ওমর ফারুক, মাওয়া থেকে
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৪৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

পদ্মাপাড়ে ট্রফি উন্মাদনা

পদ্মাপাড়ে ট্রফি উন্মাদনা

বিশ্বকাপ ট্রফি আসবে—সে খবর শোনার পর থেকেই ক্ষণ গুনছিলেন সোনাই মিয়া। মানিকগঞ্জে বাড়ি হলেও পানি উন্নয়ন বোর্ডে কাজ করার সুবাধে এখানে তিনি। ট্রফি আসতে দেখে চোখেমুখে উন্মাদনা ফুটে ওঠে তার। কাছ থেকে ট্রফি দেখার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আগে তো টিভিতেই দেখতাম। প্রথমবার কাছ থেকে দেখার সুযোগ পেলাম। অনেক ভালো লাগছে।’ ট্রফি ঘিরে সেই উন্মাদনা ছিল তারই সহকার্মীদেরও। শফিকুল আলমের মুখেই শুনুন সে অনুভূতি, ‘আমরা সকাল থেকেই অপেক্ষা করছিলাম, কখন ট্রফি আসবে। কাজের জন্যই এখানে থাকা। ভাবলাম, একবার সামনে থেকেই দেখি।’ ট্রফি আসার কথা ছিল বিকেল ৩টায়। কিন্তু সে ট্রফি যখন পদ্মাপাড়ে পৌঁছায় তখন ঘড়িতে সোয়া ৪টা বেজে যায়। শুরুতে বিসিবির পরিকল্পনা ছিল হেলিকপ্টারে করে দ্রুত সময়ের মধ্যে ট্রফি নিয়ে আসা হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে গতকাল সকাল থেকেই চলমান বৃষ্টিতে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। পরে পরিকল্পনা পরিবর্তন করে গাড়িবহরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফি নিয়ে আসা হয়। প্রায় এক ঘণ্টার মতো পদ্মা সেতুর নিচের বাঁধের ওপর বিভিন্ন দিক থেকে ড্রোন, ক্যামেরা দিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন করেন আইসিসির কর্মকর্তারা। এরপর স্থানীয় সংবাদকর্মীদের জন্য দশ মিনিটের মতো উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও প্রচুর ভিড়ের কারণে সুবিধামতো কাজ করতে পারেননি কেউই।

পদ্মা পাড়ে ট্রফি আসবে—এ ঘিরে দুপুর দেড়টা থেকেই সংবাদকর্মীর ভিড় জমতে শুরু করে পদ্মা সেতুর এক নম্বর পিলারের পাশে। শুরুতে অনুমতি না থাকায় তাদের প্রবেশের সুযোগ দেননি পদ্মাপাড়ের নিরাপত্তাকর্মীরা। পরে প্রশাসন থেকে অনুমতি মিললেই প্রবেশের সুযোগ পান ঢাকার ও স্থানীয় মিলিয়ে শখানেক সংবাদকর্মী। সাংবাদিকদের মতো ট্রফি আসার খবর আগেই জেনেছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও। রাত থেকেই নাকি নিজেদের মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা। সুযোগ পাওয়ায় ট্রফির সঙ্গে সেলফি তোলার হিড়িকও দেখা যায় তাদের। কয়েকজন নিরাপত্তাকর্মী ট্রফির সঙ্গে ফটো তোলার পর বললেন, ‘এবার যদি বাংলাদেশ এটা নিয়ে আসতে পারে, তাহলেই ভালো লাগবে। আমাদের চাওয়া, এবার বিশ্বকাপ বাংলাদেশের হোক।’

বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ভক্ত বলা হয় শোয়েব আলিকে। ট্রফির উন্মাদনা বাড়িয়ে দিতে পদ্মাপাড়ে এসেছিলেন তিনিও। তার বিশ্বাস এ ট্রফি বাংলাদেশেরই, ২০২৩ বিশ্বকাপ বাংলাদেশ জিতবে। শুধু শোয়েবই নয়। ট্রফি দেখতে পদ্মাপাড়ে জড়ো হতে দেখা যায় একদল খুদে ক্রিকেট ভক্তদের। নদীর পাড়ে বাড়ি হওয়াতে ট্রফি আসার খবর শুনে ছুটে আসে তারাও। সপ্তাম শ্রেণিতে পড়া মাহফুজ হোসেন সে কথাই বলল, ‘আমরা খবরে শুনছি আসবে। এরপর মানুষের ভিড় দেখতে আমরাও ট্রফি দেখতে চলে আসি।’ দেশের ক্রিকেটের খোঁজখবর ভালোই জানা তার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের খেলা নিয়মিত দেখা হয় তার। সে কারণেই মাহফুজ বলল, ‘এবার সাকিব ভাই, মুশফিক ভাইয়ের হাতে বিশ্বকাপ দেখতে চাই। আমি সাকিব ভাইর ভক্ত, উনার খেলা দেখতে অনেক ভালো লাগে। আমি চাই উনার হাতে বিশ্বকাপ জিতুক বাংলাদেশ।’ সাধারণ মানুষ থেকে শুরু করে টুকটাক খবর রাখা পদ্মাপাড়ের মানুষের আশা সোনালি শিরোপাটি জিতে দেশে ফিরবেন সাকিব-মুশফিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেখার সঙ্গে পরকীয়া, প্রেম ভাঙে অক্ষয়-রাভিনার

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

রাশিয়ার তেল কেনায় ভারত শাস্তি পেল, চীন পেল না কেন?

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের দুরন্তপনা

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

এবার কোথায় বসবেন তারা

১০

খাবার প্লেটের আকারের সঙ্গে স্বাস্থ্যের কী সম্পর্ক রয়েছে

১১

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

১২

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

১৩

বিপিএল খেলা তারকা ক্রিকেটার প্রথমবার নাম লেখালেন সিপিএলে

১৪

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দলের আবেদন

১৫

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১৬

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

১৭

এ যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

১৮

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

১৯

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X