কালবেলা প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৪ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

গারাকাদ বন্দরের কাছে ছিনিয়ে নেওয়া জাহাজ

উৎকণ্ঠায় স্বজনরা
গারাকাদ বন্দরের কাছে ছিনিয়ে নেওয়া জাহাজ

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে হাইজ্যাক হওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার গারাকাদ বন্দরের কাছে নোঙর করেছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ওই জাহাজটির অবস্থান ছিল সোমালিয়ার উপকূল থেকে সাত নটিক্যাল মাইল (১ নটিক্যাল মাইল সমান ১ দশমিক ৮৫২ কিলোমিটার) দূরে। সেখানে জাহাজটি নোঙর করে রেখেছে দস্যুরা। লন্ডন ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) কাছ থেকে পাওয়া এসব তথ্য জানিয়েছে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। সমুদ্রগামী জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ‘শিপফিক্স’-এর ওয়েবসাইটে দেখা যায়, সোমালিয়ার উপকূলের কাছে অবস্থান করছে জাহাজটি।

জাহাজটি উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত সশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলের কাছে গিয়ে হাইজ্যাকে সরাসরি জড়িত দস্যুরা জাহাজ থেকে নেমে গেছে। এর পরই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জলদস্যুদের অন্য একটি দল সেটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিককে জিম্মি করে রাখে। এতদিন নাবিকদের জাহাজের একটি জায়গায় অস্ত্রের মুখে জিম্মি করে রাখলেও গতকাল তাদের নিজ নিজ কেবিনে যাওয়ার সুযোগ দিয়েছে।

মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, জাহাজটি স্থলভাগ থেকে সাত নটিক্যাল মাইল দূরে উপকূলে এনে আবার নোঙর করা হয়েছে। দস্যুরা এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করেনি।

এদিকে হাইজ্যাক হওয়া এমভি আব্দুল্লাহকে অনুসরণ করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্স। ইইউর এই ফোর্স এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ওই অঞ্চলে জলদস্যুদের দৌরাত্ম্য রুখতে ও চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তায় পরিচালিত ‘অপারেশন আটলান্টা’-এর অংশ হিসেবে এমভি আব্দুল্লাহকে অনুসরণ করতে ইইউর একটি জাহাজ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশি এবং সোমালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও পোস্টে জানানো হয়েছে।

ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্সের পোস্টে আরও বলা হয়, জলদস্যুরা এমভি আব্দুল্লাহর ২৩ নাবিককে জিম্মি করেছে, তবে তারা নিরাপদে আছেন। অভিযান এখনো চলছে। বর্তমানে জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবদুল্লাহকে অনুসরণ করা জাহাজের নাবিকদের সঙ্গে জলদস্যুদের গোলাগুলি হয়েছে। তবে তা জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ নিশ্চিত করেনি।

জাহাজ ও এর নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধারে করণীয় বিষয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ওই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো জলদস্যুরা তাদের দাবি-দাওয়া জানায়নি। তবে জিম্মি জাহাজ ও এর নাবিকদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সে সময় সোমালিয়া উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল জাহাজটি। জাহাজটিতে ২৩ জন নাবিক ও ক্রু রয়েছেন, তারা সবাই বাংলাদেশি।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটি জলদস্যুর কবলে পড়ে। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে জাহাজটি ভারত মহাসাগর থেকে সোমালিয়া নিয়ে যাওয়ার কাজ শুরু করে দস্যুরা। গতকাল ভোরে সেটিকে সোমালিয়ার গারাকাদ বন্দরের ২০ নটিক্যাল মাইলের কাছাকাছি নোঙর করা হয়। এরপর সরাসরি হাইজ্যাকে অংশ নেওয়া অস্ত্রধারী দস্যুরা অন্য দস্যুদের কাছে জাহাজ ও নাবিকদের বুঝিয়ে দিয়ে চলে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, জলদস্যুদের এটি প্রচলিত রীতি। যারা সরাসরি হাইজ্যাকে অংশ নেয়, তারা মূলত জাহাজ নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে অন্য গ্রুপের কাছে হস্তান্তর করে থাকে। এর পরই মূলত জিম্মিদের মুক্তি দিতে নানা দাবি-দাওয়া জানানো হয়। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেই দাবি আসেনি বলে জানিয়েছেন ওই জাহাজের মালিকপক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের কর্মকর্তারা। যদিও বুধবার রাত পর্যন্ত জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ করা গেছে।

এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কবির (কেএসআরএম) গ্রুপের মিডিয়া অফিসার মিজানুল ইসলামও জানিয়েছেন, গারাকাদ বন্দরের জাহাজটি নোঙর করার কথা তারা জেনেছেন। তিনি জানান, বুধবার রাত পর্যন্ত নাবিকদের সঙ্গে যা কথা হয়েছে, আমরা তাদের কাছ থেকে জেনেছি, তারা নিরাপদ আছেন, সুস্থ আছেন। তবে জলদস্যুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আমাদের এখনো স্থাপন হয়নি।

তিনি বলেন, ‘আমরা আশা করছি জলদস্যুরা যেহেতু সেফ জোনে পৌঁছে গেছে, অচিরেই তারা হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরাও বিভিন্ন থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি।’

জাহাজ মালিক পক্ষ প্রতিষ্ঠানের অন্য এক কর্মকর্তা জানান, জিম্মি নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্য কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। সরকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সেহরি ও ইফতারের খাবার পাচ্ছেন নাবিকেরা: গতকাল দুপুরে জাহাজ থেকে পরিবারের সঙ্গে হোয়াটঅ্যাপে যোগাযোগ করতে পেরেছিলেন জিম্মি নাবিক আসিফুর রহমান। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তিনি পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানিয়েছেন, জলদস্যুরা এখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেনি। তাদের সেহরি ও ইফতারের সময় খাবার দেওয়া হচ্ছে। তারা অক্ষত আছেন।

ভাইয়ের বার্তা পাওয়ার কথা জানিয়ে আসিফুরের বড় ভাই আতিকুর রহমান জানান, জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙরের পর সবাইকে সময়মতো খেতে দেওয়া হচ্ছে। বড় কোনো সমস্যা এখন পর্যন্ত তৈরি হয়নি।

মঙ্গলবার জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণে নিলে আসিফুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তাতে এক অস্ত্রধারী দস্যুকে দড়ি বেয়ে জাহাজে উঠতে দেখা যায়।

জিম্মি নাবিকদের কেবিনে পাঠিয়েছে দস্যুরা: গতকাল জাহাজটি সোমালিয়ার উপকূলে জলদস্যুদের নিয়ন্ত্রিত এলাকায় নেওয়ার পর জিম্মি নাবিকদের নিজ নিজ কেবিনে থাকার সুযোগ করে দিয়েছে দস্যুরা। সন্ধ্যা ৬টার দিকে জাহাজ থেকে মালিক পক্ষকে এ তথ্য জানিয়েছেন জাহাজের প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খান।

জাহাজের মালিক পক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, জিম্মি করার পর দস্যুরা একটি কেবিনে সব নাবিককে অবরুদ্ধ করে রেখেছিল। তবে বৃহস্পতিবার নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নেওয়ার পর নাবিকদের নিজ নিজ কেবিনে যাওয়ার সুযোগ করে দেয় দস্যুরা।

জাহাজের প্রধান কর্মকর্তার পাঠানো বার্তা উদ্ধৃত করে মিজানুল বলেন, জাহাজের সব নাবিক ভালো আছেন, সুস্থ আছেন। দস্যুরা কারও সঙ্গে দুর্ব্যবহার করেনি। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নেওয়ার পর এখন হয়তো আলোচনার পরিবেশ তৈরি হতে পারে।

দ্রুত সুসংবাদ দিতে চায় মন্ত্রণালয়: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ নিয়ে শিগগির সুসংবাদ দেওয়ার আশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব (মেরিটাইম) মো. খুরশেদ আলম সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ২৩ জন নাবিক এবং জাহাজের মালপত্রসহ দেশে ফেরত আনা। সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না। আমরা হয়তো তাড়াতাড়ি একটা সুসংবাদ দিতে পারব।’

তিনি সংবাদ প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সব মহলে যোগাযোগ করছি। আমরা চেষ্টায় আছি। আমরা এখনো জানি না তাদের (দস্যুদের) কী দাবি-দাওয়া।’

তিনি বলেন, জাহাজটি কিন্তু হাইরিস্ক এরিয়ার (উচ্চ ঝুঁকিপূর্ণ সীমানা) ভেতর দিয়ে যায়নি। তার পরও দস্যুরা অপেক্ষায় ছিল কোনো জাহাজ পায় কি না।

খুরশেদ আলম বলেন, গতকাল বৃহস্পতিবার ভোর নাগাদ সোমালিয়ার কাছাকাছি তারা জাহাজটি নোঙর করে। আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তারাও যোগাযোগ করেনি।

সচিব বলেন, এ বিষয়ে আমাদের আগের অভিজ্ঞতা আছে। জাহানমণি নামের একটি জাহাজ ২০১০ সালে এমন ঘটনার মুখে পড়েছিল। ১০০ দিনের মাথায় জাহাজটি আমরা ফেরত আনতে পেরেছিলাম। এরপর আরেকটি ঘটনা ঘটেছিল মালয়েশিয়ান জাহাজ আলবেদোর। সেখানে আমাদের সাতজন বাংলাদেশি নাবিক ছিল। আলবেদো জাহাজটিও তারা ধরে নিয়ে গিয়েছিল। পরে মালয়েশিয়ান মালিক পক্ষ বলল, ওই জাহাজের কোনো দায়-দায়িত্ব তাদের নেই। তখন জাহাজটি সেখানে আটকে থাকে, আমরা এখান থেকে কাজ করি। প্রায় আড়াই বছর পর জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় কিছু লোক মারাও যায়। তবে আমাদের লোকগুলো মারা যায়নি। আমাদের লোকগুলোকে তারা সরিয়ে রাখে। প্রায় তিন বছর চার মাস পর আমরা নেগোসিয়েশন করে কেনিয়ান আর্ম ফোর্সেস দিয়ে উদ্ধার করে তাদের দেশে ফেরত এনেছি। এ ক্ষেত্রে সে ধরনের প্রচেষ্টা এরই মধ্যে শুরু হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাহাজ ছিনতাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা বোকার স্বর্গে বাস করে’

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

এশিয়া কাপের আগে ভারত শিবিরে আরও দুঃসংবাদ

সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির পাইন্না সাপ

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান

আকিজ বশির গ্রুপে চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

১০

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

১১

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম : বায়তুল মোকাররমের খতিব

১২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

১৩

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

১৪

লটারির টিকিট কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

১৫

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

১৬

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

১৭

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড, কারণ কী?

১৮

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

১৯

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

২০
X