

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহর ঘনিষ্ঠ সহযোগী মোঃ তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে (২৪ নভেম্বর) হামিরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বুলবুল সাবেক আলগি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি সাবেক সাংসদ যুবলীগ নেতা মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আবার কাজী জাফরউল্লাহর নিকট ফিরে এসে নৌকার পক্ষে কাজ করে।
তিনি সাবেক সংসদ উপনেতা আওয়ামী লীগের নেতা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর পিও ছিল এবং আওয়ামী লীগের সময় দাপুটে সাংবাদিক মাসুদা ভাট্টির ছোট ভাই।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশরাফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি তিনি। থানা ভাঙচুর এর প্রধান নেতৃত্বে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। তাকে হামিরদি এলাকা থেকে গ্রেপ্তার করে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গত ১৩ সেপ্টেম্বর ডাকা লকডাউনের সময় তার নেতৃত্বে উপজেলার সকল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় সেই মামলারও তিনি প্রধান আসামি।
মন্তব্য করুন