চোটে পড়ে লম্বা সময় ধরে খেলার বাইরে সাইফউদ্দিন, আশিকুর জামান ও অভিষেক দাস অরণ্য। এ তিন পেসারকে দ্রুত সারিয়ে তুলতে কাতারের এসপেটার হাসপাতালে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিকেলের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশে রওনা দেন তারা। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘প্রথমত ধন্যবাদ দিতে হয় বিসিবিকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। ২০১০ সাল থেকে আমার ওপর ব্যয় করে আসছে তারা। ইনশাআল্লাহ, এই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। যেহেতু বোর্ড আমার পাশে আছে। আর প্রত্যেক খেলোয়াড়ের জন্য বোর্ড পাশে থাকলে কাজটা অনেক সহজ হয়। এজন্য নিজেকে অনুপ্রাণিত করছি।’ কাতারের এসপেটারে চিকিৎসা নিয়ে সাফল্য পেয়েছেন নেইমার, এমবাপ্পে থেকে শুরু করে বিশ্বসেরা অ্যাথলেটরা। এবার সেখানে চিকিৎসা নেবেন সাইফউদ্দিন, আশিকুর, অভিষেকরাও। পুরো সপ্তাহ কাজে লাগাতে চান জানিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘যেহেতু রোববার তাদের কার্যক্রম শুরু হয়, তাই আজকে (গতকাল) যাচ্ছি। যেন পুরো সপ্তাহটা পাওয়া যায় এবং তিনজন কাজে লাগাতে পারি।’
মন্তব্য করুন