স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

এবার চলেই গেলেন হিথ স্ট্রিক

এবার চলেই গেলেন হিথ স্ট্রিক

দশ দিন আগে হিথ স্ট্রিকের মৃত্যু-সংবাদ দিয়েছিলেন তার এক সময়ের সতীর্থ হেনরি ওলোঙ্গা। তিনিই আবার কয়েক ঘণ্টা পর মৃত্যু-সংবাদ দেওয়া পুরোনো টুইটটি মুছে দিয়ে স্ট্রিকের বেঁচে থাকার খবর দেন। এবার আর গুজব নয়। জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচের স্ত্রী নাদিনে স্ট্রিক এক ফেসবুক পোস্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। অনেকদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন ৪৯ বছর বয়সী সাবেক এ তারকা ক্রিকেটার। চলতি বছরের মে মাসে জানা যায়, লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত তিনি। ডাক্তাররা বলেছিলেন হিথ স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। গতকাল তাদের আশঙ্কাই সত্যি হয়েছে।

হিথ স্ট্রিকের মৃত্যুর খবর দিয়ে ফেসবুক পোস্টে তার স্ত্রী লিখেছেন, ‘আজ ভোরে, ৩ সেপ্টেম্বর ২০২৩ রোববার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সঙ্গে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষটা পরিবার ও প্রিয়জনবেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’ নাদিনে পোস্ট শেষ করেছেন ‘যতক্ষণ না তোমাকে আমি পাই’ লিখে। সঙ্গে দিয়েছেন ভগ্নহৃদয়ের ইমোজি। চলতি বছরের মে মাসে অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে স্ট্রিকের। গুরুতর অসুস্থ ছিলেন তিনি। তার ক্যান্সার চতুর্থ স্টেজে ছিল। ১৯৭৪ সালের ১৬ মার্চ জিম্বাবুয়ের বুলাওয়েতে জন্মগ্রহণ করেন হিথ হিল্টন স্ট্রিক। জিম্বাবুয়ের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়া এ পেসার মূলত কোলন এবং যকৃতের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ১৯৯৩ সালের ১০ নভেম্বর জিম্বাবুয়ের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। এরপর জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট। টেস্টে ১ হাজার ৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তার। আর সাদা বলের ক্রিকেটে ২ হাজার ৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট নিয়েছেন। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন তিনি। জিম্বাবুয়েকে ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন এ অলরাউন্ডার। ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশাতেও বেশ সফল ছিলেন তিনি। ২০০৯ সালে জিম্বাবুয়ের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন স্ট্রিক। আর ২০১৪ সালে দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের। তার দুই বছরের দায়িত্বকালে বেশ উন্নতি করেন বাংলাদেশ দলের পেসাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, চাঞ্চল্যকর দাবি আসামের মুখ্যমন্ত্রীর

‘এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা’

রোহিঙ্গাদের আরও ৫০ লাখ ডলার অনুদান দক্ষিণ কোরিয়ার

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি প্রমাণিত হলে যে শাস্তি

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার

খুমেক হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান 

জিনপিংয়ের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে কী কথা হলো ট্রাম্পের?

ফর্টিফাইড রাইস উৎপাদন বিষয়ে দুদিনের প্রশিক্ষণ

ইথিওপিয়া থেকে আসা ছাই ভারত-পাকিস্তানের আকাশেও

শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, উত্তাল ক্যাম্পাস

১০

কফিন থেকে হুট করে ভেসে এলো শব্দ, অতঃপর...

১১

‘ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই’

১২

রাতের জামতৈল স্টেশন যেন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য

১৩

খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবার প্রতি ব্যক্তিগত চিকিৎসকের অনুরোধ

১৪

‘সুখবর’ পেলেন বিএনপির আরও ৬৫ নেতা

১৫

পোস্টাল ব্যালট / ভোট দিতে ৩১ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৬

বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত

১৭

নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : রিজভী 

১৮

গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি মারা গেছেন

১৯

২৪ ঘণ্টায় বিশ্বে ১৩৩ ভূমিকম্প

২০
X