রাজকুমার নন্দী
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের সাড়ে ৫ হাজার কমিটি মেয়াদোত্তীর্ণ

বিএনপির অঙ্গ সংগঠনের হালচাল
স্বেচ্ছাসেবক দলের সাড়ে ৫ হাজার কমিটি মেয়াদোত্তীর্ণ

রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন সংগঠনের একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সরকারবিরোধী বিগত আন্দোলনে ঢাকাসহ সারা দেশে নেতাকর্মীরা সামর্থ্যের সবটুকু দিয়ে মাঠে ছিল বলে দাবি এই সংগঠনের নেতাদের। তবে সাংগঠনিকভাবে অনেকটাই এলোমেলো স্বেচ্ছাসেবক দল। সারা দেশে সাংগঠনিক জেলা, উপজেলা, থানা ও পৌর ইউনিট এবং ইউনিয়ন ও ওয়ার্ড মিলিয়ে সাড়ে ৫ হাজারের বেশি ইউনিট থাকলেও কোনোটির কমিটিই হালনাগাদ নয়। অনেক আগেই এসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। তা সত্ত্বেও সংগঠন গোছানোর চেয়ে এ মুহূর্তে আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো এবং কারাবন্দিদের মুক্তির জন্য আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। এই প্রক্রিয়া শেষে তৃণমূলে ফের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে বলে নেতারা জানান।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের ছয়জন নেতাকর্মী নিহত হয়েছেন। সহস্রাধিক পদধারী নেতা গ্রেপ্তার হয়েছেন। অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা ও গ্রেপ্তার উপেক্ষা করে যতটুকু আন্দোলন হয়েছে সেখানে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা ছিল অগ্রগণ্য। তবে সরকারের পতন না হওয়ায় এক বছরের বেশি সময় ধরে চলা বিএনপির একদফার আন্দোলনে চূড়ান্ত সফলতা আসেনি। বিএনপির বর্জন ও আন্দোলনের মধ্যেই গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ফলে নির্বাচনের পর পরই বিগত আন্দোলনের সফলতা-ব্যর্থতা বিশেষ করে আন্দোলনে অঙ্গসংগঠনগুলো কেমন দায়িত্ব পালন করেছে, সেসবের মূল্যায়ন শুরু করেন বিএনপির হাইকমান্ড, যা এখনো চলমান। এর ভিত্তিতে রমজানের পর অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে বলে বিএনপিতে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে দেড় বছরের অধিক সময় মেয়াদ থাকলেও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বে সংগঠনটি সাজানো হতে পারে বলে এরই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি, রাজীব আহসানকে সাধারণ সম্পাদক, ইয়াছিন আলীকে সিনিয়র সহসভাপতি, সাইফুল ইসলাম ফিরোজকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ছয় মাস পর ২০২৩ সালের ২০ এপ্রিল ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ২১৩ জনের নাম ঘোষণা করা হয়। অবশ্য আংশিক কমিটি ঘোষণার পরই সংগঠনকে গতিশীল করতে জেলা কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবক দল। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগরে কর্মিসভার মধ্য দিয়ে এই সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। একদফার আন্দোলন শুরুর আগ পর্যন্ত ৬৬টি সাংগঠনিক জেলায় কর্মিসভা সম্পন্ন করে। তবে বাকি ১৫টি জেলায় পরে আর কর্মিসভা হয়নি।

সংগঠন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে স্বেচ্ছাসেবক দলের ৮১টি সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে কর্মিসভা শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ৪৩টি জেলায় আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। তিন মাসের মধ্যে এসব আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও পরে তা আর হয়নি। ২০২৩ সালের জুনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে দেশব্যাপী ‘বিএনপির তারুণ্যের সমাবেশ’ শুরু হলে কমিটি পুনর্গঠনের এই প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে যায়। ফলে বাকি ২৩টি জেলায় কর্মিসভা সম্পন্ন হলেও সেগুলোতে আর নতুন কমিটি হয়নি। এ ছাড়া মেয়াদোত্তীর্ণসহ নানা কারণে ঝালকাঠি, বরগুনা, গাইবান্ধাসহ চারটি জেলা কমিটি বিলুপ্ত করা হয়।

জানা যায়, উপজেলা, থানা ও পৌর মিলিয়ে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের ৯৪৯টি ইউনিট কমিটি রয়েছে। এগুলোর মধ্যে সংগঠনের বিগত কমিটির আমলে কর্মিসভা করে ৯২৭টিতে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। তবে এলাকাভিত্তিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক প্রভাবের কারণে বাকি ২২টি ইউনিটে পরে আর কমিটি হয়নি। এসব আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তবে কেবল বগুড়ার অল্প কিছু ইউনিটে সম্মেলনে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সারা দেশে ৪ হাজার ৫৫৪টি ইউনিয়ন ইউনিট রয়েছে। বিগত কেন্দ্রীয় কমিটির আমলে অল্প কিছু ইউনিয়নে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। সাংগঠনিক জেলা কমিটির মেয়াদ দুই বছর এবং সব ইউনিটের আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হওয়ায় সারা দেশে এখন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে বিএনপির অন্যতম এই অঙ্গসংগঠনটি।

জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান কালবেলাকে বলেন, ‘সরকার, সরকারি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার মধ্যেও জনগণের দাবি আদায়ে স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সামর্থ্যের সবটুকু দিয়ে আন্দোলন সফলের চেষ্টা করেছে। আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ ও ভূমিকাকে দল সাধুবাদ জানিয়েছে। এখন আমাদের প্রাথমিক লক্ষ্য, কারাবন্দি নেতাকর্মীদের মুক্ত করা।’

কেন্দ্রীয় কমিটি পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘কমিটি গঠন-পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এ ক্ষেত্রে দলের হাইকমান্ড চাইলে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। একটা পর্যায়ে কমিটি বিলুপ্ত হবে, নতুন নেতৃত্ব আসবে—এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে এমন কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। কারণ এখনো অনেকদিন কেন্দ্রীয় কমিটির মেয়াদ রয়েছে। তা ছাড়া বিগত আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকার জন্য বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানানো হয়েছে। তৃণমূল পুনর্গঠন প্রসঙ্গে রাজীব বলেন, ‘আন্দোলনের মধ্যেও প্রয়োজন সাপেক্ষে কয়েক জায়গায় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এখন যেহেতু নেতাকর্মীদের কারামুক্তির বিষয়টি নিয়ে সবাই ব্যস্ত, এই প্রক্রিয়াটি ত্বরান্বিত হলে হাইকমান্ডের সঙ্গে কথা বলে তৃণমূলে কমিটি গঠন ও পুনর্গঠনের স্বাভাবিক প্রক্রিয়া আবার শুরু করা হবে।’

স্বেচ্ছাসেবক দলের দাবি, একদফার বিগত আন্দোলনে তাদের নেতাকর্মীরা ঢাকাসহ সারা দেশে সামর্থ্য অনুযায়ী মাঠে ছিল। আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা পর্যালোচনা করলে দেখা যায়, ২১৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ১০০ জনের মতো নেতা রাজপথে সক্রিয় ছিলেন। তারা ঘুরেফিরে হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল করেছেন। এদের মধ্যে সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে ঢাকায় সবচেয়ে বেশি মিছিল হয়েছে। অন্যদিকে বিএনপির হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সক্রিয় ছিলেন নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে।

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের গুলিতে আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। এ ছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়। এসব কারণে হরতাল-অবরোধে তাকে রাজপথে দেখা যায়নি। তবে সাধারণ সম্পাদক রাজীব আহসান বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বেও ঢাকায় একাধিক মিছিল হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, রফিকুল ইসলাম, ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, ডা. জাহেদুল কবির জাহিদ, আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, এম জি মাসুম রাসেল, সরদার মো. নুরুজ্জামান, সালমা সুলতানা সোমা, যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, আব্দুর রহিম হাওলাদার সেতু, শহীদুল ইসলাম সোহেল, এস এম গালিব ইমতেয়াজ নাহিদ কাজী মোকতার হোসেন, নুরুল হুদা বাবু, জসিম উদ্দিন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, নাসিমা আক্তার শিমু, শাহিনুর বেগম সাগর, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকেও আন্দোলনে সক্রিয় দেখা গেছে। আন্দোলনে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করেন দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদকের পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

১০

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

১১

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

১২

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১৪

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

১৫

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১৬

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১৭

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১৮

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১৯

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

২০
X