ওয়ানডে দলের অধিনায়ক হচ্ছেন কে? এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এখন এটিই বড় প্রশ্ন। বিসিবির চাওয়া দীর্ঘমেয়াদি কাউকে দায়িত্ব দেওয়া। সেজন্য পছন্দের শীর্ষে থাকাদের সঙ্গে আলোচনা করতে চায় বোর্ড। ঘুরেফিরে যখন সাকিব আল হাসানের নাম আসছে, তখন পাপনের প্রশ্ন—দুই বছর খেলবেন কি সাকিব! সেটা জানতে এ অলরাউন্ডারের সঙ্গে বসতে চান তিনি। গতকাল ধানমন্ডির আবাহনী ক্লাবে এক অনুষ্ঠানে এসে এ কথা বলেছেন তিনি।
সাকিব যে পছন্দের শীর্ষে সেটা নিশ্চিত করে পাপন বলেছেন, ‘সাকিবের নাম আসা তো স্বাভাবিকই। এটা তো প্রথম চয়েজ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে।’
সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চান জানিয়ে তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’ সহ-অধিনায়ক লিটন দাসকে নিয়েও ভাবছে বোর্ড। তবে সিরিজের অধিনায়কত্ব আর টুর্নামেন্টে নেতৃত্ব এক নয় জানিয়ে পাপন বলেছেন, ‘অধিনায়ক ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। অনেক সময় অনেক প্লেয়ারকে বললে সে নাও রাজি হতে পারে। আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। একটা কারণ হতে পারে দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলে দেয় কি না বিশ্বকাপের মতো জায়গায়; এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই।’ সব দিক বিবেচনা করে আরও কিছু দিন সময় নিতে চান পাপন। তালিকায় থাকা ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নিতে চান তিনি, ‘তাড়াহুড়ো করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব।’
মন্তব্য করুন