জাফর ইকবাল
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

অতিঝুঁকিতে থাকলেও জানেন না ব্যবসায়ীরা

শ্যামলীর পিসি কালচার
অতিঝুঁকিতে থাকলেও জানেন না ব্যবসায়ীরা

রাজধানীর শ্যামলীর গোলচত্বরে পিসি কালচার মোবাইল মার্কেট। নামে মোবাইল মার্কেট হলেও এখানে রয়েছে রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ব্যাংক, বীমা কোম্পানি, এটিএম বুথ, পুলক্লাবসহ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দিনের সারাক্ষণই মার্কেট থাকে লোকারণ্য। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তালিকায় অতিঝুঁকিতে থাকা মার্কেটটিতে নেই ন্যূনতম অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। ৮ তলা এই ভবনে ওঠানামার জন্য রয়েছে একটি সিঁড়ি। সেটাও মার্কেটের ভেতর দিয়ে। এ ছাড়া রয়েছে ছোট আকৃতির একটি লিফট। কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার থাকলেও সেগুলোর ব্যবহারবিধি জানেন না কর্মচারীরা। রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল কোনোটিরই নেই ফায়ার সার্ভিসের অনুমোদন। গতকাল সোমবার দুপুরে সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, মার্কেটের একপাশে সাইদ ম্যানশন নামে একটি ভবন, অন্যপাশে বিটিআই ইম্পোরিয়াম ভবন। মার্কেটটির নিচে ঘিঞ্জি পরিবেশে ৩০টির মতো মোবাইলের দোকান। এ ছাড়া নিচতলায় কয়েকটি ফলের দোকান এবং একটি মিষ্টির দোকান রয়েছে। দ্বিতীয় তলায় সোয়াদিকা চায়নিজ রেস্টুরেন্ট। যেখানে ন্যূনতম কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই। রেস্টুরেন্টের একপাশে সরু গলিকে বানানো হয়েছে রান্নাঘর। ফায়ার সার্ভিসের অনুমোদন আছে দাবি করলেও তা দেখাতে পারেননি। রেস্টুরেন্টটিতে দুবার গিয়েও ম্যানেজারকে পাওয়া যায়নি।

পরে ম্যানেজারের দায়িত্বে থাকা মো. মনির কালবেলাকে বলেন, মার্কেটের অগ্নিঝুঁকির বিষয়ে তারা কিছু জানেন না। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থাও। তিনি দাবি করেন, তারা লাইনের গ্যাসের মাধ্যমে রান্না করেন। তবে রেস্টুরেন্টের সামনেই চার থেকে পাঁচটি গ্যাসের সিলিন্ডার ফেলে রাখতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাঝেমধ্যে পার্টি হলে সিলিন্ডারে রান্না করা হয়।

ভবনের চতুর্থ ও পঞ্চমতলায় রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জিমনেশিয়াম, পুলক্লাব, উত্তরা ব্যাংক পিএলসিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ম্যানেজারদের সঙ্গে কথা বললে তারা সবাই জানান, অগ্নিনিরাপত্তার বিষয়ে তাদের কোনো প্রস্তুতি নেই। অগ্নিঝুঁকির বিষয়েও তারা জানেন না। ভবনের ষষ্ঠ থেকে অষ্টমতলা পর্যন্ত রয়েছে শিপলা আবাসিক হোটেল। তিনটি ফ্লোরে এ হোটেলের ৭৪টি কক্ষ রয়েছে। কিন্তু নেই কোনো জরুরি বহির্গমন সিঁড়ি। ১৮ বছর ধরে হোটেল চললেও নেই কোনো ফায়ার লাইসেন্স। হোটেলের ছাদে একটি সংকীর্ণ কক্ষে করা হয় রান্নাবান্না।

জানতে চাইলে হোটেলের ম্যানেজার রুবেল হোসেন বলেন, আমি আট বছর ধরে এখানে চাকরি করছি। দীর্ঘ এ সময়ের মধ্যে শ্যামলীতে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা একবার এসেছিলেন দেখেছি। ফায়ার লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, আমাদের লাইসেন্স নেই, করতে দিয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, মার্কেটটি নির্মাণ করেছেন স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম। ভবনের ৬০ শতাংশ মালিকানা তারই মালিকানাধীন ডেভেলপার কোম্পানির। বাকি ৪০ শতাংশ মালিকানা রয়েছে পিসি কালচার হাউজিংয়ের। কথা বলতে মার্কেটের পঞ্চমতলায় অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরপর এক দোকানির থেকে নম্বর নিয়ে পিসি কালচার হাউজিংয়ে ফোন দেওয়া হলে মো. দেলোয়ার নামে এক ব্যক্তি ধরে নিজেকে হাউজিংয়ের অ্যাকাউন্স অফিসার পরিচয় দেন। তিনি বলেন, আমাদের ওখানে ৪০ শতাংশ মালিকানা। বাকি ৬০ শতাংশ মালিকানা কাউন্সিলর হাসেমের। ফায়ার সার্ভিস থেকে বাইরে দিয়ে একটি সিঁড়ি করার কথা বলেছিল। কিন্তু হাসেম সাহেব না করলে তো আমরা করতে পারি না। অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর আবুল হাসেমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, আমরা পরিদর্শন করে নোটিশ দিই। আমাদের নিজেদের ম্যাজিস্ট্রেট নেই। জেলা প্রশাসককে বলতে হয়। তারপর তারা ম্যাজিস্ট্রেট দিলে অভিযান চালানো হয়। ফায়ার সার্ভিসের মোবাইল কোর্ট খুবই কম হয়। আমাদের ল’এনফোর্সমেন্ট এবং রেগুলেশন করার ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, এর সঙ্গে সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজউক, তিতাস, পরিবেশ, বিস্ফোরক অধিদপ্তরসহ ১২ থেকে ১৩টি সংস্থা জড়িত। তাদের প্রত্যেকেরই দায় আছে। এতগুলো সংস্থা কাজ করার পরও কেন এত দুর্ঘটনা ঘটছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে সব সংস্থাকে নিয়ে একটা টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। টাস্কফোর্স হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির দুই হল সংসদের ফল পুনর্গণনার ঘোষণা

টিভিতে আজকের খেলা

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ঢাবির শোক দিবসে জগন্নাথ হল স্মৃতিসৌধে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

১০

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

১১

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

১২

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

১৩

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

১৪

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

১৫

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

১৬

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৭

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১৮

হাসপাতালে খালেদা জিয়া

১৯

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

২০
X