কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

শোক ও শ্রদ্ধা

শোক ও শ্রদ্ধা

কালের অমোঘ নিয়মে চলে গেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।

রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর বায়তুল আমান মসজিদে শুক্রবার বাদ এশা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় শরিক হন। গতকাল শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

হাসান আরিফের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসান আরিফের মৃত্যুতে সারা দেশের মানুষের মতো কালবেলা পরিবারও শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এই গুণীজনের মৃত্যুতে শোকবার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তিনি একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং তার আইনি সক্রিয়তা ও ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর এবং আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার কর্মজীবন শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে। সেখানে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন তিনি। এরপর ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। সত্তরের দশকেই তিনি এ এফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে ল ফার্ম প্রতিষ্ঠা করেন। হাসান আরিফ ২০০১-এর অক্টোবর থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। এরপর তিনি ২০০৮-এর জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিলের পাশাপাশি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের কোর্ট মেম্বার। হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণফোন বাংলাদেশ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা ছিলেন।

হাসান আরিফ সারা জীবন সততার সঙ্গে স্বীয় দায়িত্ব পালন করেছেন। তার এই সততা এবং কর্তব্যনিষ্ঠতার কারণেই তিনি এ দেশের মানুষের কাছে বেঁচে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়া সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল

টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ ও জীবনরক্ষাকারী : সিভিল সার্জন

স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস

সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা

যে সমীকরণ মিললে তিন ম্যাচ হেরেও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

১০

পাঁচ ইসলামী ব্যাংক এক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

১১

নারীদের বন্ধ্যত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

১২

পদ্মায় প্রকাশ্যে ইলিশ শিকার, মিলছে হোম ডেলিভারিতে

১৩

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে গবেষণায় মাভাবিপ্রবি ৭৪৬তম

১৪

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

১৫

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি, আবারও দেশসেরা

১৭

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

১৮

সফল হতে চান? রাতে এই সহজ ৫ কাজ করুন

১৯

টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুর

২০
X