

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ত্রিশ হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পাস গঠিত। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও মতামত প্রকাশের সেরকম কোনো সুযোগ নেই। প্রায়ই সম্মুখীন হওয়া সমস্যাগুলো সহজেই প্রশাসনকে অবগত করার কোনো মাধ্যম নেই। ৭৫৩ একরের এ বিশাল ক্যাম্পাসে নেই কোনো মতামত বা অভিযোগ বক্স। তাই এ ক্যাম্পাসের সমস্যাগুলো সহজে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো যায় না, যার কারণে সমাধানও সম্ভব হয় না।
তাই আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে মতামত কিংবা অভিযোগ বক্স স্থাপন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আমিনুর রহমান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিভাগ: বাংলা
মন্তব্য করুন