আলী ইব্রাহিম
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

বাজেটে ভ্যাট অব্যাহতি সুবিধা বন্ধ হচ্ছে

বাজেটে ভ্যাট অব্যাহতি সুবিধা বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছর থেকে অভিন্ন ভ্যাট হারের দিকে যাচ্ছে। আগামী বাজেটে প্রাথমিকভাবে ১২ ধরনের পণ্যে ১৫ শতাংশ হারে ভ্যাট বসানো হচ্ছে। এ ছাড়া আগামী অর্থবছর থেকে ভ্যাট অব্যাহতি সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে আয়কর, শুল্ক খাতসহ রাজস্ব অব্যাহতি সুবিধা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। বাজেটে এমপিদের গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আর এসব সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সায়ও মিলেছে। এ ছাড়া কর জিডিপি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২২ সালে আয়কর, ভ্যাট ও শুল্ক মিলে প্রায় ৩ লাখ ১৮ হাজার কোটি টাকার অব্যাহতি সুবিধা দেওয়া হয়। আইএমএফের অন্যতম শর্ত ছিল রাজস্ব আহরণ বাড়াতে অব্যাহতি তুলে দিতে হবে। তাই ২০২৪-২৫ অর্থবছরে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে যাচ্ছে এনবিআর। রাজস্ব আহরণ বাড়াতে নতুন করে ভ্যাট অব্যাহতি সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। এ ছাড়া অভিন্ন ভ্যাট হার নিয়ে এনবিআরের প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় বাজারে যাতে কোনো পণ্যের দাম না বাড়ে এনবিআরের কর্মকর্তাদের সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া পুঁজিবাজারের ক্যাপিটাল গেইনের ওপর করারোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে এনবিআর চেয়ারম্যান আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের বাজেট বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন এনবিআরের তিন অনুবিভাগের নীতি শাখার সদস্য, প্রথম সচিব, দ্বিতীয় সচিব ও বাজেট সমন্বয়কারী দল।

জানা গেছে, আগামী অর্থবছর থেকে এমপিরা গাড়ি আমদানি করলে ২৫ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হবে। এর পাশাপাশি এমপিদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এতদিন হাইটেক পার্কের জন্য আমদানি করা গাড়ি শুল্কমুক্ত সুবিধা পেয়ে এসেছে। এবার সেখানেও শুল্ক আরোপ করা হবে। হাইটেক পার্কের শুল্ক হার নির্ধারণ করা না হলেও তা এমপিদের ওপর আরোপিত শুল্কহারের চেয়ে বেশি হবে। তবে নির্মাণ সামগ্রীর জন্য শুল্ক আরোপ না করতে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বেজা-বেপজার শুল্কমুক্ত সুবিধা কিছুটা তুলে নেওয়ার এবং কৃষি উপকরণ ও সার আমদানিতে শুল্ক না বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানতে চাইলে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, আগামী অর্থবছর থেকে নতুন করে আর ভ্যাট অব্যাহতি দেওয়া হবে না। এ ছাড়া বর্তমানে যেসব খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া আছে, তা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। এ ছাড়া মোবাইল ফোনের ওপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে ইতিবাচক সায় দিয়েছেন প্রধানমন্ত্রী।

বর্তমানে একজন ভোক্তা মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ৮৩ টাকার কথা বলতে পারেন। বাকি ২৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসাবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। মোবাইল সেবার ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তারা ৭৮ টাকার কথা বলতে পারবেন।

জানতে চাইলে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, আগামী বাজেটে ভ্যাট অব্যাহতি সুবিধা বন্ধের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ভ্যাটের অভিন্ন হার বাস্তবায়নের সিদ্ধান্ত খুবই ইতিবাচক। এমপিদের গাড়ি আমদানিতে শুল্কারোপের সিদ্ধান্তটিও ইতিবাচক। তবে বাজেটে কতটা বাস্তবায়ন করা যায়, সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, আগামী বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

অ্যাশেজ বিপর্যয়ের পর আত্মসমালোচনায় ইংল্যান্ড বোর্ড

অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

স্ত্রীর সঙ্গে শেষ কী কথা বলেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহিন আফ্রিদির কঠোর বার্তা

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

১০

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

১১

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১২

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

১৩

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

১৪

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

১৫

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

১৬

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

১৭

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

১৮

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

১৯

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

২০
X