জনি রায়হান
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

আতাউরের আয়নাবাজি

অন্যের শিক্ষা সনদ নিয়ে প্রতারণা
আতাউরের আয়নাবাজি

কামরুজ্জামান শাকিল ২০০৬ সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করে উচ্চতর ডিগ্রি অর্জনে ২০১৪ সালে চলে যান চীনে। পিএইচডি শেষে সেখানকার একটি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করছেন। বিদেশে থাকাকালীন ২০১৭ সালে হঠাৎ তার গ্রামের বাড়িতে আসে ‘আজব’ এক চিঠি। তাতে জানানো হয়, ঢাকার একটি কোম্পানি তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। চিঠি পেয়ে অবাক হয় শাকিলের পরিবার। চীনে থাকা শাকিল কীভাবে বাংলাদেশে চাকরি করেছেন। চিঠির খবর পেয়ে দেশে ফিরে থানায় অভিযোগ করেন শাকিল। এরপর রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ।

তদন্ত করতে গিয়ে তারাও অবাক বনে যায়। জানা যায়, শাকিল চীনে অবস্থানকালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তার অনার্স-মাস্টার্সের সার্টিফিকেট তুলে নিয়ে গেছেন অন্য কেউ। সেগুলো দেখিয়ে চাকরিও করেছেন ঢাকার উত্তরার একটি প্রতিষ্ঠানে। শাকিলের এসএসসি ও এইচএসসির সনদেরও কপি শিক্ষা বোর্ড থেকে তুলে নিয়েছেন সেই ব্যক্তি। উত্তরার পর সিলেটের একটি কোম্পানিতে চাকরি নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে পালিয়েছেন তিনি। ওই প্রতারকের ‘আয়নাবাজি’ হার মানিয়েছে সিনেমাকেও।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের চোখে ধুলো দেওয়া সেই প্রতারকের নাম মো. আতাউর রহমান। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনিই কামরুজ্জামান সেজে এতদিন চাকরি করেছেন একাধিক প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। ২০১৬ সালে স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি ও জিডির কপি দেখিয়ে এসব সনদ তোলেন তিনি।

ভুক্তভোগী ড. কামরুজ্জামান শাকিল কালবেলাকে বলেন, মাস্টার্স শেষ করে আমি চীনে চলে যাই। কিন্তু ২০১৭ সালে ঢাকার উত্তরার বায়ার ক্রপ সায়েন্স নামে কোম্পানি থেকে আমাকে অব্যাহতি দিয়ে গ্রামের বাড়িতে চিঠি আসে। ঘটনা জানার পর বাবাকে থানায় জিডি করতে বলি। ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি শেষে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে যাই আমার মূল সনদপত্র তোলার জন্য। সেখানে গিয়ে জানতে পারি, ২০১৬ সালে একজন আমার নাম করে সেগুলো তুলে নিয়ে গেছেন। আমার সনদপত্র ব্যবহার করে ওই লোক একাধিক কোম্পানিতে চাকরি করেছেন।

ড. কামরুজ্জামান জানান, প্রতারক আতাউরের নামে অর্থ আত্মসাতের মামলা করেছে উত্তরা এবং হবিগঞ্জের দুই প্রতিষ্ঠান। মামলায় কামরুজ্জামানের নাম-ঠিকানা ব্যবহার করায় পুলিশ বারবার তদন্তে গেছে তার বাড়িতে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তার শিক্ষক বাবাসহ পুরো পরিবারকে।

ভুক্তভোগীর বাবা মো. আছাদুজ্জামান জানান, কামরুজ্জামানের সার্টিফিকেট ফিরে পেতে তারা আদালতে মামলা করেছেন। এখন তার সাক্ষ্য গ্রহণ চলছে। তিনি বলেন, প্রতারকের কারণে আমার পরিবার অনেক ক্ষতির মুখে পড়েছে। তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রতারক আতাউর হবিগঞ্জের এক মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। হবিগঞ্জের আইনজীবী মো. মুন্না তালুকদার কালবেলাকে বলেন, আতাউর অন্য একজনের সার্টিফিকেট ব্যবহার করে সুপ্রিম সিড কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। সেখানে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চোখে ধুলো দিয়ে সার্টিফিকেট তুলে নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি আগে জানতাম না। ঘটনাটি অনেক আগের। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান উপাচার্য।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া একজন ছাত্রের সনদপত্র কেউ প্রতারণা করে তুলে নিয়ে যাওয়া দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর দায় এড়াতে পারে না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, মূল সনদপত্র তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিছু প্রক্রিয়া রয়েছে। সেসবের মধ্যে নিশ্চয়ই কোথাও ঘাটতি ছিল, যার ফলে প্রতারক এমন ঘটনা ঘটাতে পেরেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

১১

যেসব আসন পেয়েছে এনসিপি 

১২

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১৩

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১৪

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৫

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৬

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৭

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৮

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৯

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

২০
X