চোট পাওয়া হাঁটুতে সফল অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন পেসার এবাদত হোসেন। গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, আরও একবার ডাক্তার দেখাতে হবে ডানহাতি এ পেসারকে; সেজন্য লন্ডনে এক সপ্তাহের মতো পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপর দেশে ফিরে আসবেন তিনি।
গত ৩০ সেপ্টেম্বর রাতে অস্ত্রোপচার হয়েছিল এবাদতের। এরপর থেকে হাসপাতালেই আছেন তিনি। দেশে ফেরার পর এ পেসারের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা করার কথা বিসিবির মেডিকেল বিভাগের। তবে ক্যারিয়ারে প্রথম ছুরি কাঁচির নিচে যাওয়া এবাদত যে বিশ্বকাপে খেলছেন না, সেটা আগেই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মন্তব্য করুন