শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

আবাহনীতে ৯ বিদেশি শারজায় কিংস

আবাহনীতে ৯ বিদেশি শারজায় কিংস

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আরব আমিরাতের শারজায় অবস্থান করছে বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলতে সিলেটে এসেছে মালদ্বীপের ক্লাব ঈগলস। অনুশীলন মাঠ সমস্যার কারণে এএফসি কাপ খেলতে আজ ঢাকা থেকে সিলেট যাবে আবাহনী লিমিটেড। ১৫ আগস্ট রাত ৯টা ৩৫ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে শারজাহ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। প্লে-অফ জয়ী দল পরের রাউন্ডে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে খেলবে। দুই প্লে-অফ জয়ী দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগে উত্তীর্ণ হতে না পারলে বসুন্ধরা কিংস এএফসি কাপে খেলবে। অন্যদিকে এএফসি কাপ প্লে-অফে ১৬ আগস্ট সিলেটে আবাহনী খেলবে ক্লাব ঈগলসের বিপক্ষে। এ ম্যাচের জয়ী দল মোহনবাগান ও মাচিন্দ্র এফসির মধ্যকার প্লে-অফ জয়ীর বিপক্ষে খেলবে। জয়ী দল এএফসি কাপ গ্রুপ পর্বে নাম লেখাবে।

প্লে-অফ ম্যাচ খেলতে শনিবার সকালে আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বসুন্ধরা কিংস। শারজাহর প্রথমদিন আয়েশেই কাটিয়েছেন দলের সদস্যরা। এএফসি কাপ খেলতে শুক্রবার সিলেটে পৌঁছেছে ক্লাব ঈগলস। আজ বিকেলে সিলেট যাবে আবাহনী। ধানমন্ডির ক্লাবটির বিলম্ব যাত্রার কারণ অনুশীলন মাঠ-সংক্রান্ত জটিলতা। এদিকে প্লে-অফ লড়াইয়ের আগে বিদেশি সংক্রান্ত ইস্যুতে এএফসির সবুজ সংকেতের অপেক্ষায় আবাহনী।

‘সিলেটে অনুশীলন মাঠ নিয়ে সমস্যা আছে। এ কারণে আমরা কিছুটা বিলম্বে যাচ্ছি। প্লে-অফের প্রস্তুতিটা ঢাকায়ই সারছি আমরা’—কালবেলাকে বলছিলেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। সাবেক এ ফুটবলার যোগ করেন, ‘আমরা প্রাথমিকভাবে সাত বিদেশি ফুটবলারের নাম এএফসির কাছে নিবন্ধনের জন্য পাঠিয়েছি। পরে আরও দুজনের নাম পাঠানো হয়েছে। বিদেশি ফুটবলার নিবন্ধন ইস্যুতে এএফসির সুবজ সংকেতের অপেক্ষায় আছি আমরা।’

এএফসির নিয়মানুযায়ী বিদেশি কোটায় ছয় ফুটবলার খেলানো যাবে; যার একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে অবশ্য কোনো বাধ্যবাধকতা নেই। এ কারণেই ৯ ফুটবলার নিবন্ধন করাচ্ছে আবাহনী। ৯ জনের মধ্যে গত মৌসুমে বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ফুটবলারদেরই প্রাধান্য। নতুন দুই ব্রাজিলিয়ানের নামও নিবন্ধনের জন্য পাঠিয়েছে ক্লাবটি। ‘দল অনুশীলন করছে, আমরা বাইরে থেকে কাজ করছি। আশা করছি, এএফসি কাপে ভালো করবে আবাহনী’—দলের লক্ষ্য সম্পর্কে বলছিলেন সত্যজিৎ দাস রূপু। এদিকে প্লে-অফ লড়াইয়ে নামার আগে আবাহনীকে উদ্বুদ্ধ করছে এএফসিও। এএফসি কাপের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল আকাশি-হলুদদের চার ফুটবলারের ছবি সংবলিত পোস্টে লেখা হয়েছে, ‘ভারতীয় ক্লাবগুলোর বাইরের একমাত্র দল হিসেবে দক্ষিণাঞ্চলের বিজয়ী আবাহনী। এ বছরও জয় পাবে আবাহনী?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১০

বিগ ব্যাশে স্মিথ শো

১১

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১২

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৩

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৪

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

১৫

হ্যান্সি ফ্লিকের শিষ্যদের থামানোর কেউ নেই!

১৬

গরম ভাতে ঘি খান, মস্তিষ্কে কেমন প্রভাব পড়ে জানলে অবাক হবেন

১৭

রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় এমপি প্রার্থী উদ্ধার

১৮

খালেদা জিয়ার চিকিৎসাজনিত অবহেলার তদন্ত হওয়া প্রয়োজন : চিকিৎসকদলের প্রধান

১৯

খালেদা জিয়ার নাগরিক শোকসভায় যা বললেন শফিক রেহমান

২০
X