জাফর ইকবাল
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

চীনা পণ্যে ব্যবহার হচ্ছে ইউরোপের নকল স্টিকার

চীনা পণ্যে ব্যবহার হচ্ছে ইউরোপের নকল স্টিকার

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ করে বাংলাদেশ সায়েন্স হাউস। চিকিৎসা সরঞ্জাম এবং জীবন রক্ষাকারী ওষুধও আছে এ তালিকায়। গুরুত্বপূর্ণ এসব পণ্য সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নিচ্ছে এ প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক কেনাকাটায় বাংলাদেশ সায়েন্স হাউস নকল পণ্য সরবরাহ করেছে বলে প্রমাণ মিলেছে। দরপত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা জাপানে তৈরির শর্ত থাকলেও প্রতিষ্ঠানটি চীন থেকে পণ্য আমদানি করে ইউরোপের বিভিন্ন দেশের স্টিকার লাগিয়ে সরবরাহ করেছে। জালিয়াতির প্রমাণ মেলায় শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে ২০২১ সালে এ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। তবে সেই তথ্য আড়াল করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যন্ত্রপাতি সরবরাহের কাজ পেয়েছে বাংলাদেশ সায়েন্স হাউস। সেখানেই শেষ নয়, বিতর্কিত প্রতিষ্ঠানটি নতুন করে আরও ৭৯ কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার আয়োজন প্রায় চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় আইসিটি ট্রেডের বিভিন্ন পণ্য সরবরাহের কাজ পেয়েছিল বাংলাদেশ সায়েন্স হাউস। তবে দরপত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটি অপ্রচলিত ও লাইসেন্সবিহীন অপারেটিং সিস্টেম সফটওয়্যার সরবরাহ করে। এ ক্ষেত্রে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮০ কোটি টাকা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ায় প্রকল্পের প্রোগ্রাম পরিচালক ও যুগ্ম প্রোগ্রাম পরিচালকের (অ.দা.) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়।

এ ছাড়া ২০২১ সালের ৯ নভেম্বর বাংলাদেশ সায়েন্স হাউসকে কালো তালিকাভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনের আওতাধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালককে চিঠি দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তরিকুল ইসলাম।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) (লোন নং: এল-৩৩২০-ব্যান) প্যাকেজ নং জিডি-৫৯এ-এর অন্তর্ভুক্ত লট-১ পিভিআইপি ইক্যুইপমেন্ট ফর আইসিটি ট্রেডের দ্রব্যাদি সরবরাহের জন্য ফ্লোরা টেলিকম লিমিটেড ও বাংলাদেশ সায়েন্স হাউসকে (জেভি) কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু স্পেসিফিকেশন অনুযায়ী মালপত্র সরবরাহ না করে অপ্রচলিত ও লাইসেন্সবিহীন অপারেটিং সিস্টেম সফটওয়্যার সরবরাহ করার কারণে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তাদের এ ধরনের কার্যকলাপে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। এমতাবস্থায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ফ্লোরা টেলিকম লিমিটেড ও বাংলাদেশ সায়েন্স হাউসকে (জেভি) সরকারি বা সরকারি অর্থায়নে বাস্তবায়নযোগ্য কোনো প্রকল্পের বা প্রতিষ্ঠানের কার্যে সার্ভিস প্রদানের অযোগ্য ঘোষণা করে কালো তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সিপিটিইউ বাংলাদেশ সায়েন্স হাউসকে কালো তালিকাভুক্ত করে। তবে সেটি মাত্র কয়েক ঘণ্টা ওয়েবসাইটে ছিল। এরপর মন্ত্রণালয়ের নথিতে কালো তালিকাভুক্ত থাকলেও অদৃশ্য কারণে তা ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।

নথিপত্র বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাজে অনিয়ম করে কালো তালিকাভুক্ত হওয়ার পরও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আরও একটি কার্যাদেশ পায় বাংলাদেশ সায়েন্স হাউস। এ ক্ষেত্রে এ প্রতিষ্ঠানকে কাজ দিতে দরপত্রে সুবিধাজনক শর্ত জুড়ে দেওয়া হয়। ফলে প্রতিযোগিতামূলক টেন্ডার সংকুচিত হয় আর কার্যাদেশ পায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পছন্দের সায়েন্স হাউস। এ প্রকল্পেও ব্যাপক অনিয়ম করে প্রতিষ্ঠানটি। চায়না পণ্যে ইউরোপের বিভিন্ন দেশের জাল স্টিকার লাগিয়ে সরবরাহ করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তদন্তেও এর প্রমাণ মেলে।

জানা যায়, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক ৭৩ কোটি ২৬ লাখ টাকার একটি প্রকল্প নেয় প্রাণিসম্পদ অধিদপ্তর। ওই প্রকল্পের আওতায় ভেটেরিনারি পাবলিক হেলথ অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির যন্ত্রাংশ সরবরাহের দায়িত্ব পায় বাংলাদেশ সায়েন্স হাউস। তবে দরপত্র অনুযায়ী সঠিক মালপত্র সরবরাহ করেনি প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীকে। তদন্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পণ্য সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে।

ওই তদন্ত প্রতিবেদনের একটি কপি কালবেলার হাতে এসেছে। এতে তদন্ত কমিটি উল্লেখ করেছে, টেন্ডার ওপেনিং রিপোর্ট ও টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট পর্যালোচনায় টেন্ডার ডকুমেন্টে বিশেষ শর্ত ‘ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটে আবশ্যিকভাবে বার্ষিক টার্নওভারের পরিমাণ উল্লেখ করার শর্তারোপ করায় প্রতিযোগিতামূলক টেন্ডারের সুযোগ সংকুচিত হয়ে যায়। ফলে বাংলাদেশ সায়েন্স হাউস প্রতিষ্ঠানটি ওই বিশেষ শর্ত পূরণ করার কারণে বারবার কার্যাদেশ পায়। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ল্যাবরেটরি পরিদর্শনকালে তদন্ত কমিটি ‘কান্ট্রি অব অরিজিন’ এ জাল স্টিকার বসানোর সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। এতে চীন থেকে নিয়ে আসা পণ্যে ইউরোপের বিভিন্ন দেশের স্টিকার লাগানো হয়েছে।

সেখানেই শেষ নয়, এর পরও বাংলাদেশ সায়েন্স হাউসকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (প্রথম সংশোধিত)’ শীর্ষক জিডি-৯৭ প্যাকেজের আওতায় ৭৯ কোটি টাকার আরও একটি কার্যাদেশ দেওয়ার আয়োজন প্রায় চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, কাজটি নিশ্চিত করতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাড়ে ৪ কোটি টাকায় সমঝোতা করেছে বাংলাদেশ সায়েন্স হাউস। এরই মধ্যে ওই কর্মকর্তাদের দেড় কোটি টাকা পরিশোধও করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তি হয়েছে মোট টাকার ৫ শতাংশ দেওয়ার। সে অনুযায়ী ৭৯ কোটি টাকার কাজে ওই কর্মকর্তাদের দিতে হবে প্রায় ৪ কোটি টাকা।

জানা গেছে, সমঝোতার বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন পর্যায়ে সমালোচনা শুরু হয়। এরপর বাংলাদেশ সায়েন্স হাউস কালো তালিকাভুক্ত কি না এবং এ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যাবে কি না—তা জানতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির মহাপরিচালককে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরিদা ইয়াছমিনের স্বাক্ষরে গত ১০ জুন চিঠিটি পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দরপত্র অনুযায়ী মানসম্পন্ন পণ্য সরবরাহ করা হলে তাতে ব্যয় হবে ৬৬ কোটি টাকা। সেখানে ৭৯ কোটি টাকায় সর্বনিম্ন দরদাতা হয়েছে সায়েন্স হাউস। এজন্য ঘুষ হিসেবে দিতে হয়েছে ৪ কোটি টাকা। আবার কাজ পাওয়ার পর সংশ্লিষ্টদের দিতে হবে আরও ৫ শতাংশ। ফলে বাকি টাকায় কোনোভাবেই সঠিক মানের পণ্য সরবরাহ করতে পারবে না সায়েন্স হাউস। লোকসান দিয়ে তো আর কেউ ব্যবসা করবেন না।

এসব অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ সায়েন্স হাউসের চেয়ারম্যান আব্দুল আউয়ালের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। ফোন ধরার পর সাংবাদিক পরিচয় দেওয়া হলে তিনি নিজেকে সায়েন্স হাউসের একজন কর্মী বলে দাবি করে ফোন কেটে দেন। এরপর বারবার ফোন করেও আর কথা বলা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহিম কালবেলাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মন্ত্রণালয় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) চিঠি লিখেছে। সিপিটিইউ থেকে রেসপন্স পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগেও এই প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের কাজে জালিয়াতি করার পরও কীভাবে নির্বাচিত হলো—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর কালবেলাকে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছিল, তারা কালো তালিকাভুক্ত। আমরা মন্ত্রণালয় থেকে এলডিডিপিকে বলে দিয়েছি বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ২

খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান

ট্রাম্পের প্রস্তাব নিয়ে মাহাথিরের কড়া সমালোচনা

নিষেধাজ্ঞার খবরে ইলিশের দাম আকাশচুম্বী 

মাঠে ঘাস কাটার সময় গৃহবধূকে কুপিয়ে হত্যা

৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

এখনো ধরাছোঁয়ার বাইরে গাজামুখী নৌযান ‘মারিনেট’ 

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১০

কানসাটে ‘ক্যান্সার সচেতনতা: স্বাস্থ্যই সম্পদ’ সেমিনার অনুষ্ঠিত

১১

এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

১২

নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান 

১৩

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

১৪

সহজ ম্যাচ ঘাম ঝড়িয়ে জিতল বাংলাদেশ

১৫

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা / শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৬

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

১৭

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

১৮

সুপারির বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

১৯

প্রতিমা বিসর্জনেও ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা

২০
X