

রাজধানীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে দেশবন্ধু গ্রুপ। সোমবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগুনে সবকিছু হারানো পরিবারগুলোর মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমানসহ গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য বিনামূল্যে তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত অনেকেই স্বস্তি প্রকাশ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন, ‘কড়াইলের এসব মানুষ সবকিছু হারিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা অতীতেও সংকটে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
মন্তব্য করুন