কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সংস্কার-নির্বাচন-জরিপ

সংস্কার-নির্বাচন-জরিপ

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন, এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ (প্রায় ৬৭ শতাংশ) মত দেন, অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সব সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা। আর শুধু নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতার। পাশাপাশি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ভালো করছে। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে এক জরিপের ফলাফলে জানা যায় এসব তথ্য।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা—এসব বিষয়ে চলতি বছর ১৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।

অংশগ্রহণকারীদের ৬০ দশমিক ৪ শতাংশ শহর এবং ৬১ দশমিক ৪ শতাংশ গ্রামের বাসিন্দা আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। পুরুষদের ৫৭ দশমিক ৩ শতাংশ ও নারীদের ৬৫ শতাংশ এ মত দেন। তরুণদের মধ্যে (১৮ থেকে ৩৪ বছর বয়সী) ৬২ দশমিক ৪ শতাংশ আর ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ এক বছরের মধ্যে আগামী নির্বাচনের পক্ষে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার যেসব ক্ষেত্রে ভালো কাজ করছে বলে জরিপের উত্তরদাতারা মনে করছে, তার মধ্যে একটি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ।

কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। একশ দিনে সরকারের নানা কার্যক্রম, অগ্রগতি, সাফল্য, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ এবং সামনের সময়ের পরিকল্পনা, বিশেষ করে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে কথা বলেন তিনি। সে ভাষণেও প্রধান উপদেষ্টা সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের অবস্থানের কথা জানান। তিনি বলেন, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কারকাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। রাষ্ট্রব্যবস্থায় সংস্কার এ সরকারের অন্যতম অঙ্গীকার। এরও পরে নির্বাচন ও সংস্কার নিয়ে সম্প্রতি আলজাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন—জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও—তাহলে তাই করব।

সবারই জানা যে, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক শক্তির কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। তবে দেশের বিরাজমান বাস্তবতায় প্রয়োজনীয় সংস্কারও অত্যন্ত জরুরি। সব দিক বিবেচনায় বলা যায়, ভয়েস অব আমেরিকার জরিপও সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাষ্ট্রব্যবস্থায় দীর্ঘদিনের অচলায়তনের যেমন সংস্কার দরকার; একই সঙ্গে মানুষ যেন তার পছন্দের প্রতিনিধি বাছাইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—মানুষের এমন মনোভাবই প্রতিফলিত হয়েছে। আমাদেরও প্রত্যাশা, এ দুই কাজই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সরকার ও রাজনৈতিক দলগুলো সবাই দায়িত্বশীল, আন্তরিক ও সহযোগিতাপূর্ণ অবস্থান নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১০

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১১

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১২

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৩

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৪

বিজয় থালাপতি এখন বিপাকে

১৫

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৬

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৭

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৮

সুর নরম আইসিসির

১৯

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

২০
X