতার পদত্যাগ

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

কটাক্ষের শিকার আলিয়া

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

ওজন কমাতে চা

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

১০

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

১১

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১২

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

১৩

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

১৪

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৬

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

১৭

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

১৯

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

২০
X