মো. তানজিল হোসেন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

আমাদের স্বাস্থ্য খাত ও থাইল্যান্ড দৃষ্টান্ত

আমাদের স্বাস্থ্য খাত ও থাইল্যান্ড দৃষ্টান্ত

স্বাস্থ্য একটি মৌলিক মানবাধিকার—এ স্বীকৃতি আমাদের সংবিধানেও রয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল দেশে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা কতটা সহজলভ্য, সম্মানজনক ও কার্যকর—তা নিয়ে প্রশ্ন তুলছে বাস্তব অভিজ্ঞতা। কয়েক দশক ধরে সরকারি বাজেট বরাদ্দ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও, স্বাস্থ্য খাতের বাস্তব অবস্থা এখনো অপ্রতুলতা, অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার ঘেরাটোপে বন্দি।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিত্র আমরা আজ দেখতে পাই, দেশের অধিকাংশ সরকারি হাসপাতালেই পরিচ্ছন্নতার অভাব, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব, আধুনিক প্রযুক্তির অনুপস্থিতি এবং দক্ষ টেকনিশিয়ানের ঘাটতি। এমনকি যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে, তার রক্ষণাবেক্ষণের জন্য নেই প্রশিক্ষিত লোকবল।

স্বাস্থ্যসেবা প্রদানে অনেক সময়ই দেখা যায়, চিকিৎসকদের মধ্যে বাণিজ্যিক মনোভাব প্রাধান্য পায়। একজন গরিব রোগী যখন সরকারি হাসপাতালে যায়, তখন তাকে ঘুরতে হয় বারবার, অনাকাঙ্ক্ষিত দেরি সহ্য করতে হয়, অনেক সময় ভুল চিকিৎসা কিংবা অপ্রয়োজনীয় ওষুধের বোঝা বহন করতে হয়। দেশের অনেক হাসপাতালেই নেই পর্যাপ্ত ডায়াগনস্টিক সুবিধা। আবার যেখানে আছে, সেখানেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অনিয়ম লুকিয়ে থাকে।

ব্যবস্থাপনাগত দুর্বলতা স্বাস্থ্য খাতের অন্যতম প্রধান ব্যাধি। হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম নেই। ভর্তির পর রোগীর অবস্থা পর্যবেক্ষণ ও দ্রুত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে রয়েছে মারাত্মক শৈথিল্য। কোনো রোগী যদি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, সেখানে জরুরি সাড়া দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা বিরল।

ব্যক্তিগত অভিজ্ঞতা: থাইল্যান্ড বনাম বাংলাদেশ

আমি নিজে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) পড়ার সময় থাম্মাসাট ইউনিভার্সিটি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছি। সেটি একটি সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা, চিকিৎসকদের ব্যবহার এবং সেবার মান আমাকে অভিভূত করেছিল। একদিন সেখানে একজন চিকিৎসক আমার সিরিয়ালে দেরি করায় তিনি নিজেই দুঃখ প্রকাশ করেন। আমি যখন কোনো ওষুধ নিয়ে বিভ্রান্তিতে পড়ি, তারা ফোন করে বিস্তারিত বুঝিয়ে দেন। এমন আন্তরিকতা আমাদের দেশে কল্পনাও করা কঠিন। আমি আমার বাবা-মাকে থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য। একদিন রাতে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা হাসপাতালের জরুরি নম্বরে ফোন দিই। মাত্র ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে তাকে নিয়ে যায় এবং জরুরি বিভাগে ভর্তি করে দুই ঘণ্টার মধ্যে সুস্থ করে বাসায় ফিরিয়ে আনে। সে অভিজ্ঞতা আজও আমাকে নাড়া দেয়। এমন তাৎক্ষণিক চিকিৎসা বাংলাদেশে খুবই দুর্লভ।

আমার মায়ের নিউরোলজিক্যাল সমস্যাও বাংলাদেশে একাধিক চিকিৎসক দেখিয়েও বোঝা যায়নি। দেশের এক অধ্যাপক ১১টি ওষুধ দেন, যার পার্শ্বপ্রতিক্রিয়া ছিল গুরুতর। পরে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার পর সেখানে একজন নার্সের পরামর্শে একজন নিউরোলজিস্টের কাছে গেলে আলঝেইমার রোগ ধরা পড়ে এবং বর্তমানে চিকিৎসার মাধ্যমে তিনি অনেকটা সুস্থ আছেন। বাংলাদেশে এমন সুনির্দিষ্ট রোগনির্ণয় সম্ভব হয়নি।

এখানে আমাদের একটি মৌলিক সমস্যা হচ্ছে চিকিৎসার জন্য কোথায় যাব, কোন বিশেষজ্ঞের কাছে যাব, তা বুঝতে না পারা। অথচ থাইল্যান্ডে আপনি যখন হাসপাতালের কাউন্টারে যাবেন, সেখানকার নার্স আপনার সমস্যার কথা শুনেই বলে দেবেন, আপনাকে কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে। সিস্টেম এতটাই সমন্বিত ও রোগীকেন্দ্রিক।

৫ আগস্টের প্রেক্ষাপট ও প্রত্যাশা: ২০২৪ সালের ৫ আগস্টের গণজাগরণ আমাদের একটি নতুন প্রত্যাশা জাগিয়েছিল—জনগণের অধিকার, জবাবদিহি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার অন্তত স্বাস্থ্য খাতের মতো একটি মৌলিক খাতে দ্রুত ও দৃশ্যমান সংস্কার নিয়ে আসবে। কিন্তু আজ এক বছর পেরিয়ে গেলেও স্বাস্থ্য খাতের দৃশ্যপট যেন অপরিবর্তিতই থেকে গেছে। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

থাইল্যান্ড: একটি অনুকরণীয় মডেল

থাইল্যান্ড একটি মধ্যম আয়ের দেশ হওয়া সত্ত্বেও তাদের স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত উন্নত ও মানবিক। প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক। হাসপাতালগুলোতে শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের আন্তরিকতা এবং রোগীর প্রতি দায়িত্ববোধ চোখে পড়ার মতো। তাদের সরকার স্বাস্থ্য খাতে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করেছে। যে কোনো হাসপাতালের অ্যাপে রেজিস্ট্রেশন, রিপোর্ট দেখা এবং চিকিৎসকের সময় নির্ধারণের ব্যবস্থা সহজলভ্য। আর সবচেয়ে বড় বিষয়—জরুরি চিকিৎসার জন্য একটি সাশ্রয়ী ও সুসংগঠিত ব্যাকআপ সর্বদা প্রস্তুত থাকে।

করণীয়

১. সর্বজনীন স্বাস্থ্যবীমা চালু করা: বাংলাদেশে একটি সর্বজনীন স্বাস্থ্যবীমা ব্যবস্থা চালু করা উচিত, যাতে প্রত্যেক নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে।

২. সেবার মানবিকীকরণ: চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

৩. পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়ন: হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়নে কঠোর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৪. টেকনিশিয়ান ও নার্স প্রশিক্ষণ: শুধু চিকিৎসক নয়, প্রশিক্ষিত টেকনিশিয়ান ও নার্স নিয়োগ এবং তাদের দক্ষতা বৃদ্ধি জরুরি।

৫. ডায়াগনস্টিক ও প্রযুক্তির উন্নয়ন: রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে।

৬. জরুরি চিকিৎসা ব্যবস্থার পুনর্গঠন: দেশের প্রতিটি হাসপাতালে জরুরি বিভাগকে আরও দক্ষ ও তাৎক্ষণিক সেবাদানকারী ইউনিটে রূপান্তর করতে হবে।

৭. একটি সুনির্দিষ্ট রেফারাল সিস্টেম তৈরি: রোগী কোথায় যাবে, কোন চিকিৎসকের কাছে যাবে, তা নির্ধারণে হাসপাতালভিত্তিক গাইডলাইন থাকা দরকার।

স্বাস্থ্য খাত সংস্কার ছাড়া একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র কল্পনা করা যায় না। থাইল্যান্ড আমাদের দেখিয়েছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে একটি মধ্যম আয়ের দেশেও কীভাবে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা যায়। বাংলাদেশের ক্ষেত্রেও তা সম্ভব। দরকার শুধু পরিকল্পিত পদক্ষেপ, জবাবদিহিমূলক প্রশাসন এবং মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান। এখনই সময় স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার।

লেখক: সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং স্নাতকোত্তর গবেষক, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), থাইল্যান্ড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১০

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১১

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১২

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৩

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৪

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৫

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৬

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৭

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৮

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৯

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

২০
X