কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

এত ‘ডট’ বল কেন!

এত ‘ডট’ বল কেন!

৩০০ বলের মধ্যে ডট বলের সংখ্যা ১৮১! বাকি ১১৯ বলে বাংলাদেশের ব্যাটাররা তুলেছিলেন ২৩৬ রান। ফল নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় রানপ্রসবা উইকেটেও ধুঁকতে থাকা। ওয়ানডে সংস্করণেও যে বাংলাদেশের দুর্বল দল—এখন তা পুরোপুরি স্পষ্ট। বোলারদের চেষ্টায় প্রতি ম্যাচে লড়াই কিছুটা জমলেও ফল পরিবর্তনের জন্য তা যে আর যথেষ্ট নয়। ম্যাচ শেষে তাই আক্ষেপ হয়ে থাকে আরও কিছু রানের। রাওয়ালপিন্ডিতেও ঠিক তাই হয়েছে। ৩০০ রান যেখানে নিরাপদ নয়, সেখানে ২৩৬ করেও কিউইদের ৪৬ ওভার ব্যাট করানোর কারিগর ছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। অথচ ব্যাটাররা স্কোর বোর্ডে ৩০০ করলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। স্বপ্ন টিকে থাকত বাংলাদেশেরও।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ১ উইকেটে বাংলাদেশ করেছিল ৫৮ রান। কিন্তু এখানে ডট বলই খেলেছিল ৪১টি। পরের পাওয়ার প্লেতে ৩০ ওভারের মধ্যে ডট বল খেলল ১০৮টি; রান এসেছে মাত্র ১১৪; হারিয়েছে আরও ৫ উইকেট। কিউইদের তিন বোলার ৩ ওভারে দেন মেডেনও। শেষ পাওয়ার প্লের ১০ ওভারেও ডট বলের ছড়াছড়ির দেখা মিলেছে। কেন এত ডট বল! দুবাই থেকে পিন্ডি—কোথাও গিয়েও মিলল না স্বস্তি। ম্যাচের পর আইসিসি মিক্সড জোনে আসা মেহেদী হাসান মিরাজ চাপের প্রসঙ্গকেই সামনে আনলেন, ‘প্রথম ১০-১১ ওভার তো ভালোই হচ্ছিল। যখন আমি আউট হয়ে গেলাম, তখন চাপটা বেশি এসে গেল। তাওহীদ হৃদয় যখন নামল, তখন ও চিন্তা করেছে যে একটু সেট হয়ে ইনিংস বড় করার জন্য, যেহেতু উইকেট ভালো ছিল। ওখানে কিছু ডট বল হয়ে গেছে, এরপর হয়তো রান বের করতে ওখানে ব্যাক টু ব্যাক আরও ৩টি উইকেট পড়ে গেছে। এজন্য আমরা চাপে পড়ে গেছি।’

বাংলাদেশের বিপক্ষে কিউইদের হয়ে স্পিন বিষ দেখিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। অথচ দলে তিনি একজন অনিয়মিত বোলার। খুব বেশি বোলিংও করতে হয় না তার। সেই ব্রেসওয়েলেই কি না ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। এমন হলো কেন! তার ব্যাখ্যা এভাবে দিলেন মিরাজ, ‘দেখেন, ক্রিকেটে তো আপনার রান করতে হবে। ও (ব্রেসওয়েল) যেহেতু অফ স্পিন বোলার, একটা অফ স্পিন বোলার একজন ডানহাতি ব্যাটারের জন্য সহজ হয়। সুতরাং ওকেই মারতে চেয়েছিলাম আমরা, কিন্তু একই সময় আমার কাছে মনে হয় যে যদি একজনের ব্যাটে লেগে যেত। তাহলে আমরা হয়তো কামব্যাক করতে পারতাম। যেহেতু করতে পারিনি, ও সফল হয়ে গেছে।’ ২১ রানের ব্যবধানে মিডল অর্ডারে তিন ব্যাটার দ্রুত ফেরাতে লক্ষ্য অনুযায়ী ম্যাচ নিতে পারেনি বাংলাদেশ। না হয় ৩০০ করার মতো অবস্থা ছিল জানিয়ে মিরাজ বলেন, ‘উইকেটটা আমার কাছে মনে হয় ৩০০-৩১০ রান যদি করতে পারতাম, তাহলে আমরা ম্যাচটা জিততে পারতাম। কারণ, উইকেটের আচরণ যদি দেখেন শেষের দিকে বল নিচু হয়ে আসছিল, টার্ন করছিল—অ্যাডভান্টেজ ছিল।’ উইকেটের সেই অ্যাডভান্টেজ বাংলাদেশ নিতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্টই শেষ হয়ে গেল তাদের। আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই এখন শুধু আনুষ্ঠানিকতাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণ অধিকার পরিষদ নেতা

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১০

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১১

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১২

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১৩

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৪

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৫

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৬

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৭

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৮

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৯

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

২০
X