এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আরব আমিরাতের শারজায় অবস্থান করছে বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলতে সিলেটে এসেছে মালদ্বীপের ক্লাব ঈগলস। অনুশীলন মাঠ সমস্যার কারণে এএফসি কাপ খেলতে আজ ঢাকা থেকে সিলেট যাবে আবাহনী লিমিটেড। ১৫ আগস্ট রাত ৯টা ৩৫ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে শারজাহ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। প্লে-অফ জয়ী দল পরের রাউন্ডে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে খেলবে। দুই প্লে-অফ জয়ী দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ হতে না পারলে বসুন্ধরা কিংস এএফসি কাপে খেলবে। অন্যদিকে এএফসি কাপ প্লে-অফে ১৬ আগস্ট সিলেটে আবাহনী খেলবে ক্লাব ঈগলসের বিপক্ষে। এ ম্যাচের জয়ী দল মোহনবাগান ও মাচিন্দ্র এফসির মধ্যকার প্লে-অফ জয়ীর বিপক্ষে খেলবে। জয়ী দল এএফসি কাপ গ্রুপ পর্বে নাম লেখাবে।
প্লে-অফ ম্যাচ খেলতে শনিবার সকালে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বসুন্ধরা কিংস। শারজাহর প্রথমদিন আয়েশেই কাটিয়েছেন দলের সদস্যরা। এএফসি কাপ খেলতে শুক্রবার সিলেটে পৌঁছেছে ক্লাব ঈগলস। আজ বিকেলে সিলেট যাবে আবাহনী। ধানমন্ডির ক্লাবটির বিলম্ব যাত্রার কারণ অনুশীলন মাঠ-সংক্রান্ত জটিলতা। এদিকে প্লে-অফ লড়াইয়ের আগে বিদেশি সংক্রান্ত ইস্যুতে এএফসির সবুজ সংকেতের অপেক্ষায় আবাহনী।
‘সিলেটে অনুশীলন মাঠ নিয়ে সমস্যা আছে। এ কারণে আমরা কিছুটা বিলম্বে যাচ্ছি। প্লে-অফের প্রস্তুতিটা ঢাকায়ই সারছি আমরা’—কালবেলাকে বলছিলেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। সাবেক এ ফুটবলার যোগ করেন, ‘আমরা প্রাথমিকভাবে সাত বিদেশি ফুটবলারের নাম এএফসির কাছে নিবন্ধনের জন্য পাঠিয়েছি। পরে আরও দুজনের নাম পাঠানো হয়েছে। বিদেশি ফুটবলার নিবন্ধন ইস্যুতে এএফসির সুবজ সংকেতের অপেক্ষায় আছি আমরা।’
এএফসির নিয়মানুযায়ী বিদেশি কোটায় ছয় ফুটবলার খেলানো যাবে; যার একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে অবশ্য কোনো বাধ্যবাধকতা নেই। এ কারণেই ৯ ফুটবলার নিবন্ধন করাচ্ছে আবাহনী। ৯ জনের মধ্যে গত মৌসুমে বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ফুটবলারদেরই প্রাধান্য। নতুন দুই ব্রাজিলিয়ানের নামও নিবন্ধনের জন্য পাঠিয়েছে ক্লাবটি। ‘দল অনুশীলন করছে, আমরা বাইরে থেকে কাজ করছি। আশা করছি, এএফসি কাপে ভালো করবে আবাহনী’—দলের লক্ষ্য সম্পর্কে বলছিলেন সত্যজিৎ দাস রূপু। এদিকে প্লে-অফ লড়াইয়ে নামার আগে আবাহনীকে উদ্বুদ্ধ করছে এএফসিও। এএফসি কাপের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল আকাশি-হলুদদের চার ফুটবলারের ছবি সংবলিত পোস্টে লেখা হয়েছে, ‘ভারতীয় ক্লাবগুলোর বাইরের একমাত্র দল হিসেবে দক্ষিণাঞ্চলের বিজয়ী আবাহনী। এ বছরও জয় পাবে আবাহনী?’
মন্তব্য করুন