শাহনাজ পারভীন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ
মোহ কাঠের নৌকা

এক সাংবাদিক জীবনের আখ্যান

এক সাংবাদিক জীবনের আখ্যান

রবীন্দ্রনাথ তার গানে ‘মোহমেঘের’ কথা বলেছিলেন। বাংলাদেশের তরুণ কথাসাহিত্যিক রুহুল আমিন এবার বললেন মোহ কাঠের কথা। তার প্রথম উপন্যাস ‘মোহ কাঠের নৌকা’। বইয়ের নামটা দেখেই চোখ আটকে যায়। জানতে ইচ্ছে করে কীসের মোহ! আর সেই মোহ কাঠের নৌকাটাইবা কেমন!

উপন্যাসটি একজন সাংবাদিকের জীবন কেন্দ্র করে এবং লেখক নিজেও একজন সাংবাদিক। উপন্যাসের কাহিনি আমাদের এই ঢাকা কেন্দ্র করেই আবর্তমান। এমনকি আমরা যেখানে বাস করি, তার চারপাশের একেবারে চেনাজানা জায়গাগুলোতেই বাস করেন এই উপন্যাসের চরিত্রগুলো। সেজন্য একজন ঢাকাবাসী পাঠক হিসেবে তাদের চিনে নিতে খুব বেশি যেন বেগ পেতে হয় না। তবে উপন্যাসটি ঢাকাকেন্দ্রিক হলেও ঢাকার আশপাশের কিছু জেলাও উঠে এসেছে এখানে।

২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচারে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। এমন একটা সময়ে শুরু হয়েছে অখ্যাত এক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক রবীনের গল্প। রবীনই উপন্যাসের মূল চরিত্র। একজন সাংবাদিকের জীবন বর্তমান সময়ে কতটা অস্থিতিশীল হতে পারে, এ উপন্যাসে সেটা রবীনের জীবন পড়ে সহজে বোঝা যায়।

সাংবাদিক হয়েও রবীন ব্যক্তিজীবনে অন্তর্মুখী। রবীনের মতো একজন অন্তর্মুখী মানুষের চরিত্রকে ঔপন্যাসিক রুহুল আমিন অনেকটা দিনপঞ্জির ধারাবাহিকতায় অনুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেছেন ‘মোহ কাঠের নৌকায়’। একজন অন্তর্মুখী মানুষ কীভাবে নিজের সঙ্গে সময় কাটান, কী ভাবেন—এসবই উঠে এসেছে এ বইয়ে। রবীনকে যেভাবে একজন পর্যবেক্ষণশীল মানুষ হিসেবে লেখক তুলে ধরেছেন—এ থেকে বোঝা যায়, লেখক নিজে কতটা পর্যবেক্ষণশীল। রবীনের আশপাশের চরিত্রগুলোকেও লেখক খুব সূক্ষ্মভাবে চিত্রায়ণ করেছেন। পড়ার সময় মনে হতে পারে এ চরিত্রগুলো যেন আশপাশেই আছে।

উপন্যাসে দেখা যাবে, রবীনের সঙ্গে একসময় পরিচয় হয় রুবির। রুবি ও রবীনের প্রথম সাক্ষাতের ঘটনাটি খুবই নাটকীয়, তবে অবিশ্বাস্য নয়। রবীন ও রুবিকে নিয়েই পরবর্তী সময়ে গল্প এগোতে থাকে।

রুবি ব্যাংকার। অর্থনৈতিকভাবে রবীনের চেয়ে সচ্ছল। আমাদের সমাজে একটা অলিখিত প্রথা হলো, জীবনসঙ্গীদের মধ্যে অবশ্যই ছেলেটি মেয়েটির চেয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। তবে রুবি সমাজের এ প্রথাকে বুড়ো আঙুল দেখিয়ে রবীনকে জীবনসঙ্গী করতে চায়। এখানে লেখক রুবি চরিত্রটি যেভাবে তুলে ধরেছেন, তা সমাজের প্রচলিত চিন্তাধারায় নানাদিক থেকে আঘাত করে।

রবীন ও রুবি ছাড়া আরও ডজনখানেক চরিত্র চিহ্নিত করা যাবে ‘মোহ কাঠের নৌকা’য়। খুব ছোট ছোট চরিত্রকেও লেখক তার উপস্থাপনার স্পষ্টতায় দৃঢ়ভাবে তুলে ধরেছেন। সবমিলিয়ে যা উপন্যাসটিকে বাস্তবধর্মী করে তুলেছে। শহর ও গ্রাম, দুই জীবনকেই লেখক তুলে এনেছেন উপন্যাসের বিভিন্ন পর্বে।

এ উপন্যাসের নারী চরিত্রগুলো যথেষ্ট শক্তিশালী। অল্প বয়সে স্বামীহারা নারীর গল্প যেমন উঠে এসেছে এখানে, তেমনি প্রেমিকের কাছে ঠকে নারীকে ঘুরে দাঁড়াতেও দেখা যায় এখানে। দেখা গেছে রাজনৈতিক কারণে গুম হওয়া বাবাকে খুঁজে ফেরা এক নারীকেও।

নারীদের প্রতি লেখকের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিও টের পাওয়া যাবে অনেক জায়গায়। যেমন, রুবির মাসিকের সময়ে পেটব্যথার অনুভূতিও লেখক এড়িয়ে যাননি। সাধারণত নারী চরিত্রের দৈনন্দিনতার উপস্থাপনে সচরাচর এসব দিক তুলে ধরতে দেখা যায় না। আর একটি কথা না বললেই নয়—তা হলো, সমসাময়িক লেখকদের অনেকের গল্প-উপন্যাসে মানুষের যৌনজীবনকে অনেক সময় একেবারেই অনুপস্থিত রাখতে দেখা যায়। তবে আমি মনে করি একটা উপন্যাসকে পুরোপুরি উপন্যাস হয়ে উঠতে, তাতে মানবজীবনের সবগুলো দিক থাকা প্রয়োজন। ‘মোহ কাঠের নৌকা’য় যৌনতার উপস্থিতির ব্যাপারটি খুব প্রচ্ছন্নভাবে ঘটনার বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে খুব স্বাভাবিকতায় উঠে এসেছে, যা বরং উপন্যাসের গল্পটিকে স্বয়ংসম্পূর্ণ করেছে।

উপন্যাসটিতে বাংলা ও বহির্বিশ্বের সাহিত্যে কথাসাহিত্যিকের যুগপৎ বিচরণের ব্যাপারটি টের পাওয়া যাবে। গল্পের প্রয়োজনেই তা লেখক ব্যবহার করেছেন।

এবার আসি গল্পের পরিণতিতে। পৃষ্ঠা যত ফুরাতে লাগল, আমি তত অধীর হয়ে গিয়েছি পরিণতি জানার জন্য। তবে লেখক যে পরিণতি টেনেছেন, তাতে উপন্যাসটিকে ট্র্যাজিক উপন্যাস বলাই যায়।

সবমিলিয়ে মোহ কাঠের নৌকা সুখপাঠ্য। এটি লেখকের প্রথম উপন্যাস। আর প্রথম উপন্যাসেই লেখক কথাসাহিত্যিক হিসেবে নিঃসন্দেহে তার সম্ভাবনার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১০

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১১

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৩

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৪

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৫

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৬

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৭

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৮

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৯

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

২০
X