জাফরিন সুলতানা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

বইমেলা কি শুধু সেলফি তোলার জায়গা

বইমেলা কি শুধু সেলফি তোলার জায়গা

বইমেলা—শব্দটির সঙ্গে এক ধরনের আবেগ, ভালোবাসা ও সাংস্কৃতিক চেতনাবোধ জড়িয়ে আছে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর মমত্ববোধ থেকেই বাংলা একাডেমি ১৯৭২ সালে অমর একুশে বইমেলার যাত্রা শুরু করে। এরপর এটি শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং বাঙালির সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন ঘুরেফিরে আসছে—বইমেলা কি এখন শুধুই সেলফি তোলার জায়গায় পরিণত হয়েছে?

প্রযুক্তির এ যুগে মানুষ এখন স্মার্টফোনে অনেক বেশি সময় কাটায়। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ছবি আপলোড করা যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বইমেলাও এর ব্যতিক্রম নয়। মেলায় প্রবেশ করলেই দেখা যায়, অনেকেই বইয়ের স্টল ঘুরছেন, কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য বই কেনা নয়, বরং সুন্দর লোকেশনে দাঁড়িয়ে ছবি তোলা এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা।

বইমেলায় প্রবেশ করলেই বোঝা যায়, ভিড় আছে কিন্তু সবাই বইপ্রেমী নয়। অনেকেই এসেছেন শুধুই ঘুরতে, ছবি তুলতে এবং সময় কাটাতে। বিশেষ করে সন্ধ্যার দিকে মেলায় ভিড় অনেক বেড়ে যায়, তখন স্টলে প্রবেশ করা বা বই দেখা কঠিন হয়ে পড়ে। স্টলমালিকদের অভিযোগ, অনেক দর্শনার্থী শুধু ছবি তুলেই চলে যান, কিন্তু বই কেনেন না। এমনকি নতুন লেখকদের বই হাতে নিয়ে ছবি তুলে পরে সেটি না কিনে রেখে দেওয়া একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে। অবশ্যই বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়, এটি সাহিত্যপ্রেমীদের মিলনমেলা। কিন্তু যখন বইয়ের চেয়ে সেলফির গুরুত্ব বেশি হয়ে যায়, তখন বইমেলার মূল উদ্দেশ্য যেন কিছুটা ম্লান হয়। অনেক প্রকাশক মনে করেন, বইমেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বিক্রি আশানুরূপ নয়। একদিকে বইয়ের দাম বেড়েছে, অন্যদিকে পাঠকদের একটি বড় অংশ শুধু মেলায় ঘুরতে আসছেন, কিন্তু বই কিনছেন না। বই বিক্রেতারা অভিযোগ করেন, এখন বইমেলা যেন বই বিক্রির জায়গার চেয়ে বিনোদনের জায়গায় পরিণত হয়েছে। নতুন লেখকদের জন্য এটি আরও হতাশার। একজন নবীন লেখক যখন তার বইয়ের স্টলে দাঁড়িয়ে দেখেন, অনেকে শুধু বই হাতে নিয়ে ছবি তুলে রেখে দিচ্ছেন, তখন সেটি লেখকের জন্য বেদনাদায়ক হয়ে ওঠে। বই বিক্রি কম হওয়ায় অনেক প্রকাশক ক্ষতির মুখে পড়েন, যা ভবিষ্যতে বই প্রকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এটা বলার অপেক্ষা রাখে না যে, সেলফি তোলা একটি আধুনিক প্রবণতা, যা বর্তমান প্রজন্মের লাইফস্টাইলের অংশ। এটি পুরোপুরি নেতিবাচক কিছু নয়। অনেক ক্ষেত্রে এটি বইমেলার প্রচারের জন্য ভালো ভূমিকা রাখে। মানুষ যখন মেলায় গিয়ে ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তখন আরও অনেকেই বইমেলায় আসতে উৎসাহিত হন। বিশেষ করে তরুণ প্রজন্ম এতে আকৃষ্ট হয়। তবে সমস্যা হয় তখনই, যখন বইয়ের প্রতি মনোযোগ কমে গিয়ে শুধু বিনোদন ও সেলফির দিকটাই মুখ্য হয়ে ওঠে। যদি দর্শনার্থীরা শুধু ছবি তুলেই চলে যান, বই কেনার আগ্রহ না দেখান, তাহলে সেটি বইমেলার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে।

বইমেলার মূল আকর্ষণ হওয়া উচিত বই ও সাহিত্য। তাই বইমেলার কর্তৃপক্ষ এবং প্রকাশকদের কিছু কৌশল অবলম্বন করতে হবে যেন দর্শনার্থীদের বই কেনার প্রতি আগ্রহ বাড়ে। শুধু বই বিক্রির ওপর জোর না দিয়ে, সাহিত্যবিষয়ক আলোচনা, লেখক-পাঠক সংলাপ, কবিতা পাঠের আয়োজন বেশি করা উচিত। এতে দর্শনার্থীদের সাহিত্য বিষয়ে আগ্রহ বাড়বে। মেলায় যারা সত্যিই বই কেনার আগ্রহী, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে। এতে পাঠক বই কেনায় আরও আগ্রহী হবেন। সেলফি কালচারকে পুরোপুরি বাদ না দিয়ে, বরং সেটিকে বইমেলার প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন, ‘বই কিনে সেলফি দিন’ নামে ক্যাম্পেইন চালানো যেতে পারে, যেখানে দর্শনার্থীরা বই কেনার পর ছবি তুলে পোস্ট করলে পুরস্কার পেতে পারেন। যারা মেলা থেকে বই কিনছেন, তাদের জন্য ‘বিশেষ পাঠক সদস্যপদ’ দেওয়া যেতে পারে, যা ভবিষ্যতে আরও ছাড় ও সুযোগ দেবে। এতে পাঠকদের বই কেনার প্রতি আগ্রহ বাড়বে।

বইমেলা শুধু ঘোরাঘুরি, আড্ডা বা সেলফির জন্য নয়, এটি বই ও জ্ঞানের মেলা। বিনোদন থাকা দরকার, কিন্তু বইয়ের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ থাকা আরও জরুরি। আমাদের সবার উচিত, বইমেলায় গিয়ে শুধু ছবি তোলার চেয়ে অন্তত কিছু বই কেনা, নতুন লেখকদের উৎসাহ দেওয়া এবং বই পড়ার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা। তাহলেই বইমেলা তার প্রকৃত উদ্দেশ্য সফলভাবে পূরণ করতে পারবে।

জাফরিন সুলতানা, শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বউকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরমব্রত

দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো বৃহস্পতিবার

নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নির্বাচনী তথ্য ও অভিযোগ গ্রহণের দায়িত্বে ইসির ১০ কর্মকর্তা

শেখ হাসিনা ও তার বাবা এদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

মুস্তাফিজ কী ক্ষতিপূরণ পাবেন, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

হাড়কাঁপানো শীতে সুইমিংপুলে সাদিয়ার জলকেলি

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলে তালা

১০

জকসু নির্বাচন : দুপুর থেকে বেড়েছে ভোটার উপস্থিতি

১১

জকসু নির্বাচন / ভোটাররা ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না

১২

বিয়ের মঞ্চেই ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ 

১৩

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে স্বাগত জানাল আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

১৪

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

১৫

মাছ শূন্য হওয়ার শঙ্কায় বঙ্গোপসাগর, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন

১৬

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের ‎ ‎

১৭

নির্বাচনে লড়বেন যে ৩১ ঋণখেলাপি

১৮

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা

১৯

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দেওয়ার অভিযোগ ‎ ‎

২০
X