মাসুদ রানা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

বকুলের জামিন আদেশ ৫ বছরেও পৌঁছায়নি

হতাশ পরিবার
বকুলের জামিন আদেশ ৫ বছরেও পৌঁছায়নি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি বকুল মিয়া। ২০১২ সালের ১০ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মহানগর দায়রা জজ আদালতে একাধিকবার তার জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর হয়। ২০১৬ সালের ২৯ আগস্ট হাইকোর্ট থেকে তিনি জামিন পান। রাষ্ট্রপক্ষ এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ২০১৮ সালের ৬ আগস্ট আবেদন খারিজ করে আসামি বকুলের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। এর সাড়ে পাঁচ বছর পার হলেও হাইকোর্ট থেকে বিচারিক আদালতে সেই আদেশ এসে পৌঁছায়নি। তবে বাসার দারোয়ান পলাশ ও সাগরের বন্ধু তানভীর হাইকোর্ট থেকে জামিনে কারামুক্ত হয়েছেন। আসামি বকুলসহ ছয় আসামি কারাগারে রয়েছেন।

বকুলের আইনজীবী আব্বাস উদ্দিন মাতুব্বর কালবেলাকে বলেন, ২০১৬ সালে হাইকোর্ট থেকে আসামি বকুল জামিন পান। ২০১৮ সালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। তবে হাইকোর্ট থেকে জামিনের অর্ডার এখন পর্যন্ত বিচারিক আদালতে পাঠানো হয়নি। যে কারণে তার জামিননামা জমা দিতে পারেনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর ও রুনির লাশ পাওয়া যায়। সাগর তখন মাছরাঙা টিভিতে সাগর আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। এ মামলায় আট আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ডিএনএ পরীক্ষায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। ২০১২ সালের ১০ অক্টোবর বনানী থানার একটি হত্যা ও ডাকাতি মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি মিন্টু ওরফে বারগিরা মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুণ, রফিকুল ইসলাম এবং আবু সাঈদকে গ্রেপ্তার দেখিয়ে এ মামলায় পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়। ওইদিনই গ্রেপ্তার আসামি রুনির কথিত বন্ধু তানভীর রহমান ও বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পালের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি অপর দারোয়ান আসামি এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। আট দিনের রিমান্ড শেষে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে এনাম কারাগারে রয়েছেন। ২০১৪ সালের ২ ডিসেম্বর বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তানভীর রহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ এ জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। ওই বছরের ৭ ডিসেম্বর তার জামিন বহাল রাখেন চেম্বার বিচারপতি। এ ছাড়া ২০১৫ সালের ২৭ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আসামি নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। ওই বছরের ৮ ফেব্রুয়ারি পলাশের জামিন স্থগিত করেন চেম্বার বিচারপতি। পরে তিনি জামিনে কারামুক্ত হন।

তবে ছেলে বকুলের কারামুক্তি না হওয়ায় হতাশ তার মা সুফিয়া খাতুন। তিনি কালবেলাকে বলেন, ১২ বছর ধরে আমার একমাত্র ছেলে জেলে রয়েছে। ছেলের কামাই খেতে পারলাম না। আমাকে সহযোগিতা করার মতো কেউ নাই। কোনো কর্ম নেই, টাকা পয়সা নেই। আইনজীবীকেও খরচ দিতে পারি না। আমার একটাই চাওয়া আমার ছেলের জামিন দিক, না হয় বিচার হোক।

আদালতের শেরেবাংলা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, আসামি বকুলের জামিনের বিষয়ে হাইকোর্টের কোনো আদেশ আমরা পাইনি। জামিনের আদেশ পেলে আমরা জামিননামা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

১০

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

১১

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

১২

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

১৩

লক্ষ্মীপুরে বাসে আগুন

১৪

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

১৫

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

১৯

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

২০
X