কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

ছোট হচ্ছে খাদ্যতালিকা

ছোট হচ্ছে খাদ্যতালিকা

কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। বাজারের উত্তাপে এমনিতেই নাকাল দেশের অধিকাংশ মানুষ। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়বৃদ্ধিতে কয়েক বছর ধরেই কাটছাঁট করে চলতে হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। তার ওপর যখন রমজান মাস আসে, তখন দেশের বাজারে পণ্যের দাম যেন আরও বেপরোয়া হয়ে ওঠে! এ অস্বাভাবিকতাই যেন নিয়ম ও নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাজার ব্যবস্থায়। এটি গভীর হতাশার।

সোমবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বাজারের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন থেকেই জানা যাচ্ছে যে, রমজান মাস সামনে রেখে প্রতি বছর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ায়। সেই আশঙ্কা থেকেই এবার রমজানের আগের তিন মাসে আমদানি বাড়িয়েছে সরকার। যাতে করে রমজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা সম্ভব না হয়। এতে গত বছরের তুলনায় রমজানকেন্দ্রিক প্রয়োজনীয় ৯ পণ্যের আমদানি বেড়েছে ২০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত। সরকারের এমন উদ্যোগের মধ্যেও গত বছরের তুলনায় এবার প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে ১২-১৫ শতাংশ। বিশেষ করে ফলের দাম বেড়েছে প্রায় ২০-২৫ শতাংশ। এতে সেহরির খাবার তালিকা থেকে যেমন বাদ দিতে হচ্ছে মাছ-মাংস; তেমনি ইফতারিতে বাদ দিতে হচ্ছে বিদেশি ফল। দেখা যাচ্ছে, মাছ-মাংস বাদ দিয়েই সেহরিতে একজনের যে খাবার খরচ পড়ে চারজনের একটি পরিবারের ব্যয় হবে প্রায় ১৪ হাজার ৭০০ টাকা। মাছ-মাংস যোগ হলে একই সংখ্যার পরিবারে মাসে খরচ হবে প্রায় ২৭ হাজার টাকা।

প্রশ্ন হচ্ছে, বেশি বেশি আমদানির পরও কেন এবারও পণ্যের দাম বাড়ল? এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাষ্য, পণ্য গত বছরের চেয়ে বেশি আমদানি হয়েছে, এটা সত্য। কিন্তু তা সারা দেশে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়নি। সাপ্লাই চেইন বাধাগ্রস্তের পাশাপাশি সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়াকে দায়ী করা হয়। এ বিষয়ে গত রোববার কালবেলায় ‘চট্টগ্রাম বন্দরে কনটেইনার স্তূপ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রমজানে পণ্য সরবরাহ নিয়ে শঙ্কার কথা বলা হয়। প্রকাশিত প্রতিবেদনটি বলছে, চট্টগ্রাম বন্দরে বর্তমানে অতিরিক্ত আট হাজার পণ্যবাহী কনটেইনারের স্তূপ হয়ে আছে। রমজান ঘিরে আমদানি করা বিপুল পরিমাণ ভোগ্যপণ্যের জট বা খালাস না হওয়াকে কর্তৃপক্ষ মূল্যবৃদ্ধির পাঁয়তারা হতে পারে উল্লেখ করে। তার মানে সরবরাহ চেইন যে স্বাভাবিক নেই, তা সঠিক। তাহলে প্রশ্ন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে এত উদ্যোগী, এতে কার লাভ হলো? এখানে গাফিলতি বা ব্যর্থতা কার?

আমরা জানি, সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হলে পণ্য সিন্ডিকেট তৈরির সুযোগ তৈরি হয়। তখন সরকারের পক্ষে দাম নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। এটি ঠিকঠাক সম্পন্ন করতে না পারলে সিন্ডিকেট চক্র এসব জায়গায় জ্যাম করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে। তাদের অশুভ লক্ষ্য পূরণ করে। পণ্যের দাম নিয়ে কারসাজি বন্ধে দেশে একাধিক আইন এবং সরকারি সংস্থাও রয়েছে। এসব আইনের শিথিল প্রয়োগ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব নতুন কিছু নয়। অসাধু ব্যবসায়ীরা বছরের পর বছর এভাবেই অতিরিক্ত মুনাফা করে আসছেন। বছরের বিভিন্ন সময় তো আছেই, তবে অসাধু চক্রের অপতৎপরতার মোক্ষম সময় রমজান। আমাদের জন্য হতাশার হচ্ছে, আজ অবধি আমরা একটি সুষ্ঠু স্বাভাবিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। আমাদের প্রত্যাশা, যে কোনো উপায়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার-সংশ্লিষ্টরা তৎপর হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

১০

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

১২

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

১৩

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

১৪

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

১৭

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

১৮

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X